আলেম ও সুফীদের ফরজ আদায়
উবাইদুল্লাহ সিন্ধী রহ.-এর তাফসীর থেকে সংকলিত
উবাইদুল্লাহ সিন্ধী রহ.-এর তাফসীর থেকে সংকলিত
১৯১৪ থেকে ১৯১৮ সালের হিন্দস্তানের যুদ্ধে অংশগ্রহণ করে এমন কিছু বাস্তব সম্মত অভিজ্ঞতা আমাদের অর্জন হয়েছে, যেগুলো সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারনাও ছিল না। ছাত্র জীবনেও ছিল না, শিক্ষক জীবনেও ছিল না। এ অভিজ্ঞতা থেকে আমাদের এ উপলব্ধি হয়েছে যে, ইলমে দ্বীন শেখা এবং শেখানো নি:সন্দেহে উত্তম আমলসমূহের অন্তর্ভুক্ত। তবে শর্ত হলো,ঐ আমলসমূহ দ্বারা কোনো অবস্থাতেই যেন কাফেরদের কোনো ধরনের সহায়তা না হয়। নতুবা আল্লাহ তায়ালা এই নেক আমলগুলোকেও অকার্যকর এবং অফলদায়ক করে দিবে।
দৃষ্টান্ত স্বরুপ; কোনো সুফী ব্যক্তি যদি নিজ মুরিদদেরকে শুধু "আল্লাহ আল্লাহ" জিকিরের মধ্যে লাগিয়ে রাখে এবং কোরআনে কারীমের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত না করে থাকে, যার ফলে কাফেরদের ফায়দা পৌঁছে, তাহলে ঐ নেক আমলগুলো ফলদায়ক হওয়ার ক্ষেত্রে সন্দেহ রয়েছে।
( তেমনি যদি কোন প্রতিষ্ঠান ছাত্রদেরকে শুধু ইলমের মধ্যেই লাগিয়ে রাখে। এবং জিহাদের জন্যে প্রস্তুত না করে। যার ফলে কুফফাররা নির্ধিদায় তাদের কাজ চালিয়ে যেতে পারে, তাহলে এই আমালগুলো ব্যার্থতায় পর্যবসিত হবে। আর যদি তারা সরাসরি কুফফারদেরকে সাহায্য করে তাহলে এটা ভয়ানক হবে তা আল্লাহই ভাল জানেন।)
Comment