133 : তার প্রতি খারাপ ধারনা করো না
لا تظنَّ بكلمة خرجتْ مِن أخيك المؤمنِ شرًّا، وأنتَ تجد لها في الخير مَحْملًا.
কোনো মুমিন ভাইয়ের মুখ থেকে বের হওয়া কথার কারণে তার প্রতি খারাপ ধারনা করো না, যখন তার কথার ভালো কোনো ব্যাখ্যাও তুমি খুঁজে পাও। -হযরত উমর বিন খাত্তাব রাযি.
_______________________________
134 : এটি ছিল তার অন্তরের স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার আলামত
عن أبي الدَّرداء رضي الله عنه أنَّه كان يدعو لسبعين من أصحابه، يسمِّيهم بأسمائهم، وهذا العمل علامة على سَلَامة الصَّدر.
হযরত আবু দারদা রাযি. তাঁর সত্তুর জন সংগীর নাম নিয়ে নিয়ে দোয়া করতেন। এটি ছিল তার অন্তরের স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার আলামত। -শারেহে বুখারি ইমাম ইবনে বাত্তাল রহ.
_______________________________
135 : কারো অন্তরে হিংসা বিদ্বেষ থাকলে সে নিজেই এক ধরণের শাস্তি পেতে থাকে
وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الأَنْهَارُ.
আমি তাদের অন্তরের বিদ্বেষ দূর করে দেব। তাদের তলদেশ দিয়ে নির্ঝরণী প্রবাহিত হবে। সূরা আরাফ (০৭) ৪৩
ইমাম ইবনে আতিয়্যাহ রহ. বলেন,
هذا إخبار من الله عزَّ وجلَّ أنَّه ينقِّي قلوب ساكني الجنَّة من الغلِّ والحقد، وذلك أنَّ صاحب الغلِّ متعذِّب به، ولا عذاب في الجنَّة
এখানে আল্লাহ তাআলা (আমাদেরকে) জানাচ্ছেন যে, তিনি জান্নাতিদের অন্তর সকল প্রকার হিংসা-বিদ্বেষ থেকে একদম পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেবেন। এর কারণ হল, কারো অন্তরে হিংসা বিদ্বেষ থাকলে সে এ কারণে নিজেই এক ধরণের শাস্তি পেতে থাকে আর জান্নাতে তো কোনো ধরণের শাস্তি থাকবে না। (আল-মুহাররারুল ওয়াজীয ফী তাফসীরিল কিতাবিল আযীয : ২/৪০১)
_______________________________
Comment