বিসমিল্লাহির রহমানির রহিম
জীবনের চুড়ান্ত লক্ষ্য কি হওয়া উচিত?
জীবনের চুড়ান্ত লক্ষ্য কি হওয়া উচিত?
(৯ঃ৭২) আল্লাহ মুমিন নর ও মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের যার নিম্নদেশে নদী প্রবাহিত, যেথায় তারা স্থায়ী হবে এবং স্থায়ী জান্নাতে উত্তম বাসস্থানের; বস্তুতঃ এ সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি। এটিই হল মহান কৃতকার্যতা।
আবূ সাঈদ খুদরী (রাঃ) সুত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেনঃ জান্নাতী লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতীগণ! তারা বলবে, হে আমাদের প্রতিপালক! আমরা আপনার নিকটে উপস্থিত আছি। সমস্ত কল্যাণ আপনারই হাতে। অতঃপর তিনি বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা উত্তর দেবে, হে আমাদের প্রতিপালক! কেন আমরা সন্তুষ্ট হবো না? অথচ আপনি আমাদেরকে এমন জিনিস দান করেছেন যা আপনার সৃষ্টি জগতের অন্য কাউকে দান করেননি। তিনি বলবেন আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম জিনিস দান করব না? তারা বলবে, হে রব! এর চাইতে উত্তম বস্তু আর কি হতে পারে? অতঃপর আল্লাহ বলবেনঃ আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবতরণ (স্থাপন) করব। এরপর তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হবো না। (সহীহ মুসলিম, ৬৮৭৮ ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত)
সুতরাং, আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের চুড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের সকল কাজের মুল চালিকা শক্তি (ড্রাইভিং ফোর্স) হওয়া দরকার।
কুরআন শরীফে সাহাবাদের বর্ননাঃ
(৪৮ঃ২৯) মুহাম্মদ আল্লাহর রসূল এবং তাঁর সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সেজদারত দেখবেন। তাদের মুখমন্ডলে রয়েছে সেজদার চিহ্ন। তাওরাতে তাদের বর্ননা এরূপ এবং ইঞ্জিলেও তাদের বর্ননা এরুপই। তাদের দৃষ্টান্ত একটি চারা গাছ যা থেকে নির্গত হয় কিশলয়, অতঃপর তা শক্ত ও মজবুত হয় এবং কান্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে যা চাষীদের জন্য আনন্দদায়ক। এইভাবে আল্লাহ মুমিনদের সমৃদ্ধি দ্বারা কাফিরদের অন্তর্জ্বালা সৃষ্টি করেন। যারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহাপুরষ্কারের।
এমন লোকদের বর্ননা পড়ুনঃ
(২ঃ২০৭) আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আত্ম-বিক্রয় করে থাকে। আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান।
আল্লাহ যেন আমাদেরকে এই লক্ষ্য অর্জনের প্রচেষ্টায় অবিচল রাখেন ও সফল করেন। আমীন।
(‘আল্লাহর সন্তুষ্টির সন্ধানে’ বইটার একটি পরিচ্ছেদ অবলম্বনে)
(‘আল্লাহর সন্তুষ্টির সন্ধানে’ বইটার একটি পরিচ্ছেদ অবলম্বনে)
Comment