মুমিন প্রতারক হতে পারে না।
শাইখ তামিম আল-আদনানী হাফিজাহুল্লাহ
শাইখ তামিম আল-আদনানী হাফিজাহুল্লাহ
একজন মুমিন কখনো ধোকাবাজ ও প্রতারক হতে পারে না, সহিহ মুসলিমে এসেছে রাসুলﷺইরশাদ করেন :
وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
'আর যে আমাদের সাথে প্রতারনা করে, সে আমাদের দলভুক্ত নয়।' (সহিহ মুসলিম : ১০১)
সহিহ মুসলিমে বর্ণিত অপর একটি হাদিসে এসেছে একবার রাসুলﷺবাজারের খাদ্যস্তবের পাশ দিয়ে যাওয়ার সময় তাতে হাত ডুকিয়ে দেন, হাত বের করে দেখেন তাঁর হাতের আঙ্গুল ভিজে গেছে তিনি খাদ্য ওয়ালাকে বললেন, {مَاهَذَايَاصَاحِبَ الطَّعَامِ؟ - হে খাদ্যওয়ালা! এটি কী? } খাদ্যওয়ালা উত্তর দিল হে আল্লাহর রাসূল! বৃষ্টির পানি পড়েছে। রাসূলﷺবললেন:
أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ٭ مَنْ غشَّ فَلَيْسَ مِنّي
তাহলে যেগুলো ভিজে গেছে, সেগুলো উপরে তুলে দিচ্ছ না কেন, যাতে মানুষ দেখতে পারে? মনে রেখো, যে ধোঁকাবাজি করে, সে আমার উম্মাতের অন্তর্ভুক্ত নয়। (সহিহ মুসলিম: ১০২)
মুসলিম সমাজে কোনো গাদ্দার, কোনো ধোঁকাবাজ মিথ্যাবাদির স্থান হতে পারে না বরং এই সমাজের প্রতিটি সদস্য একে অপরের কল্যাণকামীতায় সতেষ্ঠ থাকে। ধোঁকা ও প্রতারনা একটি নিকৃষ্ট পাপ দুনিয়াতে যেমন ধোঁকাবাজরা অপমানিত হয় আখেরাতেও তেমনিভাবে তাদের জন্য রয়েছে চরম লাঞ্ছনা। সহিহ বুখারিতে এসেছে রাসুলﷺইরশাদ করেন :
لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُعْرَفُ بِهِ
'কিয়ামতের দিন প্রত্যেক ধোঁকাবাজের জন্য একটি পতাকা থাকবে, যার দ্বারা তাকে চেনা যাবে। '
(সহিহুল বুখারি :৬৯৬৬)
হাশরের ময়দানে পুরো মানব জাতির সামনে ধোঁকাবাজরা লজ্জিত অপমানিত হবে তাদের লজ্জা ও আফসোস তখন আরো বৃদ্ধি পাবে যখন স্বয়ং আল্লাহ তায়া'লাকেই তাদের প্রতিপক্ষ হিসাবে দেখতে পাবে। সহিহ বুখারিতে বর্ণিত একটি হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তায়া'লা বলেন:
ثَلَاثَةُ أَنَا خَصْمُهُمْ يَوْ الْقِيَامَةِ٭ رَجُلُ أَعْطَی بِي ثُمَّ غَدَرَ٭ وَرَجُلَ بَاعَ حُرٌا فَأَكَلَ ثَمَنَهُ٭ وَرَجُلَ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَی مِنْهُ وَلَمْ يُعْطِ أَجْرَهُ
'কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির সরাসরি প্রতিপক্ষ হবো। এক, যে আমার নামে প্রতিজ্ঞা করল, তারপর তা ভঙ্গ করল। দুই, যে স্বাধীন মানুষ বিক্রি করে তার মূল্য ভোগ করল। তিন, যে শ্রমিক নিয়োগ করে তার কাজ পুরোপুরি আদায় করে নিল, কিন্তুু তার পারিশ্রমিক দিল না।'(সহিহ বুখারি:২২২)
প্রিয় ভাই! যতই দুনিয়ার লাভ দেখুননা কেন? একজন ইমানদার কখনো ধোঁকা বা প্রতারনায় লিপ্ত হতে পারেনা, সে সব সময় তার মুমিন ভাইয়ের উপকার করার চেষ্টা করে, আল্লাহ তায়া'লা আমাদের সবাইকে ধোঁকাবাজি ও গাদ্দারির মত জঘন্য গুনাহ থেকে হিফাজত করুন আমিন। ইয়া রব্বাল আলামিন।
Comment