হে বঞ্চিত! এমন এক জিনিস তুমি হারালে!!
ইমাম বায়হাকি শু'আবুল ঈমান গ্রন্থে কাসেম ইবনে উসমান আল জাওঈ সূত্রে বর্ণনা করেন - তিনি বলেন:
“আমি বাইতুল্লাহ তাওয়াফের সময় এক ব্যক্তিকে দেখলাম। আমি তার কাছে গিয়ে শুনতে পেলাম, সে শুধু একটি কথাই বলছে: “হে আল্লাহ আপনি অভাবীদের প্রয়োজন পূরণ করে দিয়েছেন, আর আমার প্রয়োজন এখনো পূরণ হলো না”।
আমি তাকে বললাম আপনার কি হলো একটি কথা ছাড়া আর কিছুই বলছেন না? তখন তিনি বললেন আমি তোমাকে ঘটনা বর্ণনা করছি।
আমরা সাতজন বন্ধু ছিলাম বিভিন্ন দেশের। আমরা শত্রুর ভূমিতে অভিযান চালাই। তখন আমরা প্রত্যেকেই বন্দি হই। আমাদের শিরশ্ছেদের জন্য আমাদেরকে আলাদা করা হয়। তখন আমি আকাশের দিকে তাকিয়ে সাতটি দরজা দেখতে পাই। প্রতিটি দরজায় একটি করে সাতটি ডাগর চক্ষু বিশিষ্ট হুর দেখতে পাই।
অতঃপর আমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে সামনে এনে শিরশ্ছেদ করা হয়। তখন আমি একটি হুরকে দেখতে পাই যার হাতে একটি রুমাল; ওই হুর মাটিতে নেমে আসে। এভাবে ছয় জনের শিরশ্ছেদ করা হয় এবং আমি বাকি থেকে যাই। তখন একটি দরজা ও একটি হুর অবশিষ্ট থাকে। আমার শিরশ্ছেদের জন্য যখন আমাকে নেয়া হয়, তখন তাদের এক ব্যক্তি আমাকে চেয়ে বসে। তখন আমাকে তার কাছে হস্তান্তর করা হয়। তখন আমি হুরকে বলতে শুনি: হে মাহরুম! হে বঞ্চিত! এমন এক জিনিস তুমি হারালে!! এ কথা বলে সে দরজা বন্ধ করে দেয়।
হে ভাই, আমি যা হারিয়েছি তার জন্য এখন আফসোস করছি। ”
কাসিম ইবনে ওসমান বলেন: আমি মনে করি, এই ব্যক্তি ওই সাত জনের মধ্যে সর্বোত্তম। কারণ সে এমন কিছু দেখেছে যা অন্যেরা দেখেনি। তাই সে আগ্রহ ভরে আমল করে যেতে পারছে।
[শুআবুল ঈমান - ইমাম বায়হাকী রহ., হাদীস নং- ৪০১৭]
*****
মজার ঘটনা: শাইখ আবু ইয়াহইয়া আল-লিবী রহ. বলেন: যখন আমরা কারাগারে ছিলাম, তখন একজন ইবাদতগুজার কারাবন্দি ভাই আমার কাছে একটি ঘটনা বর্ণনা করেছেন, যা আমি নিজ কানে শুনেছি এবং আমার অন্তর তা ধারণ করে নিয়েছে।
ঘটনা হলো: আমেরিকান সৈন্যরা কাবুলে এক শীতের রাত্রে তাকে বন্দি করে। তারা তাকে একটি সরু সিমেন্টের ঘরে নিয়ে আসে এবং হঠাৎ তারা তার উপর ঠাণ্ডা পানি ঢেলে দেয়। তারা তাদের পা দিয়ে তাকে লাথি মারতে শুরু করে। তখন তাদের একজন তাকে এমনভাবে আঘাত করে; যার দরুন তিনি যেন মৃত্যুর ঘ্রাণ পেয়ে যান। শ্বাস রোধে তিনি পুরোপুরি অজ্ঞান হয়ে যান কিংবা অজ্ঞান হওয়ার কাছাকাছি চলে যান। সেই অবস্থায়, তিনি দেখতে পান, দুটি খুব সুন্দরী মহিলা আকাশ থেকে দ্রুত তাঁর দিকে নেমে আসছে। (সুবহানাল্লাহ)
সৈন্যদের একজন তাকে একটি আঘাত করে, যা তাকে জাগ্রত করে দেয় এবং সে যা দেখছিল তা কেটে যায়। ফলে হঠাৎ তিনি আবিষ্কার করেন যে, তিনি একদল হিংস্র পশুর দ্বারা বেষ্টিত।
আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি- তিনি ওই ভাইকে এবং সকল মুসলিম বন্দীকে কয়েদ থেকে মুক্তি দান করুন। আমীন
সূত্র: শাহাদাতের ফযীলত বিষয়ক চল্লিশ হাদীস - শাইখ আবু ইয়াহইয়া আল-লিবী রহ., পৃষ্ঠা: ২৭-২৮ অবলম্বনে।
Comment