বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর। সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসুলের ওপর।
বর্তমানকালে উম্মাহ যে-সকল ফিতনায় আক্রান্ত, তার মধ্যে অন্যতম হলো এমন একদল লোকের সরব উপস্থিতি, যারা ইলমের চাদর গায়ে চড়িয়ে সংস্কারের নামে শরিয়াহকে বিকৃত করেছে, সহজতা আরোপ সংক্রান্ত ফিকহের দোহাই দিয়ে ফ্যাসাদের উপায়-উপকরণ সহজ করে দিয়েছে, ইজতিহাদের নামে অপদস্থতার পথ খুলে দিয়েছে, ফিকহুল আওলাবিয়্যাতের নামে সুন্নাহর মধ্যে শিথিলতা আরোপ করেছে, ইসলামের অবয়ব সুন্দর করার নামে কুফফার গোষ্ঠীর সাথে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করেছে।
এদের সকলের শীর্ষে রয়েছেন যিনি, তিনি হলেন টিভি চ্যানেলের মুফতি ইউসুফ কারযাবি। টিভি চ্যানেল, অনলাইন, সভা-সেমিনার, ক্লাস, বয়ান-বক্তৃতা প্রভৃতি প্লেসে এ-সকল অসার চিন্তাচেতনা প্রচারের ক্ষেত্রে তার রয়েছে সবিশেষ অবদান।
আমাদের এই নিবন্ধে এই ব্যক্তি কর্তৃক প্রচারিত কতক অসার দৃষ্টিভঙ্গির সারকথা উঠে এসেছে। আমি এগুলোকে তুলে ধরেছি উম্মাহর প্রতি কল্যাণকামিতা থেকে এবং দায়িত্বমুক্তির স্বার্থে, আর এই ব্যক্তি এবং এ ধরনের অন্যান্য ব্যক্তিদের ব্যাপারে উম্মাহকে সতর্ক করার উদ্দেশ্যে। এখানে তার খণ্ডনপ্রসঙ্গে আলোচনা দীর্ঘ করবো না। কারণ এখানে আমি যা-কিছু উল্লেখ করেছি, মুসলমান জনসাধারণ তার প্রতি অসমর্থন জানাবে। এ-সব অসার চিন্তাধারা এবং তার খণ্ডনের বিশদ বিবরণ জানতে যারা আগ্রহী, তাদের জন্য ‘আররাদ্দু আলাল কারযাবি’ গ্রন্থে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
—নাসির ইবনু হামদ আল-ফাহাদ
০১/১০/১৪২০ হিজরি
Comment