Announcement

Collapse
No announcement yet.

নিয়ত.............

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • নিয়ত.............

    ইখলাছুন নিয়ত, তথা নিয়তকে খালেছ করা। গুরুত্ত্বপুর্ণ একটা বিষয়। যা ছাড়া আল্লাহ তায়ালার কাছে কোনো ইবাদাত কবুল হয় না। সমস্ত কাজ একমাত্র আল্লাহ তায়ালার উদ্দেশ্যে করতে হবে। এর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না। লোক দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করা যাবে না। তাহলে সেটা আর আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তায়ালা বলেছেন: “তিনি জীবন ও মরণ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরিক্ষা করার জন্য যে, তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে ভালো হয়”। এই আয়াতের তাফসিরে উলামায়ে কেরাম বলেছেন: আমল আল্লাহ তায়ালার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুটি শর্ত, ১. নিয়তকে খালেছ করা। ২. রাসূল সা: এর অনুসরণে করা। রাসূল সা: বলেছেন: ‘সমস্ত কাজের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে’। আবু মুছা আশআরী রা: থেকে বর্নিত, তিনি বলেন: কোন এক ছাহাবী রাসূল সা: কে বললেন: হে আল্লাহর রাসূল! আল্লাহর রাস্তায় কেউ লড়াই করে মানুষকে দেখানোর জন্য, কেউ লড়াই করে নিজের পরিবার পরিজনকে রক্ষার জন্য, আবার কেউ লড়াই করে তার বিরত্ত্ব প্রকাশ করার জন্য, এদের মধ্যে মুলত কে আল্লাহর রাস্তায় লড়াই করছে? রাসূল সা: বললেন: ‘যে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য লড়াই করে সেই মূলত আল্লাহর রাস্তায় লড়াই করছে’। হযরত আবু হুরায়রা রা: থেকে বর্নিত, তিনি বলেন: আমি রাসূল সা: কে বলতে শুনেছি, তিনি বলেন: কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদের ব্যাপারে ফায়সালা করা হবে। তাকে আনা হবে, দুনিয়ার মধ্যে তাকে যে নিয়ামত দেয়া হয়েছিল তা তার সামনে পেশ করা হবে, সেগুলো দেখে সে চিনতে পারবে। অত:পর আল্লাহ তায়ালা বলবেন: তুমি এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? সে বলবে আমি আপনার রাস্তায় লড়াই করে শহীদ হয়েছি। তিনি বলবেন: তুমি মিথ্যা বলছ, বরং তুমিতো লড়াই করেছ যাতে মানুষ তোমাকে বীর বলে, তা তো বলা হয়ে গেছে। অত:পর তাকে জাহান্নামে নিক্ষেপের আদেশ দিবেন; তাকে মুখের উপর ভর করে টানতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অত:পর আনা হবে আলেমকে যে কোরআন শিখেছিল। অত:পর আনা হবে দানশীলকে যে মানুষকে খুব দান করত। এদের দুজনের সাথেও তদ্রুপ আচরণ করা হবে। তাদের নিয়ত ঠিক না থাকার কারনে।
    এ জন্য সব কাজে নিয়তকে খালেছ করা চাই। সামান্য আমাল হলেও তা আল্লাহ তায়ালার উদ্দেশ্যে হওয়া চাই। আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফিক দান করুন।


  • #2
    আমিন.....!

    যাজাকাল্লাহু..... খাইরান আহসানাল যাজা.....
    হয় শাহাদাহ নাহয় বিজয়।

    Comment


    • #3
      জাযাকাল্লাহ।
      আল্লাহ আমাদের ঈমানী হালতে মৃত্যু দান করুন,আমিন।
      আল্লাহ আমাদের শহিদী মৃত্যু দান করুন,আমিন।

      Comment


      • #4
        আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফিক দান করুন আমিন ।

        Comment

        Working...
        X