Announcement

Collapse
No announcement yet.

একটা অদ্ভুত বিষয় লক্ষণীয় অনেকেই স্বর্ণ-রৌপ্যকে বোঝা মনে করে থাকেন

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • একটা অদ্ভুত বিষয় লক্ষণীয় অনেকেই স্বর্ণ-রৌপ্যকে বোঝা মনে করে থাকেন


    যখন কেউ তাদেরকে বলে- ব্যাংকে টাকা জমা না রেখে তা স্বর্ণ-রৌপ্যতে কনভার্ট করতে,
    তখন তাদের অনেকেই একটা পয়েন্ট দাঁড় করায়, সেটা হচ্ছে স্বর্ণ-রৌপ্যতে প্রচুর যাকাত আসে।

    তারা ভাবে টাকা ব্যাংকে জমা রেখে দিলেই আর যাকাত আসবে না। অথচ ব্যাংকে জমাকৃত টাকার ওপরও যাকাত আসে।
    কি আজব পয়েন্ট দাঁড় করায় তারা! হায়রে মুসলমান,
    সুদ খাইতে তাদের কোনো সমস্যা নাই কিন্তু যাকাত দিতে যত সমস্যা!
    তারা হয়তো ভাবছে,
    তাদের আখিরাত ক্ষতিগ্রস্ত হলেও অন্তত দুনিয়াবি লাভ অর্জন হচ্ছে। কিন্তু তারা শুধু আখিরাত হারাচ্ছে না বরং তাদের কাঙ্ক্ষিত সেই দুনিয়াবি লাভটুকুও হারাচ্ছে।

    একটা ছোটোখাটো হিসাব কষলাম,- ধরেন এক লোকের কাছে
    ১০ লক্ষ টাকা ক্যাশ আছে
    (যা সে ব্যবসায় ইনভেস্ট করতে অপারগ), সে সেটাকে স্বর্ণে রূপান্তর করলো, এতে তার বছরে যাকাত আসে ২৫০০০ টাকা।
    সে সঠিক ভাবে যাকাত আদায় করলো।
    ফলাফল:
    এক বছর পর তার কাছে স্বর্ণ আছে ৯ লক্ষ ৭৫ হাজার টাকার
    (এর থেকে বেশি হবে কারণ দিন যত যায় টাকার মান ততো কমতে থাকে, আর টাকার মান কমলে পণ্যের মূল্য বাড়তে থাকে) + সে গরিবের হক আদায় করলো, সওয়াব অর্জন করলো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো। আল্লাহ চাইলে তার সম্পদ আরো বাড়িয়ে দিতে পারেন।
    এবার ধরেন আরেক লোকের কাছেও ১০ লক্ষ টাকা ক্যাশ আছে
    (যা সে ব্যবসায় ইনভেস্ট করতে অপারগ),
    সে সেই টাকা গুলোর ওপর যাকাত আসার ভয়ে সেগুলোকে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলো, ফিক্সড ডিপোজিটে বিভিন্ন প্রকার সুদের হার।
    ১ বছর মেয়াদের যেগুলো, সেগুলোতে সুদের হার প্রায় ৪-৭%, ৩-৪ বছর মেয়াদের যেগুলো, সেগুলোতে সুদের হার প্রায় ৭-১০%। ভাববেন না বছর বা মেয়াদ যত বেশি লাভ ততো বেশি,
    বরং মেয়াদ যত বেশি ক্ষতি ততো বেশি, একটু পর ইনশাআল্লাহ বুঝতে পারবেন। বাংলাদেশে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি প্রায় ৬%, ,
    সে হিসেবে মানে আপনি ১০০ টাকা দিয়ে এখন যা কিনতে পারবেন ১ বছর পর ঐ জিনিস টা কিনতে ১০৬ টাকা লাগবে, মানে আপনার একবছর পর ১০০ টাকা থেকে ৬ টাকা হাওয়া হয়ে গেছে
    অর্থ্যাৎ ১০০ টাকার নোটটা তখন ৯৪ টাকা হয়ে গেছে যদিও সেটা দেখতে ১০০ টাকার মতো লাগে।

    অপরদিকে ,
    স্বর্ণ হচ্ছে ইনফ্লেশন প্রুফ ম্যাটেরিয়াল, আপনি যদি ১০০ টাকা মুল্যের
    এক খন্ড স্বর্ণ কিনেন,
    সেটা এক বছর পর মূল্য হারাবে না বরং মূল্য আরও বাড়বে টাকার ইনফ্লেশনের কারণে।
    অর্থ্যাৎ ১০০ টাকা মূল্যের সেই স্বর্ণের খন্ডটি তখন প্রায় ১০৫ বা ১০৬ টাকায় বিক্রি করতে পারবেন।
    আর স্বর্ণ হচ্ছে রিয়েল এসেট, আপনার ঐ স্বর্ণ খন্ডটির ওপর পশ্চিমাদের কোনো নিয়ন্ত্রণ নেই,

    যে চাইলেই টাকা বা ডলারের মতো দাম বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবে। এখন আসি হিসাবের খাতায়, সুতরাং ১ বছরের জন্য যদি ঐ ১০ লক্ষ টাকাগুলো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা হয় তাহলে প্রথমত ঐ ১০ লক্ষ টাকা থেকে ৬০ হাজার টাকা এমনিতেই হাওয়া হয়ে যাবে শুধু মাত্র ৬% ইনফ্লেশনের কারণে,
    যদিও সেই টাকাগুলো দেখতে ১০ লক্ষ টাকার মতোই দেখায়, তাহলে ১ বছর পর এ ১০ লক্ষ টাকার রিয়েল ভ্যালু দাঁড়ায় ১০০০০০০-৬০০০০ = ৯৪০০০০ টাকা। দ্বিতীয় ধরলাম ঐ লোকটা ১ বছরের ফিক্সড ডিপোজিটে ৭% সুদ পেলো, সে হিসেবে সে ৭০ হাজার টাকা সুদ পেলো। এই ৭০০০০ টাকা থেকে সরকার ১০% কেটে নিবে আয়কর বাবত (tin হোল্ডার হলে), আর tin হোল্ডার না হলে সরকার সেই টাকা থেকে ১৫% আয়কর বাবত কেটে নিবে। ধরে নিলাম ১০% বাদ যাবে, ১৫% ধরলাম না, আবার সার্ভিস চার্জ সহ বিভিন্ন আনুষঙ্গিক খরচ তো আছেই, সেটাও ধরলাম না, তারপরও সেই ১০% বাদ দিলে সুদের টাকার পরিমাণ দাঁড়ায় ৬৩০০০টাকা,

    এখন আবার এই টাকা থেকে আবগারি শুল্ক বাবত কাটা যাবে ৩০০০ টাকা,
    যেহেতু ব্যাংক ব্যালেন্স ১০ লক্ষ টাকার বেশি,
    তাহলে থাকে ৬০০০০ টাকা।
    আবার এই ৬০০০০ টাকা থেকেও ৬% বাদ যাবে ইনফ্লেশনের কারণে যেহেতু আপনি টাকা টা পাবেন এখন থেকে এক বছর পর, তখনতো আর এই টাকার মান বর্তমান টাকার মানের সমান থাকবে না,
    বরং ৬% মান কমে যাবে তখন। তাহলে সে হিসেবে ৬% বাদ দিলে হয় ৫৬৪০০ টাকা অর্থ্যাৎ সুদের টাকাগুলোর রিয়েল ভ্যালু গিয়ে দাঁড়া৫৬৪০০ টাকা। আসুন,

    এবার হিসাব করি
    ১ বছর পর সুদে-আসলে তার কতটুকু লাভ/লস হলো:

    ১ বছর পর, ১০ লক্ষ টাকার রিয়েল ভ্যালু গিয়ে দাঁড়াবে ৯৪০০০০ টাকায়। এবং জমাকৃত টাকার ওপর সুদের রিয়েল ভ্যালু আসে ৫৬৪০০ টাকা।

    সুতরাং,
    ১ বছর পর সুদে-আসলে মোট টাকার পরিমাণ হয়: ৯৪০০০০+৫৬৪০০ = ৯৯৬৪০০ টাকা।
    অর্থ্যাৎ ৭০০০০ টাকা সুদ খাওয়ার পরও তার লস হলো ৩৬০০ টাকা।

    কি অদ্ভুত ব্যাপার! তাই না?
    এটাই হলো বর্তমান অর্থনৈতিক এবং ব্যাংকিং ব্যবস্থার চরম বাস্তবতা। অথচ লোকটা ভেবেছে তার ৭০০০০ টাকা লাভ হয়েছে, আদৌতে লাভ তো দূরের কথা বরং সে তার জমাকৃত আসল থেকেও ৩৬০০ টাকা হারিয়েছে। এ তো গেলো একবছর মেয়াদের হিসাব,
    এখন অনেকে বলবে- মেয়াদ যত বেশি সুদের হারও তো ততো বেশি।

    তাদেরকে বলবো-
    মেয়াদ বা সময় যতো বেশি যাবে, টাকাও ততো বেশি হাওয়া হবে, অর্থ্যাৎ যেই লাউ সেই কদু।
    কোনো মানে হয় এইভাবে সুদ খেয়ে নিজের পকেট থেকে উল্টো লস দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করার? আর যাকাত না দিলে সেটারও তো হিসেব দিতে হবে আল্লাহর কাছে।

    এই দ|জ্জ|লী অর্থব্যবস্থা হয়তো আপনাকে কিছু সংখ্যা বা কাগজ বেশি দিচ্ছে,

    কিন্তু সেগুলোর ভ্যালু কমিয়ে আপনাকে দেওয়া হচ্ছে,
    আর আপনি ভাবতেছেন আপনি লাভবান হয়েছেন।

    আপনি তো বুঝতেছেন না যে আদৌতে আপনার লস হয়েছে,

    কারণ ,
    নাম্বার/ডিজিট বা টাকার বান্ডিল তো চোখে দেখা যায় কিন্তু টাকার মান/ভ্যালু তো আর চোখে দেখা যায় না।

    (বিঃদ্রঃ উপরে টাকার রিয়েল ভ্যালুর কথা বলা হয়েছে, এখানে টাকার রিয়েল ভ্যালু বলতে বর্তমানে টাকার যে মান/ভ্যালু তা বুঝানো হয়েছে। আদৌতে কাগজের টাকার রিয়েল ভ্যালু বলতে কিছু নেই, কারণ কাগজ তো কেবল কাগজই।)

    ✍️ এক মুওয়াহিদ‌
    বন্দী ভাই ও তাদের পরিবারের জন্য আপনার সাহায্যের হাতকে প্রসারিত করুন

  • #2
    যাকাতের মাধ্যমে পৃথিবীতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় আর উৎপাদন বৃদ্ধি হলে সব কিছুর দাম কমে যায় তাই যাকাৎ
    আদায় করলে টাকার পরিমাণ কমে গেলেও সব কিছুর দাম কমে যাওয়ার ফলে টাকার ভ্যালু বেড়ে যায় আর টাকার ভ্যালু বেড়ে যাওয়ার মানে দাঁড়ায় টাকা বেড়ে গেল আর সুদের মাধ্যমে পৃথিবীতে উৎপাদন ক্ষমতা কমে যায় আর উৎপাদন কম হলে সব কিছুর দাম বেড়ে যায় তাই সুদ গ্রহনের মাধ্যমে টাকার পরিমাণ বেড়ে গেলেও সব কিছুর দাম বেড়ে যাওয়ার ফলে টাকার ভ্যালু কমে যায় আর টাকার ভ্যালু কমে যাওয়ার মানে দাঁড়ায় টাকা কমে গেল তাই আল্লাহর কথাই সঠিক তিনি বলেছেন [276] يَمحَقُ اللَّهُ الرِّبوٰا۟ وَيُربِى الصَّدَقٰتِ ۗ وَاللَّهُ لا يُحِبُّ كُلَّ كَفّارٍ أَثيمٍ
    [276] আল্লাহ তা’আলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ পছন্দ করেন না কোন অবিশ্বাসী পাপীকে।
    পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।

    Comment

    Working...
    X