যাকে আল্লাহ জিহাদে এনেছেন তার জন্যে সতর্কতা ২ - আবু ইয়াহয়া লীবী রাহি:
দেউলিয়া হয়ো না এবং অন্যের উপর তোমার সমস্ত ভাল কাজের সাওয়াবকে খরচ করে তাদের মন্দ প্রতিদান গুলোকে নিজের উপর চাপিয়ে দিও না। ফলে এমন ব্যাক্তির মত হয়ে যাবে, যে তার রাত্র-দিন মেহনত করেছে; কিন্তু যখন তার পারিশ্রমিক দেয়া হল, অন্যকে ফ্রিতেই দিয়ে দিয়েছে। এবং নিজেকে ধ্বংশ করে ফেলেছে।
সেজন্যে কখনোই অন্যের নামে অপবাদ লাগাবে না, এবং তোমার হাত ও জিহ্বা দ্বারা সমস্ত মুসলমানকে কষ্ট দেয়া থেকে দূরে থাকবে। সুতরাং তাদের ব্যপারে গীবতকারী হয়ো না, চোগলখোর হয়ো না, ফাটল সৃষ্টিকারী হয়ো না এবং ছিদ্রান্বেষী ও নিন্দুক হয়ো না।
এবং ভাল করে জেনে নাও, তুমি হিজরত ও জিহাদ করছ নিজের রক্ত ঢেলে তাদের রক্তকে রক্ষার জন্য এবং তরবারী দিয়ে তাদের উপর আক্রমনকে প্রতিহত করতে। তাই এটাকে (জিহাদের পথের মেহনতকে) তোমার জবানের দ্বারা নষ্ট করে দিও না। নিশ্চয় প্রকৃত মুসলিম সেই ব্যাক্তি, যাহার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ হয়।
আল্লাহ তায়ালা বলেন: {{ যারা কোন মূ'মিন বান্দা-বান্দীকে কোন অপরাধ ছাড়াই কস্ট দেয়, তাহলে অবশ্যই তারা স্পষ্ট দূর্নাম ও গোনাহের অংশীদার হবে }}।
১ম পর্বঃ https://dawahilallah.com/showthread....হি
Comment