আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড নিজেদেরকে দাবী করে এক মহান সভ্যতার ধারক হিসেবে । যার অন্যতম ফিচার গনতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা আর নারীদের সমান অধিকার । পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তাদের তোড় জোড়ের অভাব নেই । war on terror এর নামে তারা মুসলিম দেশ গুলোতে আক্রমণ করতে দুইবার চিন্তা করে না । মুসলিম নারীদের জন্য তাদের মায়াকান্নার শেষ নেই । তারা বলে মুসলিমরা নারীদেরকে বোরখার আড়ালে রেখে,নারীদেরকে ঘরে বন্দী করে রেখে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে , তাদেরকে এক অদৃশ্য দাসত্বের শিকলে বেঁধে রেখেছে । তারা মুসলিম নারীদেরকে বোরখার আড়াল থেকে বের করে এনে, শরীয়া আইনের দাসত্বের শৃঙ্খল ভেংগে ফেলে তাদেরকে পুরুষের সমান অধিকার দিতে চায় ।
অথচ তাদের দেশেই তারা নারীদের অধিকার কেড়ে নিয়ে নারীদেরকে পন্য বানিয়ে ফেলেছে । তারাই পর্ণ ইন্ড্রাস্টী বানিয়েছে , তারাই সেখানে নারীদের সাথে পশুর মতো আচরণ করছে । বাসায়, স্কুলে, কলেজে, রাস্তাঘাটে, অফিসে, হাসপাতালে , সেনাবাহিনীতে কোথাও নারীরা নিরাপদ নয়। সবখানেই নারীরা চরম ভাবে যৌন নিপীড়নের শিকার হচ্ছে । আমাদের এই সিরিজে আমরা চেষ্টা করব এই পাশ্চাত্য সভ্যতার ভন্ডামী আপনাদের সামনে তুলে ধরার । আমরা চেষ্টা করব সেই সব হতভাগ্য বোনদের বুকফাটা হাহাকার গুলো আপনাদের কাছে পৌঁছে দেবার যারা এই তথাকথিত আধুনিক, মক্তমনা, নারী স্বাধীনতায় বিশ্বাসী সমাজের দ্বারা ভয়ংকর যৌন নিপীড়নের শিকার হয়েছেন ।
বিস্তারিত
http://lighthouse24.org/blog/post/viewPost/?postid=3298
মাস্টারবেশন বলুন আর পর্ণ আসক্তি বলুন এর যেকোন একটি ছাড়তে চাইলে আপনার প্রথমেই দরকার অসীম ধৈর্য , কঠোর মানসিক দৃঢ়তা এবং আল্লাহ’র (সুবঃ) উপর ভরসা করা । কখনোই তাড়াহুড়া করা যাবে না । সময় লাগবে অনেক । পর্ণ মুভির আসক্তি হিরোইন আসক্তির মতো । আপনি একবার চিন্তা করেন তো , কোন হিরোইন আসক্ত কি একেবারে হুট করে হিরোইন খাওয়া বন্ধ করে দিতে পারবে ? – পারবে না । তাহলে আপনি কি করে ভাবেন যে আপনি হুট করেই একদিন পর্ণ মুভি দেখা বন্ধ করে দিতে পারবেন? আপনার ব্রেইন এবং শরীর একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ হয়ে গেছে । আপনি হঠাত করেই সেই সিস্টেম বদলিয়ে ফেলতে পারবেন না । ধীরে সুস্থে আগাতে হবে । এবং পুরোটা সময় আপনাকে আল্লাহ’র (সুবঃ) কাছে সাহায্য চাইতে হবে এবং ফোকাস ধরে রাখতে হবে । ফোকাস হারালেই পা পিছলে পড়ার সমূহ সম্ভাবনা । (যারা পাক্কা ঈমানদার , সাচ্চা মুসলমান তাঁদের পক্ষে একবারে হুট করেই যেকোন অভ্যাস পরিবর্তন করে ফেলা সম্ভবও । উপরের কথাগুলো এবং এই আর্টিকেলের টিপস গুলো শুধু আমার মতো দুর্বল ঈমানের লোকদের জন্য) -
বিস্তারিত
http://lighthouse24.org/blog/post/viewPost/?postid=3297
একটি ওয়েবসাইটে এই বিষয়ের সামাজিক দিকগুলো নিয়ে খুব ভালো একটি আলোচনা আছে। যেসব লোক পর্ণোগ্রাফিতে আসক্ত, যারা এটা থেকে বিরত হওয়ার চেষ্টা করছেন এবং যারা এ আসক্তি থেকে ফিরে এসেছেন তারা সবাই সেখানে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। কিছু জনপ্রিয় বক্তাদের কাছ থেকে ইসলামিক উপদেশও যুক্ত করা হয়েছে। সবকিছু প্রকাশ করা সম্ভব না হলেও, এ ধরনের আসক্তি থেকে সফলভাবে ফিরে আসার গল্প ও কিছু উপদেশ সংযুক্ত করা হয়েছে, যেটি এ ধরনের অভ্যাস থেকে ফিরে আসতে সাহায্য করবেঃ
আমি ২৫ বছর বয়সের একজন যুবক, আমি পর্ণোগ্রাফির আসক্তি ও masturbation (হস্তমৈথুন) এর আসক্তি থেকে ফিরে আসার চেষ্টা করছি। আমার বয়স যখন ১০-১১ বছর, তখন আমি হঠাৎ হস্তমৈথুন শুরু করি। তখন আমি বুঝতে পারিনি যে আমি কি করছি এবং আমি জানতাম না যে এটা হারাম (আমি এটা গোপনে করতাম, যদিও আমি তখন ছোট ছিলাম তবুও আমি বুঝতাম যে এটা খারাপ)। যাইহোক, আমি এটা প্রায় ২ বছর পর্যন্ত চালিয়ে যাই এবং তারপর আমি পর্ণোগ্রাফি আবিষ্কার করি। আমি বিব্রত বোধ করতাম বলে দোকান থেকে ম্যাগাজিন কিনতে পারতাম না, তাই আমি পর্ণোগ্রাফি সম্পর্কিত বিষয় এর জন্য বড়দের পুরনো বইপত্র খোঁজাখুঁজি করতাম। -
বিস্তারিত
আপনি প্রতিনিয়ত তাঁর সেই আদেশকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন । রাস্তায় মেয়েদেরকে চোখ দিয়ে গিলে খাচ্ছেন , বন্ধুদের সঙ্গে মেয়েদের ফিগার নিয়ে থিসিস করছেন , গভীর রাতে আপনার মোবাইলের স্ক্রিন নীল হয়ে যায়, সার্ফিং করে বেড়ান এক্সরেটেড সব ওয়েবসাইটে, পর্ণস্টার আর আইটেম গার্লরা আপনার ড্রিম গার্ল, স্বপ্নের রাজকন্যা । আপনি কিভাবে শান্তি পাবেন ?
বন্ধু , আড্ডা , গান , জিএফ, বিএফ , সিরিয়াল ,ফেসবুকিং, সেলফি , ডিএসএলআর, কেএফসি, পিৎজাহাট এগুলো নিয়েই আপনার কেটে যাচ্ছে অষ্টপ্রহর । ভাবছেন ,সুখেই আছি । বুকে হাত রেখে একবার সত্যি করে বলুন তো, আপনি কি আসলেই শান্তিতে আছেন, সুখে আছেন ?
কেন এক বিকেল বেলা ঘুম থেকে উঠে শেষ বিকেলের আলোয় অজানা কারণে আপনার মন খারাপ হয়ে যায়? গভীর রাতে কি যেন ভেবে আপনার চোখ ভিজে যায় জলে । দলা বাধা কষ্টগুলে ভিড় জমায় বুকের ভেতর । অন্তরটা খাঁ খাঁ করে । কি যেন নেয় আপনার । কোথায় যেন একটা অপরিপূর্ণতা । কোথায় যেন কিসের একটা অভাব । জীবনটা বড্ড বেশী জটিল মনে হয় ।
বিস্তারিত
http://lighthouse24.org/blog/post/viewPost/?postid=3284
অথচ তাদের দেশেই তারা নারীদের অধিকার কেড়ে নিয়ে নারীদেরকে পন্য বানিয়ে ফেলেছে । তারাই পর্ণ ইন্ড্রাস্টী বানিয়েছে , তারাই সেখানে নারীদের সাথে পশুর মতো আচরণ করছে । বাসায়, স্কুলে, কলেজে, রাস্তাঘাটে, অফিসে, হাসপাতালে , সেনাবাহিনীতে কোথাও নারীরা নিরাপদ নয়। সবখানেই নারীরা চরম ভাবে যৌন নিপীড়নের শিকার হচ্ছে । আমাদের এই সিরিজে আমরা চেষ্টা করব এই পাশ্চাত্য সভ্যতার ভন্ডামী আপনাদের সামনে তুলে ধরার । আমরা চেষ্টা করব সেই সব হতভাগ্য বোনদের বুকফাটা হাহাকার গুলো আপনাদের কাছে পৌঁছে দেবার যারা এই তথাকথিত আধুনিক, মক্তমনা, নারী স্বাধীনতায় বিশ্বাসী সমাজের দ্বারা ভয়ংকর যৌন নিপীড়নের শিকার হয়েছেন ।
বিস্তারিত
http://lighthouse24.org/blog/post/viewPost/?postid=3298
মাস্টারবেশন বলুন আর পর্ণ আসক্তি বলুন এর যেকোন একটি ছাড়তে চাইলে আপনার প্রথমেই দরকার অসীম ধৈর্য , কঠোর মানসিক দৃঢ়তা এবং আল্লাহ’র (সুবঃ) উপর ভরসা করা । কখনোই তাড়াহুড়া করা যাবে না । সময় লাগবে অনেক । পর্ণ মুভির আসক্তি হিরোইন আসক্তির মতো । আপনি একবার চিন্তা করেন তো , কোন হিরোইন আসক্ত কি একেবারে হুট করে হিরোইন খাওয়া বন্ধ করে দিতে পারবে ? – পারবে না । তাহলে আপনি কি করে ভাবেন যে আপনি হুট করেই একদিন পর্ণ মুভি দেখা বন্ধ করে দিতে পারবেন? আপনার ব্রেইন এবং শরীর একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ হয়ে গেছে । আপনি হঠাত করেই সেই সিস্টেম বদলিয়ে ফেলতে পারবেন না । ধীরে সুস্থে আগাতে হবে । এবং পুরোটা সময় আপনাকে আল্লাহ’র (সুবঃ) কাছে সাহায্য চাইতে হবে এবং ফোকাস ধরে রাখতে হবে । ফোকাস হারালেই পা পিছলে পড়ার সমূহ সম্ভাবনা । (যারা পাক্কা ঈমানদার , সাচ্চা মুসলমান তাঁদের পক্ষে একবারে হুট করেই যেকোন অভ্যাস পরিবর্তন করে ফেলা সম্ভবও । উপরের কথাগুলো এবং এই আর্টিকেলের টিপস গুলো শুধু আমার মতো দুর্বল ঈমানের লোকদের জন্য) -
বিস্তারিত
http://lighthouse24.org/blog/post/viewPost/?postid=3297
একটি ওয়েবসাইটে এই বিষয়ের সামাজিক দিকগুলো নিয়ে খুব ভালো একটি আলোচনা আছে। যেসব লোক পর্ণোগ্রাফিতে আসক্ত, যারা এটা থেকে বিরত হওয়ার চেষ্টা করছেন এবং যারা এ আসক্তি থেকে ফিরে এসেছেন তারা সবাই সেখানে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। কিছু জনপ্রিয় বক্তাদের কাছ থেকে ইসলামিক উপদেশও যুক্ত করা হয়েছে। সবকিছু প্রকাশ করা সম্ভব না হলেও, এ ধরনের আসক্তি থেকে সফলভাবে ফিরে আসার গল্প ও কিছু উপদেশ সংযুক্ত করা হয়েছে, যেটি এ ধরনের অভ্যাস থেকে ফিরে আসতে সাহায্য করবেঃ
আমি ২৫ বছর বয়সের একজন যুবক, আমি পর্ণোগ্রাফির আসক্তি ও masturbation (হস্তমৈথুন) এর আসক্তি থেকে ফিরে আসার চেষ্টা করছি। আমার বয়স যখন ১০-১১ বছর, তখন আমি হঠাৎ হস্তমৈথুন শুরু করি। তখন আমি বুঝতে পারিনি যে আমি কি করছি এবং আমি জানতাম না যে এটা হারাম (আমি এটা গোপনে করতাম, যদিও আমি তখন ছোট ছিলাম তবুও আমি বুঝতাম যে এটা খারাপ)। যাইহোক, আমি এটা প্রায় ২ বছর পর্যন্ত চালিয়ে যাই এবং তারপর আমি পর্ণোগ্রাফি আবিষ্কার করি। আমি বিব্রত বোধ করতাম বলে দোকান থেকে ম্যাগাজিন কিনতে পারতাম না, তাই আমি পর্ণোগ্রাফি সম্পর্কিত বিষয় এর জন্য বড়দের পুরনো বইপত্র খোঁজাখুঁজি করতাম। -
বিস্তারিত
আপনি প্রতিনিয়ত তাঁর সেই আদেশকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন । রাস্তায় মেয়েদেরকে চোখ দিয়ে গিলে খাচ্ছেন , বন্ধুদের সঙ্গে মেয়েদের ফিগার নিয়ে থিসিস করছেন , গভীর রাতে আপনার মোবাইলের স্ক্রিন নীল হয়ে যায়, সার্ফিং করে বেড়ান এক্সরেটেড সব ওয়েবসাইটে, পর্ণস্টার আর আইটেম গার্লরা আপনার ড্রিম গার্ল, স্বপ্নের রাজকন্যা । আপনি কিভাবে শান্তি পাবেন ?
বন্ধু , আড্ডা , গান , জিএফ, বিএফ , সিরিয়াল ,ফেসবুকিং, সেলফি , ডিএসএলআর, কেএফসি, পিৎজাহাট এগুলো নিয়েই আপনার কেটে যাচ্ছে অষ্টপ্রহর । ভাবছেন ,সুখেই আছি । বুকে হাত রেখে একবার সত্যি করে বলুন তো, আপনি কি আসলেই শান্তিতে আছেন, সুখে আছেন ?
কেন এক বিকেল বেলা ঘুম থেকে উঠে শেষ বিকেলের আলোয় অজানা কারণে আপনার মন খারাপ হয়ে যায়? গভীর রাতে কি যেন ভেবে আপনার চোখ ভিজে যায় জলে । দলা বাধা কষ্টগুলে ভিড় জমায় বুকের ভেতর । অন্তরটা খাঁ খাঁ করে । কি যেন নেয় আপনার । কোথায় যেন একটা অপরিপূর্ণতা । কোথায় যেন কিসের একটা অভাব । জীবনটা বড্ড বেশী জটিল মনে হয় ।
বিস্তারিত
http://lighthouse24.org/blog/post/viewPost/?postid=3284
Comment