Announcement

Collapse
No announcement yet.

আওয়ামী ডিজিটাল-মুর্তাদ সরকারের কুফরীর তা

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #31
    সুলতানা কামাল : আমরা কি হাল্লা রাজার দেশে বাস করছি?



    ১০ ডিসেম্বর ২০১৫, ১৭:২৫ অপরাহ্ন

    ‘এখন কথা বলতে অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি শঙ্কা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে কি না।
    অভিজিৎরা (ব্লগার অভিজিৎ রায়) নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। আর এসব ক্ষেত্রে রাষ্ট্র আশ্চর্যজনকভাবে নিশ্চুপ। ব্লগারদের প্রসঙ্গে পাল্টা কথা শুনতে হচ্ছে—আপনাদেরও সাবধান হওয়া উচিত ছিল।
    ধর্মবিশ্বাস মানে যার যার ব্যক্তিগত বিষয়। মানুষ মানুষকে কেন তার জন্য হত্যা করবে? যে সরকার নিজেকে গণতান্ত্রিক সরকার হিসেবে দাবি করে, সেই সরকারের আমলে এগুলো শোভা পায় না।
    ---------------- সুলতানা কামাল
    নির্বাহী পরিচালক, আইন ও সালিশ কেন্দ্রের (আসক)
    বৃহস্পতিবার বাংলা একাডেমিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সুলতানা কামাল এসব কথা বলে.


    সুত্র ও বিস্তারিতঃ http://www.amardeshonline.com/pages/.../12/11/314577#

    Comment


    • #32
      ইফা ছাড়া অন্য কারো হালাল সনদ দেয়ার এখতিয়ার নেই : ডিজি


      ২৫ নভেম্বর ২০১৫,বুধবার, ১৮:৫১

      বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনই হালাল সনদ প্রদানের একমাত্র স্বীকৃত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের এ কার্যক্রম পরিচালনার কোনো এখতিয়ার নেই। অবৈধভাবে হালাল লোগো ও সনদ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
      বিশ্বের বিভিন্ন দেশে হালাল পণ্য বিপনণের স্বার্থে ইসলামিক ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে অস্থায়ীভিত্তিতে হালাল সনদ প্রদান শুরু করে। মুসলিম-অমুসলিম নির্বিশেষে হালাল পণ্যের প্রতি আগ্রহ, হালাল সেক্টরের উন্নয়ন এবং ওআইসিভুক্ত দেশসমূহের হালাল মার্কেটে বাংলাদেশী পণ্য রফতানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ কার্যক্রম গতিশীল করছে।
      ----------------সামীম মোহাম্মদ আফজাল
      মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন (ইফা)
      ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও সভাকক্ষে আজ বুধবার হালাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায়


      সুত্র ও বিস্তারিতঃ http://www.dailynayadiganta.com/detail/news/72412

      Comment


      • #33
        আওয়ামীলীগের আমলে ইসলামকে নিয়ে কঠুক্তির কিছু নমুনাঃ
        লেখক আবীর || সোমবার, ৬ জুলাই ২০১৫ - ১২:২৯am

        1. তথাকথিত আল্লাহর শাসন দিয়ে কিছু হবেনা--সৈয়দ আশরাফ!
        2. আগামীতে ক্ষমতায় আসলে রাষ্ট্রধর্ম ইসলামও তুলে দেব-- সুরঞ্জিত (( কালো বিড়াল))
        3.কোরআনের তাফসিরের প্রকাশনা বন্ধ করতে হবে --ইফা ডিজি!
        4.আগামীতে ক্ষমতায় এলে ধর্মের ছায়াটুকুও মুছে ফেলা হবে-- সাজেদা চৌধুরী!
        5.ধর্ম হল নেশার মত--আব্দুল লতিফ (পাট মন্ত্রী)
        6.রাসুল (সাঃ)কে কটুক্তি করা স্বাভাবিক বিষয়,এটা নিয়ে হৈচৈ করা ঠিক নয়-- তথ্যমন্ত্রীইনু!
        7.রাসুল (সাঃ) হিন্দুদের পূজার জন্য মসজিদের অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছিলেন--ধর্ম প্রতিমন্ত্রী!
        8.রাসুল সাঃ ধর্মনিরপেক্ষ ছিলেন-- আওয়ামী এমপি বাদল!
        9.মা দূর্গা গজে চড়ে এসেছিলেন বলে এবার ফলন ভালো হয়েছে-- শেখ হাসিনা!
        10.গ্রামগন্জে ইসলামিক জলসা বন্ধকরতে হবে-- পঙ্কজ দেবনাথ!
        12.মেয়েদেরকে বোরকার হাতথেকে রক্ষা করতে হলে,তাদের নাচগান শিক্ষা দিতে হবে-- হাসান মাহমুদ (বনমন্ত্রী)
        13.বোরকার ব্যবহার ৫০০%বেড়েগেছে,বন ্ধ করতে হবে-- সজিব ওয়াজেদ জয়!
        14.সেনাবাহিনীতেকওমী মাদ্রাসারছেলে বেড়ে গেছে,কমানোর আন্দোলন শুরু করে দিয়েছি- সজিব ওয়াজেদ জয়!
        15. ২৫ বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু প্রধানমন্ত্রী চাই-সজিব ওয়াজেদ জয়!
        16.সেনাবাহিনী থেকে ইসলামপন্থীদের বিতাড়িত করতে হবে--সজিব ওয়াজেদ জয়!
        17.কুৎসিত চেহারা ঢাকতেই মেয়েরা বোরকা পরে-- ডেপুটি স্পীকার!
        18.আমি মুসলিমও নই হিন্দুও নই-- সৈয়দ আশরাফ!
        19.বঙ্গবন্ধু মদ জুয়া হারাম করেছেন-- নৌমন্ত্রী!
        20.কওমী মাদ্রাসার ছেলেরা কিচ্ছুজানেনা,উজবুক,এরা শুধু মুখস্থ করে-- আবুল মাল আব্দুল মুহিত!
        21.কওমি মাদ্রাসাগুলো জঙ্গী প্রজনন কেন্দ্র-- আইনমন্ত্রী!
        22.ইসলামিক ফাউন্ডেশনের ডিজি; সে ওলামাগনের সম্মেলনে নাচ- গানের জলসা আয়োজন করে এবং বলে,ইসলামে এত সন্ত্রাসীআছে, যা অন্যধর্মে নেই!
        .
        এছাড়াও রাতের আধারে আলেমদের উপর নির্মম গণহত্যা চালানো,ইসলাম বিরোধী নারী ও শিক্ষা নীতি আইন পাশ,ইসলামী সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ ও নাস্তিকদের ছত্রছায়া প্রদান করা!..
        .
        ০১. শেখ মুজিবুর রহমান ১৯৫৫ সালে তাদের দলের নাম আওয়ামী মুসলিম লীগ শব্দ থেকে ‘মুসলিম’ বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ করে ।
        ০২. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে "ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক" অর্থঃ"পড় সে প্রভুর নামে, যিনি তোমায় সৃষ্টি করেছেন" কোরআনের এই আয়াত তুলে দেন, ধর্মীয় শব্দ বলে
        ০৩. শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়েরমনোগ্রাম থেকে"রাব্বি জিদনী ঈলমা" অর্থ "প্রভু আমায় জ্ঞান দাও" কোরআনের এই আয়াতটিও তিনি তুলে দেন তার প্রচন্ড ক্ষমতা বলে ধর্মীয় শব্দের অযুহাতে
        ০৪. কবি নজরুল ইসলাম কলেজ থেকে ‘ইসলাম’ বাদ দিয়েকবি নজরুল কলেজ করা হয় অপবাদ দেন ধর্মীয় দৃষ্টিভঙ্গির
        ০৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমূল্লাহ মুসলিম হল থেকে ‘মুসলিম’ শব্দ বাদদিয়ে সলিমূল্লাহ হল করা হয়, যা এখনও বিদ্যমানঅপবাদ ইসলাম ধর্মেরঅথচ ভারতের মত কট্টর তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদী দেশে ২০০শত বছরের পুরানো বিদ্যাপীঠ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালেয় নামের সাথে মুসলিম শব্দ আজও টিকে আছে
        ০৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের "আল্লামা ইকবাল হলের" নাম পরিবর্তন করে"সূর্যসেন হল" করা হয়।
        ০৭. ধর্মনিরেপেক্ষতার অজুহাত তুলে সংবিধান থেকে বিসমিল্লাহর মত ছোট্ট একটি কোরআনের আয়াতকেও সহ্য করতে পারেনি


        সুত্র ও বিস্তারিতঃ http://www.bishorgo.com/user/11029/post/3291

        Comment


        • #34


          ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতে প্রচলিত আইনে ব্যবস্থা’
          11/08/2015


          ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখালেখি করলে ব্লগারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
          ------------------ আসাদুজ্জামান খান কামাল
          স্বরাষ্ট্র মন্ত্রী
          রাজধানীর গেন্ডারিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অধীন ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলে।


          সুত্র ও বিস্তারিতঃ http://www.1newsbd.com/2015/08/11/99022

          Comment


          • #35
            সেই গণতন্ত্র তিরোহিত: ফখরুল



            জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
            Published: 2015-12-16 14:23:20.0 BdST Updated: 2015-12-16 14:35:41.0 BdST

            “দেশে আজ গণতন্ত্র অনুপস্থিত। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে গণতন্ত্র অর্জন করেছিলাম, সেই গণতন্ত্র আজ তিরোহিত হয়েছে।

            সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জনগণ যে আন্দোলন করছে, নিঃসন্দেহে তা লক্ষ্যে পৌঁছাবে এবং জনগণ তাদের অধিকার ফিরে পাবে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনব।”
            ---------------------------- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
            বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
            বুধবার বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সে বলে...


            সুত্র ও বিস্তারিতঃ http://bangla.bdnews24.com/politics/...1073091.bdnews

            Comment


            • #36
              ‘ইসলামের সাথে জঙ্গীবাদের কোন সম্পর্ক নেই’


              আমাদের সময়.কম
              10.01.2016
              ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে যারা জঙ্গী তৎপরতায় মেতে উঠেছে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই । বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহ নানামুখী সংকট ও ষড়যন্ত্রের শিকার। ইসলামকে একটি সন্ত্রাসী ধর্ম হিসেবে তুলে ধরার জন্য ইসলাম বিদ্বেষী শক্তি আজ মরিয়া হয়ে উঠেছে।
              ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে কেউ কেউ জঙ্গী তৎপরতায় লিপ্ত হচ্ছে। এই মুনাফেকী মুসলিম নামধারী গোষ্ঠীর কারনে ইসলামের অগ্রযাত্রা বাধাগ্রস্থ হচ্ছে।
              -------------------------- সামীম মোহাম্মদ আফজাল
              ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক
              রোববার ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে মুসলিম উম্মাহর সংকট ঃ উত্তরনের উপায় শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গবেষণা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

              বিস্তারিত

              Comment


              • #37
                আলহামদুলিল্লাহ্* অনেক উপকারি পোস্ট। জাঝাকুমুল্লাহু খাইরান ।

                Comment


                • #38
                  বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান

                  নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

                  Published: 2016-01-19 17:15:22.0 BdST Updated: 2016-01-19 17:18:15.0 BdST

                  বাল্য বিবাহরোধে ভূমিকা পালনের জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

                  এতে বলা হয়েছে, বিবাহ পড়ানোর ক্ষেত্রে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সম্পৃক্ত থাকতে দেখা যায়।

                  “বিয়ে পড়ানোর ক্ষেত্রে পাত্র-পাত্রীর বয়স আইনে নির্ধারিত বয়সের নিচে হলে সংশ্লিষ্ট পাত্র-পাত্রী ও অভিভাবককে এ ধরনের বাল্যবিবাহে নিরুৎসাহিত করার জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”

                  ন্যূনতম বয়স নিশ্চিত হয়ে বিয়ে পড়াতে এবং পাত্র-পাত্রীর বয়স সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ ও বিয়ের রেজিস্ট্রেশন নিশ্চিত করতেও পরিপত্রে সংশ্লিষ্টদের তাগাদা দেওয়া হয়েছে

                  link........ http://bangla.bdnews24.com/banglades...1091225.bdnews

                  Comment


                  • #39
                    ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততায় খাদ্যমন্ত্রীর ক্ষোভ

                    নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
                    Published: 2016-01-19 15:31:06.0 BdST Updated: 2016-01-19 15:31:06.0 BdST

                    “প্রথমে আমি নিন্দা জানাই আইন শৃঙ্খলাবাহিনীর ভূমিকাকে। আইনশৃঙ্খলা বাহিনী সেদিন যদি সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করত তাহলে এই ঘটনা এত দূর গড়াত না।
                    “আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্তভাবে কাজ করছে। হামলাকারীদের কোনোভাবে প্রতিহত করে নাই। কোনো ধরনের কাঁদুনে গ্যাস ছোড়েনি। যার কারনে এই ঘটনা এত বেশি করে ছড়িয়েছে।”
                    “সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেভাবে হামলা করা হয়েছে এবং যেভাবে একাত্তরের ঘাতকদের বিচার শুরু হওয়ার পর সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানসহ সারাদেশে সাম্প্রদায়িক মৌলবাদি গোষ্ঠী তাণ্ডব চালিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা এই ঘটনাগুলোর সঙ্গে একই সূত্রে গাঁথা।
                    “এটি কোনো বিচ্ছিন ঘটনা নয়। রামুর ঘটনাসহ অতীতে যতগুলো ঘটনা ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তারাই ঘটিয়েছে। এ হামলায় যে ক্ষতি হয়েছে, তা অর্থ দিয়ে পরিমাপ করা যাবে না। এগুলো নষ্ট করার মধ্য দিয়ে তারা আমাদের ঐতিহ্যের ওপর আঘাত হেনেছে।”
                    ব্রাহ্মণবাড়িয়া ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে
                    ---------------- খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

                    ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়াবাসি মানববন্ধনে
                    রাহ্মণবাড়িয়ার সাংসদ রবিউল আলম মোক্তাদির চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান, দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু হোসেন শাহরিয়ার প্রমুখ।

                    link............ http://bangla.bdnews24.com/banglades...1091130.bdnews

                    Comment


                    • #40
                      Eta khubi bhalo ekta udyog. Saudi Twageet-er bepareo eki udyog nile bhalo hoy, amar bhai musafir2!
                      اتامرون الناس بالبر وتنسون انفسكم وانتم تتلون الكتاب افلا تعقلون

                      তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভূলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ কর? তবুও কি তোমরা চিন্তা কর না?

                      Comment


                      • #41
                        Originally posted by Ibn Abideen View Post
                        Eta khubi bhalo ekta udyog. Saudi Twageet-er bepareo eki udyog nile bhalo hoy, amar bhai musafir2!
                        এই সাইটে যে কেউ উদ্যেগ নিতে পারে, ভাই ibn Abideen আপনি সৌদি তাগুতের মুখোস উন্মোচনে উদ্যেগ নেন ইনশাল্লাহ।

                        Comment


                        • #42
                          বর্ষবরণ উৎসবের বিরোধিতাকারীদের সমালোচনায় প্রধানমন্ত্রী
                          বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
                          Published: 2016-04-14 14:42:46.0 BdST Updated: 2016-04-14 14:46:25.0 BdST

                          তারা আদৌ কোনো ধর্ম পালন করেন কি না- তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন।

                          “আমাদের দেশে তো বহু পার্বণ আছে। আমরা ঈদ করি, সাথে সাথে আমাদের পহেলা বৈশাখ- এটাও আমরা উদযাপন করি। এখানে ধর্মীয় কোনো বাধা দেওয়ার কিছু নেই।

                          “যারা নিষেধ করে, তারা কেন করে তা করে আমি জানি না। তারা কোন ধর্ম পালন করে সেটা নিয়েও সন্দেহ।”

                          “এটাকে অনেকেই অনেক রকম মন্তব্য করার চেষ্টা করে। কেউ বলে ফেলে যে এটা হিন্দুয়ানি। আমরা মুসলমান হলেও বাংলাদেশের বাস করি। আমরা তো বাঙালি। কারণ বাঙালি হিসেবে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আমরা বাঙালি হলে যে মুসলমান হতে পারবো না এ রকম তো কোনো কথা নেই। ধর্মে কোথায় লেখা আছে?”

                          শেখ হাসিনা বলেন, “আজকে পৃথিবীতে যেসব দেশে মুসলমান আছে সেই সব দেশের নামেই তো সেই জাতির নাম। আরব দেশের যারা তাদের অ্যারাবিয়ান বলেই তো সবাই ডাকে। প্যালেস্টাইনের যারা প্যালেস্টাইনি বলেই ডাকা হয়। প্রত্যেকেরই তো পরিচয় একটা একটা দেশ, ভৌগলিক সীমারেখায় সেই পরিচয় দেওয়া হয়।

                          ‘তবে কি তাদের মুসলমানিত্ব চলে যাচ্ছে?’-এ প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, “তাদের মুসলমানিত্বতো চলে যাচ্ছে না।”
                          “আমাদের এই দেশে যুগ যুগ ধরে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে রীতি-নীতি, সেগুলো আমরা পালন করি। যার যার ধর্মীয় অনুশাসন অনুযায়ী ধর্ম পালন করে। একটা সহনশীলতা নিয়ে আমরা বসবাস করব, যেন আমাদের দেশে শান্তি বজায় থাকে। সবচেয়ে বড় কথা শান্তি। কারণ শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া কখনো উন্নতি হয় না।”

                          বাংলাদেশে এবারই প্রথম সরকারি চাকুরেদের জন্য বৈশাখী উৎসব ভাতা চালু হয়েছে। অন্যদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে উন্মুক্ত স্থানে বিকাল ৫টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে বলা হয়েছে।

                          “আমাদের ধর্ম আমরা সবাই পালন করি। আর ইসলাম ধর্মেই নির্দেশনা আছে যে, যার যার ধর্ম সে সে পালন করবে। এখানে কারও ধর্মের ওপর আঘাত দেওয়ার কথাতো বলা হয়নি। নবী করিম (স.) তো বলেই গেছেন যে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।

                          “আর এই যে বাড়াবাড়ি করতে গিয়ে নানা ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, থ্রেট করা, বোমা মেরে মানুষ হত্যা করা বা মানুষের জীবনের ওপর হুমকি দেওয়া- এটা ধর্মের কোথায় বলা আছে? যারা এ ধরনের হুমকি দেয় তারাই তো আমাদের ধর্মকে অবমাননা করে, ধর্মের বদনাম করে।”

                          “মানুষ খুন করার মধ্যে সমস্যার সমাধান নাই। একজন লিখল, আর একজন খুন করে প্রতিশোধ নেবে এটাও তো ইসলাম ধর্ম বলেনি।

                          “বিচার তো আল্লাহ করবে। আল্লাহই তো বলে দিয়েছেন, উনিই শেষ বিচার করবেন। যাদের আল্লাহর ওপর ভরসা নেই তারাই এই খুন-খারাবি করতে চায়। কারণ তারা আসলে আল্লাহ রসুলও মানে না, তারা নিজেরাই আল্লাহর কাজ করতে চেষ্টা করে। এটা তো শিরক।”


                          ১৪২৩ বঙ্গাব্দের প্রথম দিন বৃহস্পতিবার গণভবনে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গেলে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

                          http://bangla.bdnews24.com/politics/...1136293.bdnews

                          Comment


                          • #43
                            ভাই আপনাকে ধন্যবাদ তথ্যগুলো জমা করার জন্য। এখনও ওনেক মুসলমান বরং আলেম এমন আছে যারা এই জালিম সরকারের মন্দ বনাম কুফুরী কাজ খুঁজে পায়না।
                            আল্লাহ্* এদের অন্ধত্বকে দূর করে দিন। আমীন।

                            ''সত্য ও মিথ্যার দ্বন্দ্বে সত্যের বিজয় অবধারিত''

                            Comment


                            • #44
                              ভাই! এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন!

                              Comment


                              • #45
                                ডিজিটাল মুরতাদ সরকারেরর কুফরীগুলোর সাথে আমি একটি এড করছি:
                                গত ২০১৩ সালে হেফাজতে ইসলামের অবরোধের পূর্বের দিনগুলোতে আওয়ামীলীগের মন্ত্রী নাসিম হেফাজতের ১৩ দফা দাবির মধ্যে নারী সংক্রান্ত দাবিগুলোর ব্যাপারে বলেছে: এগুলো মেনে নিলে তো আমাদেরকে আবার মধ্যযুগীয় অন্ধকারে ফিরে যেতে হবে।

                                Comment

                                Working...
                                X