ভাইয়েরা নিম্নোক্ত আয়াতের ব্যাখ্যাটা জানা দরকার।
সূরা আনফালের ৬৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-
يَا أَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ وَإِنْ يَكُنْ مِنْكُمْ مِئَةٌ يَغْلِبُوا أَلْفًا مِنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ (65
“হে নবী! ঈমানদার বিশ্বাসীদেরকে সংগ্রামের জন্য উদ্বৃদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্য্যশীল থাকলে তারা দুইশ’ জনের ওপর বিজয়ী হবে এবং তাদের মধ্যে একশ’ জন থাকলে এক সহস্র অবিশ্বাসীর ওপর বিজয়ী হবে। কারণ তারা এমন এক সম্প্রদায় যার বোধশক্তি নেই।" (৮:৬৫)
সূরার ৬৬ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-
الْآَنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا فَإِنْ يَكُنْ مِنْكُمْ مِئَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ وَإِنْ يَكُنْ مِنْكُمْ أَلْفٌ يَغْلِبُوا أَلْفَيْنِ بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ (66)
"আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করলেন। তিনি অবগত আছেন যে, তোমাদের মধ্যে দুর্বলতা আছে। সুতরাং তোমাদের মধ্যে একশ' জন ধৈর্য্যশীল থাকলে তারা দুইশ' জনের ওপর বিজয়ী হবে। আর তোমাদের মধ্যে এক সহস্র থাকলে আল্লাহর ইচ্ছায় তারা দুই সহস্রের ওপর বিজয়ী হবে। আল্লাহ ধৈর্য্যশীলদের সাথেই রয়েছেন।" (৮:৬৬)
এই আয়াতদ্বয় উল্লেখ করে অনেকে বলেন, শত্রু সংখ্যা আমাদের থেকে দ্বিগুনের চেয়েও বেশি। সুতরাং এখন জিহাদ থেকে পলায়ন করাই জায়েজ।
আবার অনেকে বলেন, মুসলিম সৈন্য ১২০০০ হাজারের বেশি হলে এই নীতি প্রযোজ্য না। অথচ এর কোন রেফারেন্স পাইনি। আর যদি এটা সঠিক হয়েও থাকে, তাহলে ১২০০০ হাজার এর চেয়ে সৈন্য সংখ্যা কম হলে জিহাদ বাদ দিয়ে বসে থাকবো, যেহেতু পলায়ন জায়েজ আছে। এই সংশয়টা নিরসন করা দরকার উপযুক্ত দলিল সহকারে
সূরা আনফালের ৬৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-
يَا أَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ وَإِنْ يَكُنْ مِنْكُمْ مِئَةٌ يَغْلِبُوا أَلْفًا مِنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ (65
“হে নবী! ঈমানদার বিশ্বাসীদেরকে সংগ্রামের জন্য উদ্বৃদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্য্যশীল থাকলে তারা দুইশ’ জনের ওপর বিজয়ী হবে এবং তাদের মধ্যে একশ’ জন থাকলে এক সহস্র অবিশ্বাসীর ওপর বিজয়ী হবে। কারণ তারা এমন এক সম্প্রদায় যার বোধশক্তি নেই।" (৮:৬৫)
সূরার ৬৬ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-
الْآَنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا فَإِنْ يَكُنْ مِنْكُمْ مِئَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ وَإِنْ يَكُنْ مِنْكُمْ أَلْفٌ يَغْلِبُوا أَلْفَيْنِ بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ (66)
"আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করলেন। তিনি অবগত আছেন যে, তোমাদের মধ্যে দুর্বলতা আছে। সুতরাং তোমাদের মধ্যে একশ' জন ধৈর্য্যশীল থাকলে তারা দুইশ' জনের ওপর বিজয়ী হবে। আর তোমাদের মধ্যে এক সহস্র থাকলে আল্লাহর ইচ্ছায় তারা দুই সহস্রের ওপর বিজয়ী হবে। আল্লাহ ধৈর্য্যশীলদের সাথেই রয়েছেন।" (৮:৬৬)
এই আয়াতদ্বয় উল্লেখ করে অনেকে বলেন, শত্রু সংখ্যা আমাদের থেকে দ্বিগুনের চেয়েও বেশি। সুতরাং এখন জিহাদ থেকে পলায়ন করাই জায়েজ।
আবার অনেকে বলেন, মুসলিম সৈন্য ১২০০০ হাজারের বেশি হলে এই নীতি প্রযোজ্য না। অথচ এর কোন রেফারেন্স পাইনি। আর যদি এটা সঠিক হয়েও থাকে, তাহলে ১২০০০ হাজার এর চেয়ে সৈন্য সংখ্যা কম হলে জিহাদ বাদ দিয়ে বসে থাকবো, যেহেতু পলায়ন জায়েজ আছে। এই সংশয়টা নিরসন করা দরকার উপযুক্ত দলিল সহকারে
Comment