বিসমিল্লাহির রহমানির রহীম
সম্প্রতি ফোরামে দেখা যাচ্ছে যে, মডারেটরগন কর্তৃক পোস্ট অনুমোদন পেতে দেরি হওয়ায় কিছু ভাই ব্যথিত হচ্ছেন। আসলে এই দেরি হওয়ার পেছনে মূল কারণটি হলো আপনি যখন পোস্ট করছেন ঠিক তখন কোনো মডারেটর ভাই অনলাইনে না থাকা। তো আপনি পোস্ট করার যতক্ষন পর মডারেটরগন ফোরামে প্রবেশ করেন ততক্ষণ সময় দেরি হয়ে যায়। কারো পোস্ট যদি ফোরামে অনুমোদনের উপযোগী হয় তখনই এটির অনুমোদন দেয়া হয়। যদি কোনো পরিমার্জন দরকার তাও করা হয়। যদি পোস্টটি ফোরামের উপযোগী না হয় তবে অনুমোদন দেয়া হয় না। এভাবে আল্লাহপাক উনাদের দ্বারা দ্বীনের খেদমত নিচ্ছেন এবং এটাই উনাদের জিম্মাদারি।
এবার আমার একটি অনুভুতি বলি। ফোরাম আগে থেকে পড়া হলেও আমার ফোরামে আইডি খোলা হয় খুব সম্ভবত ডিসেম্বর ২০১৬ তে এক সিনিয়র ভাইয়ের মাধ্যমে। umar khalid নামের সেই আইডি টিতে তাগুতের ফোরাম আক্রমণের পর আর লগইন করতে পারিনি। প্রথম যখন ফোরামে পোস্ট করতাম, তা অনুমোদন পেতে দেরি হলে খুব খারাপ লাগতো। একটু পর পর ফোরামে ঢুকতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম অনুমোদন হওয়ার জন্য।
একবার একটি কমেন্টে আমি এমন কিছু তথ্য লিখেফেলি যেটা দ্বারা আমার নিরাপত্তা ব্যহত হতে পারতো। আল্লাহর অশেষ শুকরিয়া, মডারেটর ভাই কমেন্টটির স্পর্শকাতর লেখাগুলো কেটে তার যায়গায় (...) ডট ডট দেন এবং নিচে লিখে দেন যে, নিরাপত্তাজনিত কারনে কেটে দেয়া হলো। তখন আমি বুঝতে পারি যে কেনো মোডারেটর ভাইদের নিরীক্ষণ প্রয়োজন এবং এটি আল্লাহপাকের রহমতস্বরূপ।
কিন্তু একদিন যখন আমার আইডিটি জুনিয়র মেম্বার হতে মেম্বার হয়ে যায় অর্থাৎ আমার লেখা অনুমোদন ছাড়া সরাসরি তাৎক্ষণিক পোস্ট হয়ে যেতে লাগলো তখন আমার খুব খারাপ লাগলো। আমার মাথার উপরের ছাতাটা যেনো সরে গেলো। আমার একটা ভয় কাজ করতে লাগলো যে-
কারন এখনতো নিরীক্ষণ ছারাই পোস্ট হয়ে যাবে। আর এ কারনে মেম্বার হওয়ার পর আমার পোস্ট এবং কমেন্ট করার পরিমান কমে যায়।
বিশ্বাস করুন, নিজেকে জাহির করার জন্য লিখছিনা বরং অনেক কস্ট থেকে লিখছি। আসুন ভাই আমরা সবাই আল্লাহর ওয়াস্তে সহনশীল হই। এটা নিছক একটা ফোরাম নয়।
সম্প্রতি ফোরামে দেখা যাচ্ছে যে, মডারেটরগন কর্তৃক পোস্ট অনুমোদন পেতে দেরি হওয়ায় কিছু ভাই ব্যথিত হচ্ছেন। আসলে এই দেরি হওয়ার পেছনে মূল কারণটি হলো আপনি যখন পোস্ট করছেন ঠিক তখন কোনো মডারেটর ভাই অনলাইনে না থাকা। তো আপনি পোস্ট করার যতক্ষন পর মডারেটরগন ফোরামে প্রবেশ করেন ততক্ষণ সময় দেরি হয়ে যায়। কারো পোস্ট যদি ফোরামে অনুমোদনের উপযোগী হয় তখনই এটির অনুমোদন দেয়া হয়। যদি কোনো পরিমার্জন দরকার তাও করা হয়। যদি পোস্টটি ফোরামের উপযোগী না হয় তবে অনুমোদন দেয়া হয় না। এভাবে আল্লাহপাক উনাদের দ্বারা দ্বীনের খেদমত নিচ্ছেন এবং এটাই উনাদের জিম্মাদারি।
এবার আমার একটি অনুভুতি বলি। ফোরাম আগে থেকে পড়া হলেও আমার ফোরামে আইডি খোলা হয় খুব সম্ভবত ডিসেম্বর ২০১৬ তে এক সিনিয়র ভাইয়ের মাধ্যমে। umar khalid নামের সেই আইডি টিতে তাগুতের ফোরাম আক্রমণের পর আর লগইন করতে পারিনি। প্রথম যখন ফোরামে পোস্ট করতাম, তা অনুমোদন পেতে দেরি হলে খুব খারাপ লাগতো। একটু পর পর ফোরামে ঢুকতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম অনুমোদন হওয়ার জন্য।
একবার একটি কমেন্টে আমি এমন কিছু তথ্য লিখেফেলি যেটা দ্বারা আমার নিরাপত্তা ব্যহত হতে পারতো। আল্লাহর অশেষ শুকরিয়া, মডারেটর ভাই কমেন্টটির স্পর্শকাতর লেখাগুলো কেটে তার যায়গায় (...) ডট ডট দেন এবং নিচে লিখে দেন যে, নিরাপত্তাজনিত কারনে কেটে দেয়া হলো। তখন আমি বুঝতে পারি যে কেনো মোডারেটর ভাইদের নিরীক্ষণ প্রয়োজন এবং এটি আল্লাহপাকের রহমতস্বরূপ।
কিন্তু একদিন যখন আমার আইডিটি জুনিয়র মেম্বার হতে মেম্বার হয়ে যায় অর্থাৎ আমার লেখা অনুমোদন ছাড়া সরাসরি তাৎক্ষণিক পোস্ট হয়ে যেতে লাগলো তখন আমার খুব খারাপ লাগলো। আমার মাথার উপরের ছাতাটা যেনো সরে গেলো। আমার একটা ভয় কাজ করতে লাগলো যে-
- আমার লেখা আমার এবং ভাইদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারন হয় কি না?
- ফোরামের পরিবেশ নস্ট হয় কি না?
- কোনো ভাইয়ের কস্টের কারন হয়ে যায় কি না?
- ইত্যাদি।
কারন এখনতো নিরীক্ষণ ছারাই পোস্ট হয়ে যাবে। আর এ কারনে মেম্বার হওয়ার পর আমার পোস্ট এবং কমেন্ট করার পরিমান কমে যায়।
বিশ্বাস করুন, নিজেকে জাহির করার জন্য লিখছিনা বরং অনেক কস্ট থেকে লিখছি। আসুন ভাই আমরা সবাই আল্লাহর ওয়াস্তে সহনশীল হই। এটা নিছক একটা ফোরাম নয়।
Comment