Announcement

Collapse
No announcement yet.

দারসে রমাদান।। দারস-৫।। আল্লাহর সাথে মুরাকাবা।।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • দারসে রমাদান।। দারস-৫।। আল্লাহর সাথে মুরাকাবা।।

    দারসে রমাদান।। দারস-৫।।
    আল্লাহর সাথে মুরাকাবা

    মূল: শায়খ খালিদ আল-হুসাইনান (আবু যায়েদ কুয়েতি) রহমাতুল্লাহি আলাইহি
    অনুবাদ: আল-ফিরদাউস টিম
    ==================================================
    =====


    আজ আমরা এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব, যা আমাদের জীবনের প্রতি মুহূর্তে প্রয়োজন। প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্থানে, কথা-কাজে, প্রতিটি পলকে তা আমাদের জন্য জরুরি। বিষয়টি হচ্ছে, আল্লাহ তাআলার সাথে মুরাকাবা।
    আল্লাহ তাআলা বলেন:
    يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنْ وَمَا تُخْفِي الّصُدُورْ
    অর্থ: তিনি চোখসমূহের খেয়ানত এবং অন্তরে লুক্কায়িত বিষয় সম্পর্কে অবগত আছেন।

    إِنَّ اللَّهَ لا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلا فِي السَّمَاءِ
    অর্থ: নিশ্চয়ই আল্লাহর কাছে আকাশ-যমীনের কোনোকিছু গোপন নয়।

    আল্লাহর কাছে কোনো বিষয়ই গোপন নয়। তিনি বিশ্বের প্রতিপালক, পৃথিবীর ইলাহ। তাঁর কাছে আকাশ-যমীনের কোনোকিছুই লুক্কায়িত থাকে না। এজন্য কোনো কোনো আলেম বলেছেন:
    معنى المراقبة: هو علم القلب بقُرب الرب
    মুরাকাবার অর্থ: “আল্লাহর নৈকট্যলাভের জন্য কলবের অবস্থা সম্পর্কে জানা”।

    আল্লাহর শপথ! হে আমার ভাই, এটি এক মহাবিপদ যে, মানুষ মাখলুকের মুরাকাবা বা পর্যবেক্ষণকে মহান খালিকের মুরাকাবার চেয়ে বেশি ভয় করে। মানুষ আমাকে দেখে ফেলছে— এই ভয় আল্লাহ আমাকে দেখছেন এর চেয়ে বেশি।

    যদি বাজারে, পথে কিংবা সভায় ক্যামেরা ফিট করে আদেশ জারি করা হয়, যে ব্যক্তি কোনো নারীর দিকে তাকাবে তার বেতন কাটা যাবে এবং তাকে শাস্তি পেতে হবে, তাহলে লোকদের কী অবস্থা হবে মনে করেন? সুবহানাল্লাহ! দেখবেন— নারীর দিকে তাকানোর আগে প্রত্যেকেই হাজারবার হিসেব কষছে। দৃষ্টি অবনত রাখছে। কেন? সে আপনাকে বলবে, আল্লাহর শপথ! এখানে ক্যামেরা ফিট করা আছে। ক্যামেরার দিকে তাকিয়ে দেখুন, তা আমাদের গতিবিধি মনিটরিং করছে। নারীর দিকে তাকালে আমার বেতন কাটা যাবে। সে মাখলুকের ক্যামেরার ভয়ে হাজারবার হিসেব করতে বাধ্য হচ্ছে। কিন্তু আল্লাহর মনিটরিংয়ের ব্যাপারে একবারও হিসেব করছে না।

    আফসোস! বড় কষ্টকর! আপনি কিছু মানুষকে দেখবেন, যারা নিজের ছোট বাচ্চাদেরকেও ভয় করে। যদি ভ্রমণপথে সাথে পাঁচ বা ছয় বছরের বাচ্চা থাকে, তাহলে সে বাচ্চাদের সামনে কোনো হারাম কাজ করতে পারছে না। ছোট বাচ্চার সামনে হারাম কাজ করতে হাজারবার হিসেব করছে। অথচ মহান, বিশাল, শক্তিধর, পরাক্রমশালী, প্রতাপশালী, সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহকে ভয় করছে না! এটা দুর্বল ঈমানের বহিঃপ্রকাশ ছাড়া আর কী হতে পারে? তাই প্রিয় ভাই, আপনাদের বলছি, কোনো কথা-কাজের পূর্বে, দৃষ্টি ফেলার পূর্বে, পদক্ষেপ গ্রহণের পূর্বে, সকল কাজের পূর্বে এই খেয়াল সর্বদা অন্তরে জাগ্রত রাখুন যে, আমাদেরকে আল্লাহ তাআলা দেখছেন। স্মরণ করুন! আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। তিনি আপনার সকল কাজ রেজিষ্ট্রি করে রাখছেন।

    বিশর আল-হাফী বলেন,
    “لو تفكّر الناس بعظمة الله لما عصوه”.
    অর্থ: মানুষ যদি আল্লাহর মহত্ত্বের কথা চিন্তা করত তাহলে কখনোই তাঁর অবাধ্যতায় লিপ্ত হত না।

    সত্যিই, যদি মানুষ আল্লাহর মহত্ত্বের কথা চিন্তা করত! কিন্তু তারা এখন মাখলুকের মহত্ত্ব-বড়ত্বের চিন্তায় বিভোর। তাদের হৃদয়ে মাখলুকের বড়ত্ব স্থান করে নিয়েছে। ফলে মাখলুককে খালিকের চেয়ে বেশি ভয় ও লজ্জা পাচ্ছে।
    একাকিত্বে, একাকী ভ্রমণে, হোটেল বা কামরায় একাকী অবস্থানকালে বেপরোয়া হয়ে আল্লাহর নাফরমানী করছে। যদি সাথে কেউ থাকত, যদি ছোট বাচ্চাও সাথে থাকত, তাহলে সে গুনাহের কাজ থেকে বিরত থাকত।

    نسأل الله سبحانه وتعالى أن يصلح قلوبنا وأن يبصِّرنا في عيوبنا.
    আল্লাহর কাছে প্রার্থনা, তিনি আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দিন। আমাদের ভুল-ত্রুটি আমাদের দৃষ্টিগোচর করে দিন।

    أقول قولي هذا وأستغفر الله لي ولكم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم.


    আরও পড়ুন

    ৪র্থ দারস ----------------------------------------------------------------------------------------৬ষ্ঠ দারস
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আল্লাহর কাছে প্রার্থনা, তিনি আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দিন। আমাদের ভুল-ত্রুটি আমাদের দৃষ্টিগোচর করে দিন।
    আমীন ইয়া রব্বাল আলামিন

    Comment

    Working...
    X