“একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না"
তবে, একটি দুর্ঘটনায় কেউ মারা গেলে, তার পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন সবার জন্য সারা জীবনের কান্না। একথা সর্বজন স্বীকৃত।
কিন্তু কেউ যদি কোনোদিন একটি ভুল করে থাকে, তাহলে তার সারাজীবন ভুল মনে করা, অপরদিকে কেউ যদি কোনোদিন একটি শুদ্ধ করে থাকে, তার সারাজীবন শুদ্ধ ও সঠিক মনে করাও সারাজীবনের কান্না। তবে এটি শুধু আত্মীয়-স্বজন নয়;বরং গোটা উম্মাহর জন্য কান্না। একথা কয়জনে স্বীকৃত!
একটু মিলিয়ে দেখি: অনেক ওস্তাদ প্রথম দরসে খুব ভালভাবে গবেষণাভিত্তিক আলোচনা করে থাকেন, এটাকে কেন্দ্র করেই ছাত্ররা সেই ওস্তাদকে, জীবনের সকল বিষয়ে বাছ-বিচার করে। যেমন: কোনো ওস্তাদ যদি ত্বহারাত, সালাত, জাকাতের অধ্যায় ভালভাবে দালীলিক বিশ্লেষণ করে থাকেন, তাহলে তাকে ফিতান, মাগাযী, জিহাদ, ওয়াকফ ইত্যাদি সর্বক্ষেত্রেই মুহাক্কিক বা গবেষক হিসেবে পরিচিত করা হয়। বরং এসব বিষয়ে তথ্যহীন বা ভাসমান জ্ঞানে কোনো আলোচনা করে থাকলেও, সেটাকে পূর্ব আলোচনার বিচারে দলীল হিসেবে পেশ করা হয়। অথচ তার এসব বিষয়ে উল্লেখযোগ্য কোনো জ্ঞান নেই।
পক্ষান্তরে ওস্তাদ যদি প্রথম দরসের কোনো একটি মাসালায় সামান্য ত্রুটি বিচ্যুতি বা সন্দেহমূলক কিছু বলে থাকেন, তাহলে তাকে সব বিষয়েই এরকম দুর্বল বা অনভিজ্ঞ হিসেবে পরিচিত করা হয়। এবং তার তথ্যবহুল সঠিক মাসয়ালাগুলোও পূর্ব আলোচনার ভিত্তিতে হালকা নজরে দেখা হয়। এটি খুবই ভয়ানক ব্যাধি ও চরম নির্বিচার। বর্তমানে এর সয়লাব খুব বেশি। অধিকাংশ ফিতনার পেছনে এবং ওলামায়ে কেরামের সাথে অমানবিক আচরণের পেছনে এ বিষয়টি দায়ী। ওস্তাদ নির্বাচনের ক্ষেত্রেও প্রতারণার স্বীকার হতে হয়। এই ভুল যাচিত ওস্তাদের কারণে, বিভিন্ন ফেতনার সূত্রপাত ঘটে।
বিভিন্ন অপব্যাখ্যাকে নিজের ওস্তাদ হওয়ার কারণে, বা "কোনো এক দিনের সঠিক ব্যাখ্যার কারণে আমৃত তার সকল মাসায়েল সঠিক হতে হবে", এমন মনোভাবের কারণে, আজকের এই ভুল ব্যাখ্যাটিও সঠিক বলে চালিয়ে দেয়ার অপপ্রয়াস চালান হয়। যা অত্যন্ত দুঃখ জনক।
এজন্য আমাদের এ বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরী। সর্বক্ষেত্রে আমাদের মাপকাঠি হবে, কোরআন-সুন্নাহ; ওস্তাদ যেন মাপকাঠি না হয়। শরীয়াহ হবে মিযান (পরিমাপক), আমরা সবাই হব মাওযূন (পরিমিত)। হক-বাতিল, সত্য-মিথ্যা এবং আমাদের ইচ্ছা-আকাঙ্খা, চলা-ফেরা, লেন-দেন, প্রতিটি পদক্ষেপ হবে শরীয়তের আলোকে; প্রবৃত্তির খাহেশে নয়।
আমার ওস্তাদ বলেছেন বিধায় এটি সঠিক হতেই হবে, বা তিনি একজন বিখ্যাত মুহাক্কিক, তাঁর ভুল হতেই পারে না।
আবার তাঁর কথা সঠিক হলে, "সে তো বড় আলেম না, তার কথা নেয়া যাবে না" এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
আল্লাহ পাক আমাদের সঠিক সমজ দান করুন। আমীন।
Comment