আসুন ঈমানকে যাচাই করি
শাইখ আবু ইমরান হাফিজাহুল্লাহ
শাইখ আবু ইমরান হাফিজাহুল্লাহ
আমাদের ইমান যাচাই করে নেওয়া যাক। দেহের কোন অংশে আঘাত লাগলো, যেমন চোখে। এখন আপনার হাত কি আপনার পা'কে তেল মালিশ করবে, নাকি হাত-পা'কে বলবেঃ চোখে আঘাত লেগেছে আর বসে থাকা যাবে না। চল ডাক্তারের কাছে যাই। এমনটি বলবে না, কখনো বলবে না। বরং অটোমেটিক প্রতিটা অংশ তখন কাজ শুরু করে দিবে। কারন চোখ আপনার দেহের একটা অংশ। তাই পা'কে তেল মালিশ করতে হবে না ডাক্তারের কাছে যাওয়ার জন্য। পা নিজ ইচ্ছায় কাজ করবে। ঠিক পুরো মুসলমান একটা দেহের মত। আজকে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হচ্ছে। আর আমরা তো ঘরেই বসে আছি। আমাদের ভিতর যদি সামান্য ইমান থাকতো তাহলে একটু হলেও খারাপ লাগতো। যে দেহের মধ্যে রুহ নাই। ওই দেহকে সারাদিন কাটলেও তা নড়বে না। ঠিক তেমনি আমাদের মধ্যে যেহেতো ইমান নেই, তাই আমাদের ভাইদের ( যা আমাদের দেহরই অংশ) কাটলে আর মারলে আমাদের কি আসে যায়। আমাদেরকে তো বলার পরেও আমাদের হুশ ফিরে আসে না। আবার নিজেকে পাক্কা ইমানদার দাবি করে। যে দেহে রুহ আছে তাতে আঘাত দিলেই নড়ে উঠবে। যার ভিতর ইমান আছে, সে বসে থাকতে পারবেনা। যখন সে দেখবে তার ভাই নির্যাতিত। তাকে মারা হচ্ছে, কাটা হচ্ছে। সে কখনোই বসে থাকতে পারে না। সে কখনো কোন ওজর পেশ করতে পারে না। সে কখনো তালিম তারবিয়াতের নামে পিছে হাটতে পারে না। কারন তার দেহকে টুকরা টুকরা করা হচ্ছে, আর এটা কেবল সেই সহ্য করতে পারে যার ভিতর রুহ বা ইমান নেই।
Comment