মুমিনের অন্যতম একটি গুন হলো নামাযে ‘খুশূ’ তথা বিনিয়-নম্র হওয়া। ‘খুশূ’র আভিধানিক অর্থ ‘স্থিরতা’। শরীয়তের পরিভাষায় এর অর্থ অন্তরে স্থিরতা থাকা; অর্থাৎ, আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর কল্পনাকে অন্তরে ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা এবং অঙ্গ-প্রত্যঙ্গেও স্থিরতা থাকা; অর্থাৎ, অনর্থক নড়াচড়া না করা।
হযরত আবু যর রা. থেকে বর্ণিত আছে, রসূলুল্লাহ স. বলেন : নামাযের সময় আল্লাহ তাআলা বান্দার প্রতি সর্বক্ষণ দৃষ্টি নিবদ্ধ রাখেন যতক্ষণ না নামাযী অন্য কোন দিকে ভ্রূক্ষেপ করে। যখন সে অন্য কোন দিকে ভ্রূক্ষেপ করে, তখন আল্লাহ তাআলা তাহার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেন। -(আহমদ, নাসায়ী, আবু দাউদ, মাযহারী)
একজন মুজাহিদকে তার নামাযের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে । একজন মুজাহিদের নামায অবশ্যই সুন্দর হতে হবে। কারণ মুজাহিদ কখনো অস্ত্র-সস্ত্র বা অন্য কোন কিছুর মাধ্যমে বিজয় অর্জন করে না। বরং মুজাহিদ বিজয় অর্জন করে একমাত্র আল্লাহর ‘নুসরাহ্’র মাধ্যমে। আর আল্লাহর নুসরাহ্ পাওয়ার অন্যতম মাধ্যম হলো নামায। আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলেন : তোমরা ধৈর্য এবং নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। সুতরাং নামাযে যত বেশি খুশূ থাকবে, নামায তত বেশি সুন্দর হবে। আর নামায যত বেশি সুন্দর হবে, আল্লাহর নুসরাহ বা সাহায্য তত বেশি পাওয়া যাবে।
তাই হে মুজাহিদ ভাইয়েরা! আসুন আমরা আমাদের নামাযকে সুন্দর করি।
আল্লাহ তাওফীক দান করুন। আমীন।
Comment