Announcement

Collapse
No announcement yet.

রাজতন্ত্র

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • রাজতন্ত্র

    আসসালামু আলাইকুম,
    আমরা প্রায় সকলেই এটা জানি যে, গণতন্ত্র হারাম। কিন্তু রাজতন্ত্রের ক্ষেত্রে ইসলাম কি বলে? এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে সংশয় কাজ করছিল বলে প্রশ্নটি করা। জাযাকাল্লাহু খাইরান।

  • #2
    ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ

    উত্তর:
    بسم الله الرحمن الرحيم


    সাধারণত যে কোন শাসনব্যবস্থাতেই মৌলিক দুটি দিক থাকে।
    ১. আইন-কানুনের উৎস
    ২. শাসক নির্বাচনের পদ্ধতি।

    গণতন্ত্র কুফর এবং হারাম হওয়ার মৌলিক কারণ হলো - আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে মানুষ কতৃক আইনপ্রণয়ন এবং কুরআন-সুন্নাহকে বাদ দিয়ে বিভিন্ন বাতিল ধর্ম বা মতবাদকে আইন-কানুনের উৎস হিসেবে গ্রহণ।

    রাজতন্ত্রেও যদি কুরআন-সুন্নাহর বিরুদ্ধে গিয়ে আইন প্রণয়ন এবং কুরআন-সুন্নাহকে বাদ দিয়ে মানবরচিত মতবাদকে আইনের উৎস হিসেবে গ্রহণের অনুষঙ্গটা থাকে - তাহলে সেই রাজতন্ত্রও কুফরী হবে।
    যেমন - বাদশাহ আকবরের শাসন এবং চেঙ্গিস খানের বংশধরদের শাসন।

    পক্ষান্তরে যদি রাজতন্ত্রে ইসলামী শরীয়াহ দ্বারা শাসন করা হয়, কেবল শাসক নির্বাচনের ক্ষেত্রে রাজতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করা হয় (যেমনটা উমাইয়া,আব্বাসী ও উসমানী খেলাফতের আমলে করা হয়েছে) তাহলে এ পদ্ধতি সুন্নাহর খেলাফ; কিন্তু আল্লাহর আইনে শাসন করার কারণে সামগ্রিকভাবে ওই শাসনব্যবস্থা বৈধতা পাবে।
    শাসক নির্বাচন পদ্ধতিতে ত্রুটি থাকার কারণে খলিফা বা সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করা হবে না।
    তবে উলামায়ে কেরাম নসীহার মাধ্যমে এই ত্রুটি সংশোধনের চেষ্টা চালিয়ে যাবেন।

    فقط، والله تعالى أعلم بالصواب
    “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

    Comment

    Working...
    X