Announcement

Collapse
No announcement yet.

📜প্রযুক্তির মাধ্যমে জ্ঞানার্জন📜

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 📜প্রযুক্তির মাধ্যমে জ্ঞানার্জন📜

    ✒️আল্লাহ তাআলা আমাদের আধুনিক এসব যন্ত্র কেন দান করেছেন? কেন এগুলো আমাদের জন্য সহজলভ্য করলেন? আমাদের কাছে বর্তমানে ইলেক্ট্রিক অনেক ডিভাইস আছে। আপনার কাছে টেপরেকর্ডার আছে,টেপ আছে, সিডি-ভিসিডি আছে, আছে বিভিন্ন রকমের প্লেয়ার। এমপি থ্রি'র মাধ্যমে দরস শোনার সুযোগ আছে। এমনকি দরস যদি ভিডিও আকারে থাকে, তবে এমপি ফোর আছে। এ সকল প্লেয়ার গাড়িতেও চালানো যায় খুব সহজে। এরপর আরও রয়েছে এফ এম রেডিও। আরও আছে লম্বা লম্বা এমএমএস দেখার পদ্ধতি। এসব আধুনিক আসবাবগুলো আজ আমাদের হাতের মুঠোয়। এখন আমাদের হাতে হাতে টাচ স্ক্রিন ফোন। আঙুল দিয়ে স্পর্শ করে আমরা যেকোনো কিছুই ব্রাউজ করতে পারি সহজে। এগুলোর মাধ্যমে আপনি সহজে বিপুল পরিমাণ কিতাব পড়তে পারেন। এখন তো অনেক মোবাইলেই সহজে এমন ইলেকট্রনিক কিতাব পড়া যায়। এসবের মধ্যে যেমনিভাবে পুরো দুনিয়া ঢুকে আছে, তেমনই ইলমের বিশাল বিশাল সমুদ্রও ঢুকে আছে। এগুলোর জন্য আবার বিশেষ ডিভাইসও আছে। বর্তমানে এমাজন ইলেকট্রনিক বই বের করেছে, যা হাতের তালুতে সহজেই ধারণ করা যায়। এ ইলেক্ট্রনিক বইয়ের পাতা সূর্যের প্রখর কিরণের নিচেও পড়তে অসুবিধে হবে না। এ সকল মনিটরসমৃদ্ধ ডিভাইসগুলো আরও উন্নতি করছে। এগুলোকে অচিরেই ফোল্ড করে, ভাঁজ করে রাখার প্রযুক্তি আসছে। এমনকি ল্যাপটপের মনিটরকেও। সামনে এমনও নতুন আবিষ্কারের কথা উৎপাদনকারীরা বলছে যে, এমন মনিটরসমৃদ্ধ ডিভাইস আসবে, যা হাতের কব্জিতে লেপটে নেওয়া যাবে। ইলম তো আল্লাহরই কাছে, কিন্তু এসব তো কেবল মাধ্যম। এসব তো আমাদের জন্য ইলম গ্রহণ করা অতি সহজ করে দিয়েছে। যে ব্যক্তি যে কাজে ব্যবহার করে, সে তেমনই ফল পাবে। কিন্তু আমাদের উচিত এগুলোকে আমাদের অধ্যয়নের কাজে লাগানো। এগুলোর সঠিক ব্যবহারের মাধ্যেমে আমরা দ্বীনি ইলম হাসিল করতে পারি। অনেক ওয়েব সাইট-ই আছে যেগুলো থেকে অডিও, ভিডিওসহ বিভিন্ন কন্টেন্ট মোবাইলে ডাউনলোড করে রাখা যায়। বর্তমানে তো অনেক অনলাইন ইউনিভার্সিটিও আছে, যেখানে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। অনলাইনভিত্তিক অনেক ইউনিভার্সিটি আছে, যেগুলো ধনী ছাত্রদের থেকে পাঠ্য উপাদান নিয়ে দরিদ্র ছাত্রদের প্রদান করে থাকে। এ ছাড়াও বিভিন্ন জায়গায় অপেক্ষা করার ক্ষেত্রগুলোতে, অপেক্ষার সময়গুলোতে; যেমন হাসপাতাল, গাড়ির জন্য অপেক্ষা ইত্যাদি জায়গায় আমরা আমাদের এমন সময়গুলোকে কাজে লাগাতে পারি। তখন আমরা পকেট থেকে মোবাইল বা ব্যাগ থেকে ল্যাপটপ খুলে বিভিন্ন কিতাব অধ্যয়ন করতে পারি। এমনিভাবে আমরা IPTV প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সম্প্রচার দেখতে পারি। আবার সে সম্প্রচারকৃতদরসটি ল্যান পদ্ধতিতে ওয়াইফাই সংযুক্তির মাধ্যমে সহজেই সার্ভার থেকে ডাউনলোড করতে পারি। যাকে বলা হয়-Video on demand (VOD)। যতটুকু আপনার দরকার পড়ে, ততটুকু আপনি ডাউনলোড করতে পারেন সহজেই। যেটা সম্প্রচারিত হয়ে গেছে, সেটা ওখানে স্টোর করা থাকে। আপনি কেবল আপনার পছন্দসই ইলমের প্রোগ্রামটা নির্বাচন করে দেখতে বা ডাউনলোড করতে পারেন। IPTV প্রযুক্তিকে সুবর্ণ একটা সুযোগ হিসেবে কাজে লাগানো যায়। কারণ, এর মাধ্যমে বিভিন্ন ইলমি চ্যানেল তৈরি করা সম্ভব। মোবাইল দিয়েই এমন চ্যানেল তৈরি করা যায়, যেমন নাকি আমরা টেলিভিশনের মাঝে দেখে থাকি। বিভিন্ন শাইখের অনেক ইলমি আলোচনাই তো রয়েছে এ সকল চ্যানেলে। আমরা সেগুলোকে বিভিন্ন স্থানে আপলোড করে, ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করে, কিংবা আমাদের কাছে দ্রুত পদ্ধতিতে ডাউনলোড করে রাখতে পারি। আজকাল তো ডাউনলোড স্পিড অনেক বেশি। তাই অপেক্ষা করার ঝামেলাটি আর থাকছে না।আবার দেখুন, গুগল অ্যানড্রয়েড ফোন তৈরি করে বাজারজাত করছে। এর মাধ্যমে আমরা সহজেই কোনো কিছু ব্রাউজ করতে পারি, পড়তে পারি, কোনো কিছু সার্চ করে বের করতে পারি। ম্যাক কোম্পানি থেকে আইফোন বেরিয়েছে, যা দ্বারা একই কাজ করা যায় সহজে।এখন এসব ডিভাইসের মধ্যে সহজেই হাজার হাজার পৃষ্ঠা ডাউনলোড করে রাখা যায়। আজ আমরা এমন এক যুগে বাস করছি, যখন সংরক্ষণ পদ্ধতি অনেক উন্নত ও দ্রুতগতির। তা ছাড়া দিনদিন তো এমন অনেক গবেষণার ডিভাইস আসছেই। এগুলো যদি আমরা সঠিক কাজে ব্যবহার করতে না পারি, তবে এগুলোর অর্থ কী? ধরুন, ল্যাপটপ। এর মাঝে দুটা হার্ডডিস্ক আছে। দুই টেরাবাইট হার্ডডিস্ক তো অনেক বিশাল। এর মাঝে আপনি বহু কিতাব, দরসের অডিও-ভিডিও রাখতে পারবেন অনায়াসে। আরও আছে মাকতাবাতুশ শামিলা। এটি তো আজ সহজলভ্য। এমনকি এ ইলেক্ট্রনিক মাকতাবাতে আসল কিতাবের প্রতিলিপিও আছে। যদি আপনার কাছে টেক্সট ভার্সনে কোনো সন্দেহ দেখা দেয়, তবে আপনি সহজেই আসল নুসখা দেখে প্রকৃত তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেন।আমরা সহজেই প্রযুক্তি ব্যবহার করে আমাদের সময়কে কাজে লাগিয়ে ইলম অর্জন করতে পারি। এ ক্ষেত্রে ব্যস্ততা থাকা না থাকার ওজর একেবারেই অনর্থক-অযোক্তিক। ওয়াল্লাহু তা'আলা আ'লামু! তথ্য সূত্রঃ"ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ" লেখক: মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ ।
    পৃষ্ঠা নং:৫০ - ৫৪ বাংলা অনুবাদ।
Working...
X