Announcement

Collapse
No announcement yet.

কিয়ামতের ভয়ে যে সাহাবি দুনিয়াবি সম্পদ প্রত্যাখ্যান করেছিলেন

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • কিয়ামতের ভয়ে যে সাহাবি দুনিয়াবি সম্পদ প্রত্যাখ্যান করেছিলেন

    ধরুন আপনার সম্পদের পরিমাণ খুব কম এই মূহুর্তে হালালভাবে কেউ যদি আপনাকে বিশাল পরিমাণ সম্পদ হাদিয়া দেয় তো আপনি কি প্রত্যাখ্যান করবেন? কিন্ত একজন সাহাবী এমনই হাদিয়া প্রত্যাখ্যান করেছিলেন শুধুমাত্র আল্লাহর ভয়ে, কিয়ামতের বিভীষিকাময় দিনের ভয়ে।

    মহামহিমান্বিত আল্লাহ মানুষকে সতর্ক করছেন যে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, অথচ মানুষ তা থেকে সম্পূর্ণ উদাসীন রয়েছে। তারা ওর জন্যে এমন কিছু প্রস্তুতি গ্রহণ করছে না যা সেই দিন তাদের উপকারে আসবে। বরং তারা সম্পূর্ণরূপে দুনিয়ায় জড়িয়ে পড়েছে। দুনিয়ায় তারা এমনভাবে লিপ্ত হয়ে পড়েছে যে, ভুলেও একবার কিয়ামতকে স্মরণ করে না।

    অন্য জায়গায় মহান আল্লাহ বলেনঃ
    اَتٰۤى اَمْرُ اللّٰهِ فَلَا تَسْتَعْجِلُوْهُ
    অর্থাৎ “আল্লাহর আদেশ আসবেই; সুতরাং তোমরা ওকে ত্বরান্বিত করতে চেয়ো না।” (নাহল: ১)

    আর এক জায়গায় বলেনঃ
    اِقْتَرَبَتِ السَّاعَةُ وَ انْشَقَّ الْقَمَرُ ـ وَ اِنْ یَّرَوْا اٰیَةً یُّعْرِضُوْا
    অর্থাৎ “কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। তারা কোন নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয়।” (ক্বামার:১-২)

    কবি আবু নুওয়াসের এই অর্থেরই নিম্নরূপ একটি কবিতাংশ রয়েছেঃ
    اَلنَّاسُ فِىْ غَفْلَاتِهِمْ ـ وَرُحَى الْمَنِيَّةِ تُطْحَنُ
    অর্থাৎ “মানুষ তাদের উদাসিনতায় ডুবে আছে, অথচ মৃত্যুর যাতা ঘুরতে রয়েছে।
    তখন তাকে প্রশ্ন করা হয়ঃ “কি থেকে এটা নেয়া হয়েছে?"
    উত্তরে সে বলেঃ "আল্লাহ তাআলার اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِىْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَ এই উক্তি হতে।”

    বর্ণিত আছে যে, হযরত আমির ইবনু রাবীআহ (রাঃ) বড়িীতে একটি লোক অতিথিরূপে আগমন করে। হযরত আমির (রাঃ) তার খুব খাতিরসম্মান করে তাকে বাড়ীতে রাখেন এবং তার সম্পর্কে রাসূলুল্লাহর (সঃ) সাথেও আলোচনা করেন।
    একদা এ অতিথি হযরত আমিরকে (রাঃ) বলেনঃ “রাসূলুল্লাহ (সাঃ) আমাকে অমুক উপত্যকা দান করেছেন। আমি চাই যে, ঐ উত্তম ভূ-খণ্ডের কিছু অংশ আপনার নামে করে দিই, যাতে আপনার অবস্থা স্বচ্ছল হয়।”
    উত্তরে হযরত আমির (রাঃ) বলেনঃ “ভাই, আমার এর কোন প্রয়োজন নেই। আজ এমন একটি সূরা অবতীর্ণ হয়েছে যা দুনিয়াকে আমার কাছে তিক্ত করে তুলেছে।”
    অতঃপর তিনি اِقْتَرَبَ لِلنَّاسِ সূরা আম্বিয়ার প্রথম আয়াতটি পাঠ করেন।

    সূত্র: তাফসির ইবনে কাসির
    Last edited by Rakibul Hassan; 09-05-2024, 02:06 PM.

  • #2
    সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি
    জাযাকাল্লাহ খাইরান ভাই, এমন অন্তর পরিশুদ্ধকারি পোস্ট আরও লিখার তাওফিক আল্লাহ্‌ আপনাকে বাড়িয়ে দিন।

    Comment


    • #3
      Originally posted by Omor Faruk View Post
      সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি
      জাযাকাল্লাহ খাইরান ভাই, এমন অন্তর পরিশুদ্ধকারি পোস্ট আরও লিখার তাওফিক আল্লাহ্‌ আপনাকে বাড়িয়ে দিন।
      আমীন ইয়া রব্বাল আলামিন

      Comment

      Working...
      X