নিজের সাথে ধোঁকাবাজি
ভালোবাসি ভালোবাসি করি। ভেবে দেখিনি আমার শরীরের ডোপামিন হরমোন কোন সত্তার অনুগ্রহ! ডোপামিন রিলিজ হলেই আমরা যত সুখানুভূতি অনুভব করতে পারি। সারকথা, ডোপামিন রিলিজ = সুখানুভূতি। ভাবিনি কখনো, তাঁকে কতটুকু ভালোবাসলাম। ভাবুক এই আমার কখনো ভাবা হয়নি ভাবনাগুলো আসে কোত্থেকে? তাঁর প্রতি আহ্বানকারীকে ট্রল করি বুজুর্গ বলে! শত নাফরমানিতেও আমার ভাবনা নড়ে না। লোমগুলো শিহরিত হয় না ভয়ে, উচ্ছাসে কিংবা তাঁর প্রতি ভালোবাসায়। আমার সিজদা আমাকে তাঁর থেকে দূরে ঠেলে দেয়!!
সালাত আমার নিকট অতিরিক্ত কাজ হয়ে ঠেকে। যতদ্রুত সম্ভব রুকু-সিজদা-কিয়ামগুলো সংক্ষেপণ করতে উঠেপড়ে লেগে যাই। ভাবতে থাকি ইশ! না জানি কতক্ষণ লেগে যাচ্ছে। আমার মনে থাকে না আমি আসলে একফোঁটা বীর্যে লেগে থাকা শতসহস্র শুক্রাণুর এককণা শুক্রাণু মাত্র। মানে একফোঁটা বীর্যও না! রবের প্রতি আমার নিদারুণ অনীহা। যেন তিনি আমায় সৃষ্টি করে আমার নিকট দায়বদ্ধ! তিনি অপরাধী!! ভাবিনি, দায়সারা ভাব নিয়ে চলা আমি পাপের ভারে ন্যুব্জ হয়ে পড়লেও তিনি আমার অক্সিজেন বন্ধ করেন না। যখন আমি সমস্ত দরজা জানালা বন্ধ করে রুদ্ধদ্বারে পাপাচারে ডুবে থাকি তখনও তিনিই দরজার নিচ দিয়ে আমার অক্সিজেন ঠিকঠাক মত পৌঁছে দেন। ভেবেছি কি কখনো! আমার সৌন্দর্য আমাকে অন্যজনের ছায়া মাড়াতে দেয় না, কিন্তু মৃত্যুর পর এ সৌন্দর্যমণ্ডিত শরীর পঁচতে তিনদিন সময়ও নেয় না। একটি তেলাপোকা আমার শরীরে পাঁচ সেকেন্ড থাকাটা আমি ভাবতেও পারি না, মাটির নিচে আমার লাশ পৌঁছার পূর্বেই পোকামাকড়ের অভাব হয় না। প্রতিদিন শত শোক সংবাদ আমার কানে বাজে, তবুও মৃত্যুপরবর্তী মূল জীবনের চিন্তা আমার কপালে এতটুকু ভাঁজ ফেলে না। কেন তবে আমি নিজেকে মুমিন মনে করি? কিভাবে আমি নিজেকে মুসলিম দাবি করি? নিছক এ ধোঁকাবাজি কার সাথে? নিজের সাথেই নয় কি?
Comment