জীবন হলো এক আশ্চর্য প্রদীপ
প্রিয় ভাই ও বোন!
জন্ম ও মৃত্যু মানব জীবনের দুই প্রান্ত।একদিন মানব-শিশু জন্ম গ্রহণ করে। তারপর পৃথিবীর আলো-বাতাসে তার জীবনের বিনাশ ঘটে এবং বসন্ত প্রস্ফুটিত হয়।কিন্তু বসন্ত বাহার চিরকাল থাকে না, একসময় তাজা ফুলো ঝরে যায় এবং বসন্তের অবসান হয়। ভোরে উদিত রাঙা সূর্য পূব আকাশে স্থির থাকে না। ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ে, বিবর্ণ হয়ে অস্ত যায়।জীবন এভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়, জীবনের অবসান হয়।আসলে কি অবসান হয়?
জীবন-সূর্য আসলে কি অস্ত যায়, না অন্য এক উদয়াচলে উদিত হয়, যেখানে উদয় আছে, অস্ত নেই। শুরু আছে, শেষ নেই।কিংবা মনে করো জীবন হলো এক আশ্চর্য প্রদীপ, যা ভোরের আলোতে প্রজ্বলিত হয়।সন্ধায় আমরা যে প্রদীপ জ্বালি তা রাতের অন্ধকার দূর করে এবং দেখার আলো দান করে। আমাদের জীবন প্রদীপ তাহলে কোন আলো দান করে?কিসের অন্ধকার দূর করে।সুখের আলো না দুখের অন্ধকার?জ্ঞানের আলো না মূর্খতার অন্ধকার?
পুণ্যের আলো এবং পাপের অন্ধকার? জন্ম কি সুখের এবং আনন্দের?মৃত্যু কি কষ্টের এবং বেদনার?আমার জন্ম আমি দেখি নি, তাই জন্মের স্বাদ বুঝতে পারি নি।আমার মৃত্যু কি আমি দেখতে পাবো?মৃত্যুর স্বাদ বুঝতে পারবো?না কি মানুষে মানুষে জন্ম-মৃত্যুর স্বাদে পার্থক্য হয়?
জানি না, আমি কিছুই জানি না।তবে জীবনের এই ছোট্ট পরিসরে এ সত্য বুঝতে পেরেছি যে,আমার মৃত্যুর জন্য আমাকে প্রস্তুত হতে হবে।এ জীবন, এ যৌবন, এ বসন্ত, এ সুগন্ধ সব হারিয়ে যাবে।আমাকেও কাফনে সজ্জিত হয়ে বিদায় পালঙ্কে শয়ন করতে হবে,যেমন আমার সামনে পড়ে ছিলেন আমার বাবার ক্ষতবিক্ষত দেহখানা, এখন তিনি একজন শহীদ, আর আমি শহীদের সন্তান। কিন্তু এ ক্ষতবিক্ষত দেহখানার মাঝেও তাঁর মুখে অপূর্ব এক প্রশান্তি,যদিও দুই ঠোঁটের ফাঁকে কেমন যেন স্নিগ্ধ হাসি তবু নির্মম সত্য এই যে,তিনি আমাদের মাঝে নেই। আমিও আমার প্রিয়দের মাঝে একদিন থাকবো না। তবে হে আল্লাহ! বিদায়ের ক্ষণে এই প্রশান্তিটুকু, এই স্নিগ্ধ হাসিটুকু আমিও যেন পাই!
আমার সম্মানিত বাবা জানাযার খাটে শুয়ে আছেন। আমি পাশে দাঁড়িয়ে আছি। তখন জন্ম ও মৃত্যু যেন পূর্ণ সত্য হয়ে আমার চিন্তায় উদ্ভাসিত হলো। বাবার অস্ত্রটা এখন আর সচল নেই, কিন্তু হাতের আঙ্গুলে তেমনি ধরা আছে। আমার জন্য এর চেয়ে বড় সান্ত্বনা আর কি হতে পারে!
হে আল্লাহ! আমি আমার বাবার মত প্রশান্তির হাসি হাসতে চাই। হে আল্লাহ! আমি আমার বাবার মত স্নিগ্ধ হাসির তারকা হয়ে বিদায় নিতে চাই।
পরিশেষে তোমার কাছে একটাই মিনতি বাবার রেখে যাওয়া অস্ত্রটা আমার জন্য সচল করে দাও।
প্রিয় ভাই ও বোন!
জন্ম ও মৃত্যু মানব জীবনের দুই প্রান্ত।একদিন মানব-শিশু জন্ম গ্রহণ করে। তারপর পৃথিবীর আলো-বাতাসে তার জীবনের বিনাশ ঘটে এবং বসন্ত প্রস্ফুটিত হয়।কিন্তু বসন্ত বাহার চিরকাল থাকে না, একসময় তাজা ফুলো ঝরে যায় এবং বসন্তের অবসান হয়। ভোরে উদিত রাঙা সূর্য পূব আকাশে স্থির থাকে না। ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ে, বিবর্ণ হয়ে অস্ত যায়।জীবন এভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়, জীবনের অবসান হয়।আসলে কি অবসান হয়?
জীবন-সূর্য আসলে কি অস্ত যায়, না অন্য এক উদয়াচলে উদিত হয়, যেখানে উদয় আছে, অস্ত নেই। শুরু আছে, শেষ নেই।কিংবা মনে করো জীবন হলো এক আশ্চর্য প্রদীপ, যা ভোরের আলোতে প্রজ্বলিত হয়।সন্ধায় আমরা যে প্রদীপ জ্বালি তা রাতের অন্ধকার দূর করে এবং দেখার আলো দান করে। আমাদের জীবন প্রদীপ তাহলে কোন আলো দান করে?কিসের অন্ধকার দূর করে।সুখের আলো না দুখের অন্ধকার?জ্ঞানের আলো না মূর্খতার অন্ধকার?
পুণ্যের আলো এবং পাপের অন্ধকার? জন্ম কি সুখের এবং আনন্দের?মৃত্যু কি কষ্টের এবং বেদনার?আমার জন্ম আমি দেখি নি, তাই জন্মের স্বাদ বুঝতে পারি নি।আমার মৃত্যু কি আমি দেখতে পাবো?মৃত্যুর স্বাদ বুঝতে পারবো?না কি মানুষে মানুষে জন্ম-মৃত্যুর স্বাদে পার্থক্য হয়?
জানি না, আমি কিছুই জানি না।তবে জীবনের এই ছোট্ট পরিসরে এ সত্য বুঝতে পেরেছি যে,আমার মৃত্যুর জন্য আমাকে প্রস্তুত হতে হবে।এ জীবন, এ যৌবন, এ বসন্ত, এ সুগন্ধ সব হারিয়ে যাবে।আমাকেও কাফনে সজ্জিত হয়ে বিদায় পালঙ্কে শয়ন করতে হবে,যেমন আমার সামনে পড়ে ছিলেন আমার বাবার ক্ষতবিক্ষত দেহখানা, এখন তিনি একজন শহীদ, আর আমি শহীদের সন্তান। কিন্তু এ ক্ষতবিক্ষত দেহখানার মাঝেও তাঁর মুখে অপূর্ব এক প্রশান্তি,যদিও দুই ঠোঁটের ফাঁকে কেমন যেন স্নিগ্ধ হাসি তবু নির্মম সত্য এই যে,তিনি আমাদের মাঝে নেই। আমিও আমার প্রিয়দের মাঝে একদিন থাকবো না। তবে হে আল্লাহ! বিদায়ের ক্ষণে এই প্রশান্তিটুকু, এই স্নিগ্ধ হাসিটুকু আমিও যেন পাই!
আমার সম্মানিত বাবা জানাযার খাটে শুয়ে আছেন। আমি পাশে দাঁড়িয়ে আছি। তখন জন্ম ও মৃত্যু যেন পূর্ণ সত্য হয়ে আমার চিন্তায় উদ্ভাসিত হলো। বাবার অস্ত্রটা এখন আর সচল নেই, কিন্তু হাতের আঙ্গুলে তেমনি ধরা আছে। আমার জন্য এর চেয়ে বড় সান্ত্বনা আর কি হতে পারে!
হে আল্লাহ! আমি আমার বাবার মত প্রশান্তির হাসি হাসতে চাই। হে আল্লাহ! আমি আমার বাবার মত স্নিগ্ধ হাসির তারকা হয়ে বিদায় নিতে চাই।
পরিশেষে তোমার কাছে একটাই মিনতি বাবার রেখে যাওয়া অস্ত্রটা আমার জন্য সচল করে দাও।
Comment