হাকিমুন নফস আল্লামা হাকিম আখতার র. এর রচনা অবলম্বনে
বদনজরের কিছু ক্ষতি
বদনজরের কিছু ক্ষতি
১। আল্লাহ তায়ালার নাফরমানী করা। আল্লাহ তায়ালা বলেন,
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا۟ مِنْ أَبْصَـٰرِهِمْ وَيَحْفَظُوا۟ فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا يَصْنَعُونَ
হে নবি! মুমিনদের বলুন তারা যেন নিজেদের নজর অবনত রাখে। - সুরা নুর, ৩০।
২। আমানতের খেয়ানত করা। আল্লাহ তায়ালা বলেন,
يَعْلَمُ خَآئِنَةَ ٱلْأَعْيُنِ وَمَا تُخْفِى ٱلصُّدُورُ
তিনি চোখের খেয়ানত এবং অন্তরের লুকায়িত বিষয়ও জানেন। - সুরা মুমিন, ১৯।
৩। অভিশপ্ত হওয়া। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
لعن اللهُ الناظرَ والمنظورَ إليه - السنن الكبرى للبيهقي - ٧/٩٩
আল্লাহ তায়ালা দৃষ্টিকারী ও যার দিকে দৃষ্টি দেয়া হয়েছে উভয়ের উপর লানত বর্ষণ করেন।
লানতের অর্থ হচ্ছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া।
৪। নির্বোধ ও আহম্মক বলে গণ্য হওয়া।
৫। অন্তর দুর্বল হয়ে যায়।
৬। মূত্রথলির গ্রন্থি ফুলে যায়। ফলে ঘনঘন প্রস্রাবের বেগ আসে।
৭। দ্রুত বীর্যপাতের রোগ সৃষ্টি হয়।
৮। অকৃতজ্ঞতার গুনাহে লিপ্ত হয়। চোখ আল্লাহর নেয়ামত। নেয়ামতের শুকরিয়া নেক কাজের মাধ্যমে করতে হয়। গুনাহ করলে নেয়ামতের না-শুকরি হয়।
৯। দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়।
১০। অন্তর বরবাদ হয়ে যায়।
১১। অমনোযোগিতার রোগ সৃষ্টি হয়।
১২। লজ্জাস্থানের হেফাজত থাকে না।
১৩। বীর্য স্খলনের রোগ সৃষ্টি হয়।
১৪। হাতের সাথে বিবাহকারী তথা হস্তমৈথুনকারী হয়ে যায়।
বদনজর হয় কোথায়?
- রাস্তাঘাটে চলাচলের সময়
- লোকাল পরিবহনে চলাচলের সময়
- অনলাইনে অতিরিক্ত ঘাটাঘাটির সময়
- এদিক সেদিক বেশি চোখ ঘুরানোর সময়
- বিলবোর্ড, পোস্টার ইত্যাদিতে তাকানোর সময়
বাঁচার উপায়
মনে রাখবেন, আমরা হাল ছাড়লেও শয়তান কখনো হাল ছাড়বে না। শয়তান অভিশপ্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করে যাচ্ছে। কেয়ামত পর্যন্ত করে যাবে। কত মানুষ সারা জীবন গুনাহ করে অবশেষে তওবা করে সকল গুনাহ মাফ করিয়ে নেয়। তবুও শয়তান হাল ছাড়ে না।
সে মানুষের মৃত্যুর পূর্ব পর্যন্ত গোমরাহ করার চেষ্টা চালিয়ে যায়।
তাহলে,
- আপনি মুসলিম হয়ে কীভাবে হাল ছাড়তে পারেন?
- মুজাহিদ হয়ে কীভাবে পরাজয় মেনে নিতে পারেন?
- সত্যের পথিক হয়ে কীভাবে মিথ্যার কাছে চূর্ণ হতে পারেন?
- ফিতনা নির্মূলের প্রত্যয়ী হয়ে কীভাবে ফিতনার আঘাতে নির্মূল হতে পারেন?
- সীসাঢালা প্রাচীর হয়ে কীভাবে মাকড়সার জালে আটকে যেতে পারেন?
আবারো বলছি,“আমরা হাল ছাড়লেও শয়তান কখনো হাল ছাড়বে না”।
সুতরাং, হাল ছাড়া যাবে না। নিরাশ হওয়া যাবে না। হাজারবার পড়ে গেলে লক্ষবার উঠে দাঁড়ান। আরেকটি উসূল হচ্ছে, আপনি যে বিষয়ে মানুষকে সচেতনতার দাওয়াত দিবেন সে বিষয়ে নিজে সচেতন হওয়া সহজ হয়ে যায়। তাই নিজের গুনাহ হয়ে গেলেও অন্যকে সচেতনতার দাওয়াত দিন।
নিজে যে গুনাহে লিপ্ত সে গুনাহ থেকে অন্যকে বারণ না করা তো ইহুদীদের খাসলত। আল্লাহ তায়ালা আমাদের হিফাজত করুন, আমিন।
Comment