_______________________________
124 : আমরা কার অনুসরণ করব?
এক ব্যক্তি প্রসিদ্ধ তাবেঈ সালামা বিন দিনার রহ.কে জিজ্ঞেস করল, আমাদের অনেক শাইখ আছেন, তাদের মধ্য থেকে আমরা কার অনুসরণ করব?
তিনি উত্তর দেন,
يابني! اقتد بمن يخاف الله في ظهر الغيب، ويعف عن التلبس عن العيب، ويصلح نفسه في أوان الصبا، ولا يرجئ ذلك إلى عهد الشيب.
হে বৎস, তুমি ওই শাইখের অনুসরণ কর যিনি নির্জনে আল্লাহকে ভয় করেন এবং অন্যদের দোষচর্চা হতে নিজেকে পবিত্র রাখেন। শৈশবেই নিজের সংশোধন করে নেন, বার্ধক্যে পৌঁছার আশায় তা বিলম্ব করেন না।-সুআরুম মিন হায়াতিত তাবিঈন : ১৯৫
_______________________________
125 : সেই আল্লাহর যিকির করল
الذكر هو طاعة الله جل وعلا، فمن أقبل على الله وأطاعه فقد ذكره، ومن أعرض عنه ولم يطعه فليس بذاكر له، ولو بات ليلة يسبح ويتلو.
যিকির- আল্লাহ তাআলার আনুগত্য করার নাম। সুতরাং যে ব্যক্তি আল্লাহমূখী হয়ে তাঁর আনুগত্য করল সে-ই আল্লাহর যিকির করল। আর যে আল্লাহ থেকে বিমুখ হল, তাঁর আনুগত্য করল না সে আল্লাহর যিকিরকারী নয়, যদিও সে সারা রাত তাসবীহ ও তেলাওয়াত করে কাটায়।-তাবেঈ সাঈদ বিন জুবায়ের রহ.; সুআরুম মিন হায়াতিত তাবিঈন : ২১৬
_______________________________
126 : চোখের শুকরিয়া কী?
একবার সালামা বিন দিনার রহ.কে জিজ্ঞেস করা হল, চোখের শুকরিয়া কী? তিনি উত্তর দেন,
إن رئيت بهما خيرا أعلنته، وإن رئيت بهما شرا سترته.
(চোখের শুকরিয়া হল,) ভালো কিছু দেখলে তা প্ৰচার করা এবং খারাপ কিছু দেখলে তা গোপন রাখা।-সুআরুম মিন হায়াতিত তাবিঈন : ১৯৭
Comment