প্রিয় ভাইয়েরা। তাবিজ জুলানো কি শিরক???? আলেম ভাইদের কাছে জানতে চাচ্ছি। দুনিয়া হলো মাধ্যমের জগৎ। চেষ্টা তারপর আল্লাহর ভরসা। তাই আমরা রোগ হলে ঔষধ খায় এবং আল্লাহর উপর ভরসা করি। ঠিক ঔষধের পরিবর্তে যদি তাবিজ দেয়া হয় এবং আল্লাহর উপর এই ভরসা রাখা হয় যে তাবিজ হলো উসিলা মাত্র ভাল করার মালিক আল্লাহ তাহলে কি এটা শিরক হবে???? ধরি, আমার জ্বর হলো তখন একজন বলল তাহলে নাপা খাও ভাল হয়ে যাবে। তাহলে এখানে আল্লাহকে বাদ দিয়ে ঔষধ এর ওপর ভরসা করা হলো না???? আমার মতে এটাও তো শিরক। তবে যারা তাবিজের প্রতি অন্ধ বিশ্বাস রাখে এই তাবিজ রোগ থেকে ভাল করতে পারে এটাতো অবশ্যই শিরক। এখন সত্য কোনটি জানতে চায়।
ব্রিঃদ্রঃ আমি অতি সাধারণ একজন মানুষ আমি আমার অতি ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমার মত ব্যাক্ত করলাম। আমার লেখায় ভূল থাকা স্বাভাবিক। প্রকৃত সত্যটি জানতে চায়।
ব্রিঃদ্রঃ আমি অতি সাধারণ একজন মানুষ আমি আমার অতি ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমার মত ব্যাক্ত করলাম। আমার লেখায় ভূল থাকা স্বাভাবিক। প্রকৃত সত্যটি জানতে চায়।
Comment