হযরত উমর রাঃ এর ক্রন্দন
জিহাদের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাহায্য বিলম্ব হওয়ার মূল কারণ
একদা উমর রাঃ এর এক দূত কোন এক যুদ্ধ থেকে ফিরে আসল এবং তাকে বিজয়ের সুসংবাদ শুনাল। উমর রাঃ তাকে জিজ্ঞেস করলেনঃ কখন যুদ্ধ শুরু হয়েছিল?জিহাদের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাহায্য বিলম্ব হওয়ার মূল কারণ
সে বললঃ চাশতের সময়ের আগে।
তিনি জিজ্ঞেস করলেনঃ বিজয়ী হয়েছে কখন?
সে বললঃ মাগরিবের আগে।
অতঃপর উমর রাঃ ক্রন্দন শুরু করলেন। এমনকি উনার দাড়িগুলো অশ্রুতে ভিজে গেল। লোকজন জিজ্ঞেস করলঃ হে আমীরুল মুমিনীন! আমরা আপনাকে বিজয়ের সুসংবাদ দিলাম। আর আপনি ক্রন্দন করছেন??
তিনি রাঃ বললেনঃ আল্লাহর শপথ, বাতিল এত সময় হক্বের সামনে টিকে থাকতে পারেনা, তবে গুনাহের কারণে বিপরীত হয়। যে গুনাহ তোমরা এবং আমি করেছি।
তিনি আরও বললেনঃ আমরা এমন এক জাতি যারা অস্র ও সংক্ষ্যা কারণে বিজয়ী হয় না। বরং আমরা বিজয়ী হই আমাদের কম গুনাহ এবং আমাদের শত্রুদের গুনাহ বেশি হওয়ার কারণে। যদি অপরাধের ক্ষেত্রে আমরা ও শত্রুরা সমান হয়ে যাই তাহলে আমাদের শত্রুরা তাদের অস্র ও জনবলের কারণে আমাদের উপর জয়ী হয়ে যাবে।
Comment