আল্লাহর ভয় তৈরি হওয়া এটা মহা মূল্যবান এক নিয়ামত। মানুষ শত চেষ্টা করেও আল্লাহর ভয় তৈরি করতে পারে না। আল্লাহর ভয় তৈরি হলে দ্বীনের পথে চলা খুব সহজ হয়ে যায়। বলা যায় যে আল্লাহর ভয় তৈরি করতে পেরেছে সে নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছে।
আল্লাহর ভয় আসলে কিভাবে তৈরি হবে এর জন্য মাশায়েখগন অনেক উপায় বের করার চেস্টা করছেন। আমি দুটি উপায় বলছি যেটা আমার কাছে উত্তম মনে হয়েছে। প্রথম উপায় হলো রাসুল সাঃ আমাদের আল্লাহর ভয় তৈরি হওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্না করতে বলছেন ও হাসি কমিয়ে দিতে বলেছেন।
দ্বিতীয় উপায় হল লোকমান হাকিম এর মহামূল্যবান নাসিহাত জানাযায় বেশি বেশি শরিক থাকবে। কারন(কারণ) জানাযায় গেলে মৃত্য এর কথা স্মরণ হবে যা আল্লাহর ভয় তৈরিতে সাহায্য করবে। বিয়ের আনন্দ উৎসবে বেশি শরিক হবে না কারন(কারণ) তা মৃত্য এর স্মরন কে ভুলিয়ে দেয়।
আল্লাহর ভয় আসলে কিভাবে তৈরি হবে এর জন্য মাশায়েখগন অনেক উপায় বের করার চেস্টা করছেন। আমি দুটি উপায় বলছি যেটা আমার কাছে উত্তম মনে হয়েছে। প্রথম উপায় হলো রাসুল সাঃ আমাদের আল্লাহর ভয় তৈরি হওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্না করতে বলছেন ও হাসি কমিয়ে দিতে বলেছেন।
দ্বিতীয় উপায় হল লোকমান হাকিম এর মহামূল্যবান নাসিহাত জানাযায় বেশি বেশি শরিক থাকবে। কারন(কারণ) জানাযায় গেলে মৃত্য এর কথা স্মরণ হবে যা আল্লাহর ভয় তৈরিতে সাহায্য করবে। বিয়ের আনন্দ উৎসবে বেশি শরিক হবে না কারন(কারণ) তা মৃত্য এর স্মরন কে ভুলিয়ে দেয়।
Comment