Announcement

Collapse
No announcement yet.

থার্টি ফার্স্ট নাইট যুবক-যুবতীদের ঈমান ও সম্ভ্রম ধ্বংসের আয়োজন।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • থার্টি ফার্স্ট নাইট যুবক-যুবতীদের ঈমান ও সম্ভ্রম ধ্বংসের আয়োজন।


    যুবসমাজ হলো সমাজের অক্সিজেন এর মত। তাদের কর্মতৎপরতায় যুগ ও সমাজের গতি অব্যাহত থাকে।কিন্তু যৌবন বলে কথা! শয়তান তাদের নানাভাবে পথচ্যুত করতে অপ্রাণ চেষ্টা চালিয়ে যায়।তাদের পথচ্যুত করার মাধ্যমে পুরো সমাজকে আঁধারে নিক্ষেপ করা যাবে। এই বয়সে ধোঁকার সাগরে নিমজ্জিত হয়ে কল্পিতকারাবাসে হারিয়ে গেছে অসংখ্য যুবক। ইহজগতের বিভিন্ন গোপন ও প্রকাশ্য গুনাহ তাকে ঢেউয়ের তরঙ্গের সাথে ভাসিয়ে নিয়ে যাচ্ছে জান্নামের অতল গহ্বরে। যৌবন বয়স অত্যান্ত দামী।কারণ আপনার সামনে দুইটি রাস্তা খোলা আছে। একটি হলো জান্নাতের রাস্তা আপরটি হলো জাহান্নামের রাস্তা।যুবকদের জন্য আল্লাহ তায়ালা জান্নাতে যাওয়ার একটি চমৎকার সহজ অফার দিয়েছেন।জান্নাতে যাওয়ার সেই অফারটি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু অধিকাংশ যুব-সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।পশ্চিমা অপসংস্কৃতির বেড়াজালে নিজেকে সঁপে দিয়েছেন তাগুদের হাতে। একদিকে ঈমান বিধ্বংসী খেলায় মেতেছে যুব সমাজ, অন্যদিকে কাফেররা মুসলিম উম্মার রক্ত নিয়ে হোলি উৎযাপনে মাতোয়ারা।

    থার্টি ফার্স্ট নাইট যুবক-যুবতীদের ঈমান ও সম্ভ্রম ধ্বংসের আয়োজন। মদ-জুয়া, নাচ-গান, অশ্লীলতা-বেহায়াপনার রঙ্গমঞ্চে ভাসিয়ে দেয় যুবক-যুবতীরা নিজেদের।
    আল্লাহ তায়ালা বলেন,
    فَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَیْرًا یَّرَهٗ وَ مَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا یَّرَهٗ .
    যে কণা পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। আর যে কণা পরিমাণ মন্দ কাজ করবে সে-ও তা দেখতে পাবে। -সূরা যিলযাল (৯৯:৭-৮)।

    প্রিয় ভাই-বোন পশ্চিমা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে দিয়েছেন কাদেরকে খুশি করার জন্য? হে আমার ভাই! আপনি কাদের খুশি করতে ব্যস্ত? হে আমার বোন!আপনি কাকে খুশি করতে নিজের সম্ভ্রম বিলিয়ে দিচ্ছেচ্ছেন এইভাবে?
    রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন কওমের (সম্প্রদায়ের) অনুসরণ-অনুকরন করবে, সে তাদের দলভুক্ত হবে।(সুনানে আবু দাউদ-৩৯৮৯)
    অর্থাৎ এমন অনুসরণ ও অনুকরণ করা, যাতে কাফির ও মুসলমানের মধ্যে কোন পার্থক্য থাকে না। এমতাবস্থায় সে ব্যক্তি তাদের দলভুক্ত হিসাবে পরিগণিত হবে যাদের সে অনুসরণ করবে।

    আল্লাহ তায়ালার কাছে কি জবাব দিবেন? হায়! এই অবস্থায় যদি আপনি মৃত্যু এসে পড়ে তাহলে কোন অবস্থায় উপনিত হবেন? মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করবে সে অবস্থায় হাশরের ময়দানে উপনিত হবেন। জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) কে একথা বলতে শুনেছি যে, প্রত্যেক বান্দা কিয়ামতের দিন ঐ অবস্থায় উত্থিত হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। সহীহ মুসলিম -৬৯৬৮।
    প্রিয় ভাই আপনি আপনার কাতার নির্ধারণ করুন।আপনি কি কুফরের পক্ষ নিবেন নাকি ইসলামের পক্ষ নিবেন?

    একটি বছর আপনার আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। আমরা মৃত্যুর দিকে একধাপ অগ্রবর্তী হয়েছি৷ আমাদের প্রত্যেকের হিসাব-নিকাশ করা প্রয়োজন আমরা কতটুকু নেক আমল করতে পেরেছি? কতটুকু সময় আল্লাহ তায়ালার ইবাদতে অতিবাহিত করতে পেরেছি।জিহাদের কাজে আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি? কতটুকু ইলম আমি অর্জন করতে পেরেছি? কতগুলো বই আমি পড়তে পেরেছি? আর তাই হাদীস শরীফে ইরশাদ হয়েছে-

    الكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ.
    বুদ্ধিমান তো সে, যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কর্ম করে। আর অক্ষম সে, যে প্রবৃত্তির অনুসারী হয় আর আল্লাহর প্রতি (অলীক) প্রত্যাশা পোষণ করে। -জামে তিরমিযী, হাদীস ২৪৫৯।
    সামনের বছরের লক্ষ নির্ধারণ করার সময় এখন। ডায়েরিতে লিখে ফেলুন আপনার আগামীর লক্ষ। কতগুলো বই পড়বেন টার্গেট নির্ধারণ করুন।
    প্রিয় ভাই, যুব সমাজ হলো সমাজের ঢাল। তাদের আক্রান্ত করার মাধ্যমে পুরো সমাজকে ধ্বংসস্তুপে পরিণত করা যায়।যুব সমাজকে পরিবর্তন করতে না পারলে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে না। তাদের ভিতরের উদ্যমতাকে উম্মাহর কল্যাণে ব্যয় করার সুযোগ আমাদের হাতে।তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে জান্নাতের সহজ রাস্তা দেখানোর দায়িত্ব আমাদের উপর। প্রিয়ভাই আপনাদের এই উদ্যমতাকে জিহাদ ফি সাবিলিল্লাহ কাজে নিয়োজিত করুন। হে আমার ভাই! আপনাদের এই ভুল পথ থেকে ফিরে আসার আহ্বান।


    আল্লাহ তায়ালা আমাদের সমস্ত অপসংস্কৃতি ও ফিতনা থেকে হিফাজত করুন (আমিন)।​

  • #2

    আল্লাহ তায়ালা আমাদের সমস্ত অপসংস্কৃতি ও ফিতনা থেকে হিফাজত করুন (আমিন)।​​
    আমীন ইয়া রব্বাল আলামিন
    বছর ফুরিয়ে যাবে এতো রিসোর্স আছে https://gazwah.net সাইটে

    Comment


    • #3
      শাসকের যথাযথ লাঠি ব্যবহার না থাকলে সমাজে কখনো ই এই ন্যাক্কারজনক কাজ দূর হবে না। আর স্যাকুলারজম যত নষ্টালজিক কাজ আছে তাদের প্রমোট করে।

      Comment

      Working...
      X