আলহামদুলিল্লাহ্*।। আস সালাতু অয়াস সালাম আলা রাসুলিল্লাহ।।
আজকের সকালটাও অন্যান্য দিনের চেয়ে ব্যতিক্রম না। অন্যান্য দিনের মত আজকেও আজকার করতে করতে জানালা দিয়ে বাইরে তাকালাম। পাখির কিচির মিচির শব্দ খুব মিষ্টি লাগে। আজিকের সকালটা হঠাত একটা দৃশ্য দেখে আরও ভাল লাগল। দুইটা কাক পাশাপাশি একটা নারকেল গাছের ডালে বসে আছে। এর মধ্যে একটা কাক নিজের ঘাড়ের দিকটা মেলে দিয়েছে এবং অপর কাকটা ঠোট দিয়ে সেই জায়গাটা ঠোকর দিয়ে যাচ্ছে। অনেকটা বাসার কচি খোকা যেমন বাবার পিঠ চুলকে দেয় এমন। প্রায় ৫/৬ মিনিট এই দৃশ্য দেখলাম আর ভিতর থেকে এক অদ্ভূত কষ্টের দীর্ঘশ্বাস বেড়িয়ে এল। সৃষ্টির মধ্যে এই যে কাক। কি এমন তার মূল্য। মানুষের সাথে তার সম্পর্ক অনেকটা এমন; কাক মানুষের কোন একটা কিছু নষ্ট করতে এসেছে এবং মানুষ ঢিল ছুরে কাককে তাড়িয়ে দিচ্ছে। সারাক্ষন এরা মানুষের তাড়া খেয়েই ছুটে চলে। সেই কাকের মধ্যেও আল্লাহ্* সুবঃ অপর কাকের প্রতি কত মমতা দিয়েছেন। আর আমরা মুসলিম। আশরাফুল মাখলুকাত। কি অবস্থা আমাদের। হাত বাড়ালেই ছোয়া দূরত্বে আরাকান, একটু ঘাড় উঁচু করলেই কাশ্মিরকে দেখা যায়; অথচ কোন কিছু না দেখার ভান করে দিব্বি কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও খেয়েই যাচ্ছি।। সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট যে সৃষ্টি সেও বুঝি আমাদের এই আচরণ দেখে ধিক্কার জানায়।।
হে আল্লাহ্* আপনি আমাদের মাফ করে দেন। কাল কিয়ামতের দিন জানি না আপনার এই প্রশ্নগুলোর কি জবাব দিব। হে আল্লাহ্* আপনি আমাদের কিছু একটা করার তাওফিক দেন। আপনি ব্যবস্থা করে না দিলে ত এই অসার ভূমিতে জিহাদের চারা চারাই থেকে যাবে তা আর পত্রপল্লব মেলে বৃক্ষে পরিণত হবে না। হে আল্লাহ্* আপনার মজলুম বান্দাদের সাহায্যার্থে আমাদের ভিতর থেকে তাঁদের জন্য সাহায্যকারী তৈরি করে দিন। আর এই যে আমরা শহীদ হওয়ার তামান্না লালন করতেছি তা বাস্তবেই ঠিক বলতেছি নাকি শুধু শুধুই ইন্টারনেট থেকে পাওয়া শহীদী সুঘ্রাণের মোহ তাও যাচাই করার ব্যবস্থা করে দিন।।
আজকের সকালটাও অন্যান্য দিনের চেয়ে ব্যতিক্রম না। অন্যান্য দিনের মত আজকেও আজকার করতে করতে জানালা দিয়ে বাইরে তাকালাম। পাখির কিচির মিচির শব্দ খুব মিষ্টি লাগে। আজিকের সকালটা হঠাত একটা দৃশ্য দেখে আরও ভাল লাগল। দুইটা কাক পাশাপাশি একটা নারকেল গাছের ডালে বসে আছে। এর মধ্যে একটা কাক নিজের ঘাড়ের দিকটা মেলে দিয়েছে এবং অপর কাকটা ঠোট দিয়ে সেই জায়গাটা ঠোকর দিয়ে যাচ্ছে। অনেকটা বাসার কচি খোকা যেমন বাবার পিঠ চুলকে দেয় এমন। প্রায় ৫/৬ মিনিট এই দৃশ্য দেখলাম আর ভিতর থেকে এক অদ্ভূত কষ্টের দীর্ঘশ্বাস বেড়িয়ে এল। সৃষ্টির মধ্যে এই যে কাক। কি এমন তার মূল্য। মানুষের সাথে তার সম্পর্ক অনেকটা এমন; কাক মানুষের কোন একটা কিছু নষ্ট করতে এসেছে এবং মানুষ ঢিল ছুরে কাককে তাড়িয়ে দিচ্ছে। সারাক্ষন এরা মানুষের তাড়া খেয়েই ছুটে চলে। সেই কাকের মধ্যেও আল্লাহ্* সুবঃ অপর কাকের প্রতি কত মমতা দিয়েছেন। আর আমরা মুসলিম। আশরাফুল মাখলুকাত। কি অবস্থা আমাদের। হাত বাড়ালেই ছোয়া দূরত্বে আরাকান, একটু ঘাড় উঁচু করলেই কাশ্মিরকে দেখা যায়; অথচ কোন কিছু না দেখার ভান করে দিব্বি কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও খেয়েই যাচ্ছি।। সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট যে সৃষ্টি সেও বুঝি আমাদের এই আচরণ দেখে ধিক্কার জানায়।।
হে আল্লাহ্* আপনি আমাদের মাফ করে দেন। কাল কিয়ামতের দিন জানি না আপনার এই প্রশ্নগুলোর কি জবাব দিব। হে আল্লাহ্* আপনি আমাদের কিছু একটা করার তাওফিক দেন। আপনি ব্যবস্থা করে না দিলে ত এই অসার ভূমিতে জিহাদের চারা চারাই থেকে যাবে তা আর পত্রপল্লব মেলে বৃক্ষে পরিণত হবে না। হে আল্লাহ্* আপনার মজলুম বান্দাদের সাহায্যার্থে আমাদের ভিতর থেকে তাঁদের জন্য সাহায্যকারী তৈরি করে দিন। আর এই যে আমরা শহীদ হওয়ার তামান্না লালন করতেছি তা বাস্তবেই ঠিক বলতেছি নাকি শুধু শুধুই ইন্টারনেট থেকে পাওয়া শহীদী সুঘ্রাণের মোহ তাও যাচাই করার ব্যবস্থা করে দিন।।
Comment