নিজেকে খুব ছোট মনে করা ।কেননা, প্রত্যেকের অন্তরে ও কাজে-কর্মে ভুল আছে। তাই অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান উচিৎ ।কারো মাঝে ত্রুটি দেখলে মনে করতে হবে,এ তো অল্প।আমার মাঝে আরও বেশি আছে।অপরের সব ত্রুটির'চে আমার একটি ভুলই বেশি।
*আলেমদের জন্য আরেকটি ক্ষতিকর বিষয় হলো, মনে মনে এ আশা পোষণ করা,লোকেরা যদি আমার মজলিসে আসত,বসত,মোসাহাফা করত।
*আলেমদের জন্য আরেকটি ক্ষতিকর বিষয় হলো, মনে মনে এ আশা পোষণ করা,লোকেরা যদি আমার মজলিসে আসত,বসত,মোসাহাফা করত।
Comment