একটা আবদ্ধ রুম।
রুমে আপনি একা। আশেপাশে কেউই
নেই।
দুনিয়ার কেউ আপনাকে দেখছে না।
একদম কেউ না।
রুমের মধ্যে গুনাহের শত সরঞ্জাম
উপস্থিত।
চাইলেই আপনি গুনাহে জড়িয়ে
নিজের নফসের খাহেশাতকে
মিটিয়ে ফেলতে পারেন।
দুনিয়ার কেউ কোনদিন জানবে না।
এমনকি আপনাকে বাঁধা দেওয়ার মত
একটা পিঁপড়াও আপনার পাশে নেই।
একদিকে গুনাহের কাজ করার চরম
স্বাধীনতা আর অন্যদিকে প্রচন্ড
আগ্রহ।
তারপরেও গুনাহ করার মত নিকৃষ্ট
কাজ থেকে আপনি নিজেকে
ফিরিয়ে রাখছেন।
আপনি ভাবছেন, দুনিয়ার কেউ না
দেখতে পারে কিন্তু আল্লাহ
তায়লার কাছে থেকে কোন কিছুই
গোপন রাখা সম্ভব না।
অবশেষে আপনি আল্লাহর
নাফরমানি থেকে নিজেকে বিরত
রাখলেন শুধু এক আল্লাহর ভয়ে ।
হ্যাঁ, হ্যাঁ ভাই,
এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া।
আর মুত্তাকিদের জন্য আছে
জান্নাতের ওয়াদা। সেখানে
তাদেরকে না কোন
রোগ,কষ্ট,পেরেশানি স্পর্শ করবে, না
তাদের কোন ভয় থাকবে।জান্নাত-তো এমন এক সুখের জায়গা যেখানে
সুখ ও আনন্দ কোনদিন নিঃশেষ হবে
না।
রুমে আপনি একা। আশেপাশে কেউই
নেই।
দুনিয়ার কেউ আপনাকে দেখছে না।
একদম কেউ না।
রুমের মধ্যে গুনাহের শত সরঞ্জাম
উপস্থিত।
চাইলেই আপনি গুনাহে জড়িয়ে
নিজের নফসের খাহেশাতকে
মিটিয়ে ফেলতে পারেন।
দুনিয়ার কেউ কোনদিন জানবে না।
এমনকি আপনাকে বাঁধা দেওয়ার মত
একটা পিঁপড়াও আপনার পাশে নেই।
একদিকে গুনাহের কাজ করার চরম
স্বাধীনতা আর অন্যদিকে প্রচন্ড
আগ্রহ।
তারপরেও গুনাহ করার মত নিকৃষ্ট
কাজ থেকে আপনি নিজেকে
ফিরিয়ে রাখছেন।
আপনি ভাবছেন, দুনিয়ার কেউ না
দেখতে পারে কিন্তু আল্লাহ
তায়লার কাছে থেকে কোন কিছুই
গোপন রাখা সম্ভব না।
অবশেষে আপনি আল্লাহর
নাফরমানি থেকে নিজেকে বিরত
রাখলেন শুধু এক আল্লাহর ভয়ে ।
হ্যাঁ, হ্যাঁ ভাই,
এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া।
আর মুত্তাকিদের জন্য আছে
জান্নাতের ওয়াদা। সেখানে
তাদেরকে না কোন
রোগ,কষ্ট,পেরেশানি স্পর্শ করবে, না
তাদের কোন ভয় থাকবে।জান্নাত-তো এমন এক সুখের জায়গা যেখানে
সুখ ও আনন্দ কোনদিন নিঃশেষ হবে
না।
Comment