আস-সালামুআলাইকুম!
আমার সম্মানিত ভাইয়েরা!
নফস মানুষের মনের ভিতর কুমন্ত্রনা সৃষ্টি করে এবং শয়তানও সর্বদা নজরদারিতে রাখে ।
গোনাহে ঝরঝরিত, শয়তান থেকেও বাচার উপায় পাচ্ছিনা, কলবেও বসে গেলে কালো দাগ, তখন সেই মুহূর্তে এক ভাইয়ের পরামর্শে গেলাম:
ভাই আমাকে পরামর্শ দিয়ে বললেন,
قُلْ يَـٰعِبَادِىَ ٱلَّذِينَ أَسْرَفُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا۟ مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ [٣٩:٥٣]
বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।
ভাই পরে বললেন তুমি আল্লাহর নিকট বেশি বেশি তাওবা করবে ।
যখন-ই কোন গুহানে (পাপকাজে) লিপ্ত হয়ে পড়বে তখন-ই আল্লাহকে স্মরণ করবে ।
এবং ভুলক্রমে গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করবে । নিশ্চয় আল্লাহ তাওবা কবুল কারী ।
___________আমি ভাইদের নিকট একটি বই চাচ্ছি বইটির নাম “আমি তাওবা করতে চায় কিন্তু”________________
কোন ভাইয়ের কাছে থাকলে বইটির লিংক দিবেন ইনশাআল্লাহ।
নিশ্চয় এতে আমার যেমন উপকার হবে ঠিক আপনাদেরও হবে এবং যারা বই পড়বে তাদেরও উপকার হবে ইনশাআল্লাহ।
Comment