Announcement

Collapse
No announcement yet.

ইমাম আহমদের(রহিমাহুল্লাহ) এক ছাত্রের কবিতা

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ইমাম আহমদের(রহিমাহুল্লাহ) এক ছাত্রের কবিতা

    এই কবিতাটি ইমাম আহমদ ইবনে হাম্বলের(রহিমাহুল্লাহ) এক ছাত্র তাঁকে শুনায়। কবিতাটি শোনামাত্রই তৎক্ষণাৎ তিনি মজলিশ থেকে উঠে ঘরে চলে যান। আর কবিতাটির প্রথম চরন পড়তে পড়তে কান্নায় ভেঙ্গে পড়েন। তাঁর ছাত্ররা লক্ষ্য করলেন তিনি এতই ক্রন্দন করছিলেন, মনে হচ্ছিল তিনি বুজি মরেই যাবেন।


    আমার রব যদি জিজ্ঞাসেন, “আমার অবাধ্যতায় লজ্জিত হও কি?
    আমার সৃষ্টিকুলের সামনে পাপগুলো লুকাও, আমার সামনে নিয়ে আসো ঠিকই।”
    কি দিব জবাব, হায় পরিতাপ! কে বাঁচাবে আমায়
    নিজেরে বুজাই সময়ে সময়ে মিথ্যামিথ্যি আশায়।
    কী হবে মরার পর? কী হবে যখন দেয়া হবে কবর?
    যেন আমার অশেষ আয়ু,মরন কখনো আসবে না।
    কিন্তু যখন আসবে মৃত্যু, কেউ বাঁচাতে পারবে না।
    চেহারাগুলো দেখে ভাববো কে দেবে মুক্তিপন??
    জিজ্ঞাসিত হব আমি কি করেছি আজীবন?
    কি দিব জবাব- ভুলেছি নিজের দ্বীন?
    শুনতে কি পাইনি আল্লাহ্*র কালাম?
    শুনতে কি পাইনি সূরা কাফ,ইয়াসিন?
    জানিনাই কি কিয়ামত-হাশর-শেষ বিচারের দিন?
    শুনিনাই কি মৃত্যুর পদধ্বনি?
    তাওবা করছি হে রব তোমার বান্দা আমি।
    অতএব কে বাঁচাবে আমায়?
    আছেন শুধু মহাক্ষমাশীল রব; যিনি সত্যের দিকে দেখাবেন পথ
    তোমারই কাছে এসেছি ফিরে, হে রব! করছি তাওবা তোমারই সকাশে, দাও মীযান ভারী করে।
    সহজ করে দাও হিসাব আমার,তুমিই ই তো সেরা প্রভুর প্রভু বিচারক হাশরের।


    নোটঃ এটা আরবি কবিতা, বাংলা অনুবাদে অবশ্যই আসল মজা পাওয়া যাবে না। তারপরেও কি আর করা ! আমার মত ভাইদের জন্য বাংলাটাই আপাতত যথেষ্ট।
    Last edited by Amer ibn Abdullah; 10-27-2016, 01:43 AM.
    "মদীনাবাসী ও পাশ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় রসূলুল্লাহর সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রসূলুল্লাহর প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা। এটি এজন্য যে, আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফেরদের মনে ক্রোধের কারণ হয় আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয়-তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয়ে নেক আমল। নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না।"(সূরাঃতাওবা,আয়াতঃ১২০)

  • #2
    জাজাকাল্লাহ

    حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

    আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আমি তাঁর উপরই ভরসা করি। আর তিনি মহান আরশের রব্ব

    Comment

    Working...
    X