জনৈক ব্যক্তি জীবনের কিছু অংশে জন্মগতভাবে মুসলিম রইলো। কিছুকাল বাদে সে নিজ স্বার্থের জন্য বা তুচ্ছ কোনো কারণে ইসলাম থেকে বেরিয়ে যাবার ঘোষণা দিল এবং একই সাথে আল্লাহ সুবহানা ওয়াতাআলা, রাসূল সা. ও ইসলামের বিষয়ে যথেচ্ছ কটুক্তি ও গালিগালাজ করলো। এর মাধ্যমে সে বেশকিছু লোককে নিজের মতো মুরতাদ করে ফেলল। তবে কিছুদিন পরে সে আবারও হয়তো নিজ স্বার্থের জন্য অথবা অনুশোচনায় [আসল কারণটি কোনোভাবেই বাইরে থেকে জানা সম্ভব নয়] ইসলামে দাখিল হলো ও তওবা করলো। কিন্তু সে নিজের পাপকর্মের, গালিগালাজের সব অডিও ভিডিও পাবলিক করে রাখলো এই চিন্তায় যে মানুষ তার পরিবর্তন দেখে কিছু শিখবে। এমতাবস্থায় তার ব্যাপারে ইসলামের হুকুম কী। তার ওপর কি মুরতাদের শাস্তি কার্যকর হবে কিনা। নাকি সে তওবা করার কারণে নির্দোষ গণ্য হবে...
এই বিষয়ে কুরআন, হাদীস ও সালাফে সালেহীনের পন্থা অনুসারে ফাতওয়া জানতে চাচ্ছি। জাঝাকাল্লাহু খইরান।
এই বিষয়ে কুরআন, হাদীস ও সালাফে সালেহীনের পন্থা অনুসারে ফাতওয়া জানতে চাচ্ছি। জাঝাকাল্লাহু খইরান।
Comment