আস্সালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাইয়েরা। দ্বীনি ঈলম অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্যে ফরজ ও ফরজে আইন যে ফরজের প্রতি অবহেলার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ যে সকল ভাইয়েরা মাদ্রাসায় লেখাপড়া করছেন তারা এই ফরজ ঈলম থেকে বেশি ঈলম অর্জন করে আলেম হচ্ছেন। কিন্তু সমস্যা হলো এই জায়গায় যারা জেনারেল লাইনে লেখাপড়া করছে তারা কিছুই জানেনা। আমারও একই অবস্থা। প্রিয় ভাইয়েরা দাজ্জালি ফেতনার যুগে আলেমরাই নিজের ঈমান নিয়ে সংশয়ে থাকেন। সেই যায়গায় আমার ফরজ ঈলমও নেই। আফসোস!!!! আপনারা কি বুঝতে পারছেন তাহলে যারা ফরজ ঈলমই জানে না তাদের কি অবস্থা হবে!!! ভাইদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে। কতটুক ঈলম অর্জন করলে এই ফরজ আদায় হবে। যদি ফরজ ঈলম জানার জন্য কোনো বই থেকে থাকে তাহলে বইয়ের ডাউনলোড দেয়ায় বিশষ অনুরোধ রইল। যদি না থাকে তাহলে। অন্তত ফরজ ঈলম এর স্তরগুলোর নাম দেয়ার জন্য অনুরোধ রইল। যেমন ঃ নামজের, রোযার, হজ্জ এর ইত্যাদি ইত্যাদি। আমি করব দিয়ে শুরু করব কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় ফোরামে আলেম ভাইদের উচিত "ফরজ ঈলম নিয়ে ধারাবাহিকভাবে পোস্ট দেয়া "। এমন অনেকেই আছে যারা ফোরামে ভিজিট করে ঠিকই কিন্তু ফরজ ঈলমও জানে না।
Announcement
Collapse
No announcement yet.
ফরজ ঈলম অজর্ন না করে আর কতদিন থাকব???
Collapse
X
-
১. ভাই! আমাদের ফোরাম মূলত জিহাদ ভিত্তিক। তাছাড়া স্বাভাবিক ইলমে দীন থেকে যদিও পরিবেশের কারণে অধিকাংশ মানুষ বঞ্চিত, তবুও সাধারণ আলিমদের বই, লিখনী ইত্যাদি থেকে তা অর্জন করা সম্ভব। ফোরামের আলিমগণ জিহাদ সংক্রান্ত অনেক কাজে ব্যস্ত থাকেন। তাই এ বিষয়ে নিজেদেরই চেষ্টা ফিকির করতে হবে।
২. ব্যক্তির উপর শরীয়তের যে সকল দায়িত্ব অর্পিত হয়, সে সবের ইলম অর্জন আবশ্যক। যেমন হাজির জন্য হজের মাসআলা জানা আবশ্যক, অন্যের জন্য নয়। প্রাথমিক ও বিশুদ্ধ ঈমানের ইলম, অনুরূপ নামায ও রোযার ইলম জানা সবার জন্য আবশ্যক। প্রত্যেক পেশাজীবীর নিজ পেশার মাসআলা জানা আবশ্যক।
৩ প্রাথমিক আকীদার জন্য কিতাবুল ঈমান -মুফতী মানসূরুল হক। মাসআলার জন্য বেহেশতী জেওর বা আহকামে যিন্দেগী। (-মাওলানা হেমায়েত উদ্দিন।) এই তিনটি বই যথেষ্ট হবে।
সাধারণ মাসআলা আমরা সাধারণ আলিমদের থেকে নিব আর জিহাদী মাসআলা মুজাহিদ আলিমদের থেকে।
৪. যারা আরো পড়তে চান, তাদের জন্য-
তাফসীর: মুফতী শফী র. রচিত মাআরিফুল কুরআন পড়তে পারেন। এতে সংক্ষেপে নির্ভরযোগ্য অনেক কিতাবের তাফসীর আনা হয়েছে। লেখকের নিজস্ব তাফসীর থাকলেও কম।
সীরাত: ইদরীস কান্ধলবী র. রচিত সীরাতুল মুস্তফা। সংক্ষেপে সীরাতে খাতামুল আম্বিয়া (মুফতী শফী র.)। নবীদের জীবনী: কাসাসুল কুরআন।
হাদীস: মিশকাত, রিয়াযুস সালিহীন, (শরহু মাআনিল আসার বা তহাবী শরীফ -ইমাম তহাবী)। ব্যাখ্যা সহ।
আকীদা: ১) ইমাম তহাবী র. রচিত সর্বস্বীকৃত আকীদাতুত তহাবী। বাংলা ব্যাখ্যা সহ। (যারা কঠিন আলোচনা বুঝেন তাদের জন্য শরহে আকায়েদ। -তাফতাযানী) ২) বাংলায় ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ -মাওলানা হেমায়েত উদ্দিন। এ বই গুলো সাধারণ ইসলামী আকীদা বুঝতে সাহায্য করবে। জিহাদ সংক্রান্ত বিষয়ে যথেষ্ট নয়।
জিহাদ: ১) মাসায়েলের জন্য কষ্ট করে চার মাযহাবের ফিকহী কিতাবের জিহাদ অধ্যায় দেখতে হবে। বাংলায় হানাফী কিতাবগুলো পাবেন। (অন্য মাযহাবের কিতাব কম অনূদিত হওয়া স্বাভাবিক।) যেমন ফতওয়ায়ে আলমগীরী। (সাধারণ মানুষ আবার বই পড়ে ফতওয়া দিতে যাবেন না) মাযহাবের ফিকহী কিতাব সমূহ সার্চ দিয়ে বের করুন।
২) বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের ফোরাম ও gazwah.net ই ইনশাআল্লাহ যথেষ্ট।}
সংক্ষিপ্ত জিহাদ পরিচিতি
-
আমার মনে হয় ফোরামে আলেম ভাইদের উচিত "ফরজ ঈলম নিয়ে ধারাবাহিকভাবে পোস্ট দেয়া "। এমন অনেকেই আছে যারা ফোরামে ভিজিট করে ঠিকই কিন্তু ফরজ ঈলমও জানে না।
ভাই আপনার এই কথাটির সাথে একমত হয়ে আমিও অনুরুধ জানাচ্ছি।
১/ Ummah Network ইউটিউব চ্যানেলের আকীদা সিরিজটি দেখুন।
২/ বাংলাদেশের একজন উল্লেখ যোগ্য আলেম মাওলানা আব্দুল মালেক তিনি এমন বলেন যে, আমি এখনও কিছু ইলম শিখি যা ফরজে আইন, যা না জানলে পথভ্রষ্ট হয়ে যেতাম।
* এমন বাক্য আরোও অনেক আলেমও বলে থাকেন।
সুতরাং ইলমের বিশাল সমুদ্রে জরুরী ইলমের সীমাও কম নয়।
৩/ আপনার বাসার আশ-পাশে কওমী মাদ্রাসা থাকলে সেখানের উত্তম কোন হুজুরের সাথে উত্তম সম্পর্ক গড়ে তুলোন। কওমীর অধিকাংশ আলেম থেকে জিহাদ ব্যতিত অন্য বিষয় গুলোর সম্পর্কে জিজ্ঞাস করতে পারেন। আর জিহাদ বিষয়ক ও হাকেমিয়াহ সম্পর্কে জানার জন্য তো এই ফোরাম সহ বেশ কিছু সাইট রয়েছেই আরও আছে Ummah Network.
আল্লাহ তা'লা আমাদের সবাইকে আলেম হিসেবে কবুল করুক ।
আর নিশ্চই আলেমগণই আল্লাহ তা'লাকে সবচেয়ে বেশি ভয় করে।হে পরাক্রমশালী শক্তিধর! কৃপণতা আর কাপুরুষতা থেকে আশ্রয় চাই সর্বক্ষণ।
Comment
Comment