ধরুন,আমরা একটি ঘরে ৬/৭ জন লোক কোনো দ্বীনী কাজের উদ্দেশ্যে একত্রিত হয়েছি। এখন জুম্মার নামাজের সময় হয়েছে। এই অবস্থায় বাহিরে কোনো মসজিদে গিয়ে জুম্মা পড়া এই ৬/৭ জনের জন্য সম্ভব নয়। আর বাহির থেকে অবাধে এই ঘরে আসা-যাওয়াও জনগণের জন্য নিষিদ্ধ। এখন আমার প্রশ্ন হচ্ছে,এই ঘরে ৬/৭ জন লোকের জুম্মার নামাজ আদায় করা বৈধ হবে, না অবৈধ ? এখন কোন্ কোন্ শর্তে বৈধ হবে বা অবৈধ হবে। দলিলসহ জানালে বড়ই উপকৃত হইব। মাসালাটি বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে।
শ্রদ্ধেয় মুফতি সাহেবদের নিকট থেকে ফতোয়া চাওয়া হচ্ছে।
শ্রদ্ধেয় মুফতি সাহেবদের নিকট থেকে ফতোয়া চাওয়া হচ্ছে।
Comment