সালাফদের বাণীঃ জুমআর দিনের বিশেষ সময় ও বিশেষ আমল
قال رسول الله صلى الله عليه وسلم :
إِنَّ فِي الْجُمُعَةِ سَاعَةً لاَ يَسْأَلُ اللَّهَ الْعَبْدُ فِيهَا شَيْئًا إِلاَّ آتَاهُ اللَّهُ إِيَّاهُ . رواه الترمذي
—রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমআর দিন এমন একটি (বিশেষ) সময় আছে যে সময়ে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তা-ই দেন। জামে তিরমিজী : ৪৯০
هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلاَة . رواه مسلم
—জুমআর দিনের সেই (বিশেষ) সময়টি হচ্ছে, ইমাম মিম্বরে বসা থেকে নামায শেষ করা পর্যন্ত৷ সহী মুসলিম : ১৮৬০
الْتَمِسُوا السَّاعَةَ الَّتِي تُرْجَى فِي يَوْمِ الْجُمُعَةِ بَعْدَ الْعَصْرِ إِلَى غَيْبُوبَةِ الشَّمْسِ
—জুমআর দিনের যে সময়টিতে (দোআ কবূল হওয়ার) আশা করা যায় তা (সেদিনের) আসরের পর হতে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত তালাশ কর।
জামে তিরমিজী : ৪৮৯
লাইলাতুল কদরের মতো
-----------------
ইমাম ইবনুল কাইয়িম রহ. বলেন,
يوم الجمعة يوم عبادة، وهو في الأيام كشهرِ رمضان في الشهور، وساعة الإجابة فيه كليلة القدر في رمضان
জুমআর দিনটি হল ইবাদতের দিন। দিনের মধ্যে জুমআর দিনটি মাসের মধ্যে রমজানের মতো আর জুমআর দিনের বিশেষ সময়টি মাহে রমজানের লাইলাতুল কদরের মতো।-যাদুল মাআদ- 1/386
জুমআর দিন বাদ আসর সালাফদের আমল
-------------------------------
كان سعيد بن جبير رحمه الله إذا صلى العصر لم يكلم أحدا حتى تغرب الشمس - يعني كان منشغل بالدعاء . زاد المعاد : ١/٢٨٢
01। বিখ্যাত তাবেয়ী হযরত সাঈদ বিন জুবায়ের রহ. (জুমআর দিন) আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কারও সাথে কথা বলতেন না। (পুরো সময়টা দোয়াতে মশগুল থাকতেন)-ইমাম ইবনুল কাইয়িম রহ.; যাদুল মাআদ : 1/282
02। ইমাম ইবনুল কাইয়িম রহ. বলেন,
هذه الساعة هي آخر ساعة بعد العصر، يعظمها جميع أهل الملل . زاد المعاد
জুমআর দিন যে সময়টিতে দোয়া কবুল হয় তা হল, আসরের পরের শেষ সময়টি। সব ধর্মাবলম্বীরাই এই সময়টির কদর করে থাকে।-যাদুল মাআদ : 1/284
03। ইমাম ইবনুল আসাকির রহ. তাঁর বিখ্যাত 'তারীখে দিমাশক' গ্রন্থে উল্লেখ করেছেন,
أصاب العمى الصلت بن بسطام رحمه الله فجلس إخوانه يدعون له عصر الجمعة، وقبل الغروب عطس عطسة، فرجع بصره .
একবার হযরত সালত বিন বুস্তাম রহ. দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তখন তার বন্ধুবান্ধবরা জুমআর দিন আসরের পর তাঁর জন্য দোয়া করতে থাকে। মাগরিবের পূর্বে তাঁর একটি হাঁচি আসে এবং তাঁর দৃষ্টিশক্তি ফিরে আসে। ইবনে আসাকির; তারীখে দিমাশক
كان طاؤوس بن كيسان رحمه الله : إذا صلى عصر يوم الجمعة استقبل القبلة ولم يكلم أحدا حتى تغرب الشمس .
04। হযরত তাউস বিন কায়সান রহ. জুমআর দিন আসরের নামাজ পড়ে কেবলামুখী হয়েই বসে থাকতেন। সূর্যাস্ত পর্যন্ত কারও সাথে কথা বলতেন না। তারীখে ওয়াসেত
كان المفضل بن فضالة رحمه الله تعالى : إذا صلى العصر يوم الجمعة خلا في ناحية المسجد وحده، ولا يزال يدعو حتى تغرب الشمس . أخبار القضاة
05। মোফাজ্জাল বিন ফাজালা রহ. জুমআর দিন আসরের নামাজ পড়ে মসজিদের এক কোনায় একাকী বসে যেতেন এবং সূর্যাস্ত পর্যন্ত একটানা দোয়া করতে থাকতেন। আখবারুল কুযাত
06। সালাফদের মধ্যে কোন এক বুজুর্গ বলেছেন,
ما دعوت دعوة بين العصر والمغرب يوم الجمعة إلا استجاب لي ربي حتى استحييت .
আমি জুমআর দিন আসর ও মাগরিবের মাঝামাঝি সময়ে যে কোনও দোয়াই করেছি আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করেছেন। একটা পর্যায়ে আমার কাছে কিছুটা লজ্জাও লাগতো।
07। ইমাম ইবনুল কাইয়িম রহ. বলেছেন,
من صح له يوم جمعته وسلم، سلمت له سائرُ جمعته
যার জুমআর দিন ঠিক হয়ে যাবে তার পুরো সপ্তাহ হয়ে যাবে।
একটি দোয়া
----------
اللهُمَّ إِنَّي أَسْأَلُكَ الْفِرْدَوْسَ الْأَعْلَى مِنَ الْجَنَّةِ
হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাতের সর্বোচ্চ স্তর-জান্নাতুল ফিরদাউস কামনা করি।
ইমাম ইবনুল কাইয়িম রহ. বলেন,
إذا رئيت الشخص يكثر من قول اللهُمَّ إِنَّي أَسْأَلُكَ الْفِرْدَوْسَ الْأَعْلَى مِنَ الْجَنَّةِ فاعلم أن الله قد كتبها له .
আপনি যদি কাউকে এই দোয়াটি বেশি বেশি করতে দেখেন তাহলে নিশ্চিত থাকুন যে, আল্লাহ তার জন্য তা লিখে রেখেছেন।
------------------------------------------------
নেকির খাযানাগুলো নেকি দিয়ে পূর্ণ করুন
قال الإمام ابن القيم رحمه الله تعالى : من مغرب يوم الخميس إلى مغرب الجمعة كل ثانية فيها خزائن من الحسنات فليُكثر من الصلاة على النبي صلى الله عليه وسلم .
বৃহস্পতিবারের মাগরিব থেকে জুমআর দিনের মাগরিব পর্যন্ত প্রতিটি সেকেন্ডে রয়েছে নেকি ও সওয়াবের অগণিত খাযানা-ভান্ডার। অতএব (পুরো সময়টাতে যত বেশি সম্ভব) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ুন। (এবং ওই ভান্ডারগুলো নেকি দিয়ে পূর্ণ করুন।)-ইমাম ইবনুল কাইয়িম রহ.
-----------------------------
সেই দোয়া কিছুতেই ফিরিয়ে দেয়া হয় না
قال ابن القيم رحمه الله : الدعاء إذا كان وقت إجابة كآخر ساعة من الجمعة
ثم صادف خشوعا،
واستقبال القبلة على طهارة،
ورفع الداعي يديه،
وبدأ بحمدالله والثناء عليه،
وصلى على رسوله صلى الله عليه وسلم،
وقدم بين يديه الاستغفار،
وألحّ على الله في المسألة،
وتوسل إليه بأسمائه وصفاته،
وقدم بين يديه صدقة،
فإن هذا الدعاء لا يكاد يرد أبدا .
কোনো দোয়া যখন কবুল হওয়ার মুহূর্তে করা হয়। যেমন, জুমআর দিনের শেষ সময়। সঙ্গে নিম্নোক্ত বিষয়গুলোও যুক্ত হয়,
খুব খুশু ও অনুনয় বিনয়ের সাথে দোয়া করা হয়।
পবিত্র অবস্থায়, কেবলামুখী হয়ে, দু'হাত তুলে দোয়া করা হয়।
দোয়ার পূর্বে আল্লাহ তাআলার হামদ ও সানা পড়া হয়।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামের প্রতি দরুদ পড়া হয়।
তওবা ও ইস্তেগফার করা হয়
দোয়ার সময় খুব পীড়াপীড়ি করে চাওয়া হয়।
আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ওসিলা দিয়ে দোয়া করা হয়।
দোয়ার পূর্বে কিছু সদকা করা হয়।
এভাবে দোয়া করা হলে সেই দোয়া কিছুতেই ফিরিয়ে দেয়া হয় না।
-ইমাম ইবনুল কাইয়িম রহ.
-------------------------------
কেউ যদি তার নিঃশ্বাসের সমপরিমাণ দুরুদও পড়ে
قال الإمام ابن القيم رحمه الله : لو صلّى العبد عليه (محمد صلى الله عليه وسلم) بعدد أنفاسه، لم يكن موفيًا لحقّه . جلاء الأفهام (344)
কেউ যদি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তার নিঃশ্বাসের সমপরিমাণ দুরুদও পড়ে তবুও তাঁর যা হক ও প্রাপ্য তা সে আদায় করতে পারবে না।-ইমাম ইবনুল কাইয়িম রহ.; জালাউল আফহাম : 344
-----------------------------
তাঁর প্রতি ভালোবাসা থাকার অন্যতম নিদর্শন
كثرة الصلاة على النبي صلى الله عليه وسلم آية على حبه، وكلما ازداد القلب حبا للنبي صلى الله عليه وسلم اجتهد في التخلق بأخلاقه والتأسي بأفعاله؛ قال تعالى : وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দরুদ পড়া তাঁর প্রতি ভালোবাসা থাকার (অন্যতম) নিদর্শন। অন্তরে তাঁর প্রতি ভালোবাসা যত বাড়বে তার চরিত্রে চরিত্রবান হওয়া এবং কাজে কর্মে তার অনুসরণ করার চেষ্টাও ততো বাড়বে। আল্লাহ তা'আলা বলেন,
وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا. তোমরা যদি তাঁর অনুসরণ করো তাহলে হেদায়েত লাভ করবে। সূরা নূর : 54
-শাইখ সুলাইমান আল উলওয়ান (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করুন)
_______________________________
Comment