উম্মাহর সম্মানিত আলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম।
আমি দীর্ঘ কয়েক বছর ধরে মহল্লার ইমামের পিছনে সালাত আদায় করছি না ইমামে'র আকিদাগত বিদ'আদের কারণে। আল্লাহ আরশে নয় বরং সর্বত্র বিরাজমান। ইমাম সাহেব এরকম আরো কিছু ভুল ধারণায় বিশ্বাসী। আমি ইমামকে বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালা আরশে সমাসীন তবে তাঁর ক্ষমতা, জ্ঞান সর্বত্র। কিন্তু তিনি এই মতের প্রায় উল্টো।
তাই ইমামের পিছনে সালাত আদায় না করে জামাতের পূর্বে একাকি আদায় করি, এবং পরে তাদের সাথে ভান করি। কিন্তু গত এক বছর ধরে ব্রেইনে প্রেশারের দরুন মারাত্বক মাথাব্যথায় ভুগছি। দেশের সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্র থেকে ডাক্তারের চিকিৎসা নিচ্ছি। এখন জামায়াত ছেড়ে দিয়ে একাকি সালাত আদায় করাটা আমার উপর অত্যন্ত ভারি বোঝা হয়ে দাড়িয়েছে। অনেক কষ্ট হয়। মাথাব্যথা অনেক অনেক বেড়ে যায় একাকি, চুপিচুপি সালাত আদায় করতে গিয়ে। বাসায় আদায় করলেও এমন হয় হৈ হুল্লোড়ের দরুন। এখন আমি কি করব?
ইমামের পিছনেই কি পড়ব নাকি এভাবেই চলব?
আমার জন্য কি শারিয়াহ কোনো ধরণের সহজ পন্থা অবলম্বন করার অনুমতি দিবে?
আমি কি ঐ ইমামের পিছনেই সালাত আদায় করব নাকি একাকিই?
(বিঃদ্রঃ শুধুমাত্র আলিম ভাইয়েরা কিংবা এই বিষয়ে বিশেষ জ্ঞানী ভাইয়েরাই উত্তর দিবেন ইনশাআল্লাহ।)
আল্লাহ আমাকেসহ সবাইকে উত্তম পন্থায় দীন পালনের তাওফিক দান করুন।
আমি দীর্ঘ কয়েক বছর ধরে মহল্লার ইমামের পিছনে সালাত আদায় করছি না ইমামে'র আকিদাগত বিদ'আদের কারণে। আল্লাহ আরশে নয় বরং সর্বত্র বিরাজমান। ইমাম সাহেব এরকম আরো কিছু ভুল ধারণায় বিশ্বাসী। আমি ইমামকে বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালা আরশে সমাসীন তবে তাঁর ক্ষমতা, জ্ঞান সর্বত্র। কিন্তু তিনি এই মতের প্রায় উল্টো।
তাই ইমামের পিছনে সালাত আদায় না করে জামাতের পূর্বে একাকি আদায় করি, এবং পরে তাদের সাথে ভান করি। কিন্তু গত এক বছর ধরে ব্রেইনে প্রেশারের দরুন মারাত্বক মাথাব্যথায় ভুগছি। দেশের সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্র থেকে ডাক্তারের চিকিৎসা নিচ্ছি। এখন জামায়াত ছেড়ে দিয়ে একাকি সালাত আদায় করাটা আমার উপর অত্যন্ত ভারি বোঝা হয়ে দাড়িয়েছে। অনেক কষ্ট হয়। মাথাব্যথা অনেক অনেক বেড়ে যায় একাকি, চুপিচুপি সালাত আদায় করতে গিয়ে। বাসায় আদায় করলেও এমন হয় হৈ হুল্লোড়ের দরুন। এখন আমি কি করব?
ইমামের পিছনেই কি পড়ব নাকি এভাবেই চলব?
আমার জন্য কি শারিয়াহ কোনো ধরণের সহজ পন্থা অবলম্বন করার অনুমতি দিবে?
আমি কি ঐ ইমামের পিছনেই সালাত আদায় করব নাকি একাকিই?
(বিঃদ্রঃ শুধুমাত্র আলিম ভাইয়েরা কিংবা এই বিষয়ে বিশেষ জ্ঞানী ভাইয়েরাই উত্তর দিবেন ইনশাআল্লাহ।)
আল্লাহ আমাকেসহ সবাইকে উত্তম পন্থায় দীন পালনের তাওফিক দান করুন।
Comment