ইসলামী ইতিহাসে রিদ্দাহ তথা ইসলাম ত্যাগের প্রথম ঘটনা ঘটে নবীজী (স.) ওফাতের পরই আরবের কয়েকটি গোত্রের জাকাত অস্বীকারের মাধ্যমে। এর পর স্পেনে কাফিরকর্তৃক মুসলমানদের জাতিগত নিধন ও পাশবিক নির্যাতনের ফলে, যা ছিল দৃশ্যমান।
কিন্তু বর্তমানে মুসলিমরা পশ্চিমা জীবনাদর্শ, দর্শন, সামাজিকতা ও কুফুরি গণতন্ত্র মতবাদ গ্রহণ ও লালনের মাধ্যমে ব্যাপকভাবে দ্বীন থেকে বিচ্যুতি হচ্ছে যা মুসলিম সমাজ ও হৃদয়ে কোন আলোড়ন সৃষ্টি করছে না, কারণ এ বিচ্যুতি হলো অদৃশ্যমান। যার ফলে দ্বীন থেকে বিচ্যুতি হয়েও তারা একজন প্রকৃত মসলমানের মতো মুসলিম সমাজের সার্বিক অধিকার, সুযোগ-সুবিধা ও সম্মান ভোগ করছে অবালিলভাবে এবং ইসলাম ছাড়া ভিন্ন জীবনব্যবস্থা, মতবাদ ও আদর্শ লালন করেও নিজেকে মুমিন-মুসলিম ভাবছে ও দুনিয়া ও আখিরাতে সফলতা আশা করছে। ফলে ইসলাম থেকে বিচ্যুতি, শুধু মুসলিম সমাজ নয় প্রতিটি ঘরে ঘরে ঘটছে যা অত্যন্ত জঘন্য ও পৃথিবীর ইতিহাসে ধ্বংসাত্ত্বক রিদ্দাহ্ তথা ভয়ানক ইসলাম থেকে বিচ্যুতি!
এ উদ্ভূত ধ্বংসাত্ত্বক, অত্যন্ত জঘন্য ও ভয়াবহ দ্বীন থেকে বিচ্যুতি মোকাবিলা করা এবং মুসলিম জাতিকে পূনরায় ইসলাম ফিরিয়ে আনার জন্য প্রয়োজন, দৃঢ় সংকল্প গ্রহণ, সঠিক পদ্ধতির দাওয়াহ্, যথা উপযুক্ত তরবিয়ত এবং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ময়দানে জয়লাভ।
এর জন্য প্রয়োজন এমন প্রজ্ঞাবান" দাঈ" যার মধ্যে থাকবে না কোন দুনিয়াবি মোহ, লোভ- লালসা, আমিত্ব, সংকীর্ণতা, পদ-মর্যাদার মোহ, গোত্রপ্রীতি ও অহংকার। যারা হবেন উম্মাহর কল্যাণকামী, সবর-সহনশীল, একনিষ্ঠ সত্যবাদী কর্মী, দ্বীন ও মুসলিম জাতির অতন্দ্র প্রহরী।
মুসলিম উম্মাহ সামনে পশ্চিমা জীবনাদর্শ, দর্শন, সামাজিকতা ও কুফুরি গণতন্ত্র মতবাদের মুখোশ উন্মোচন করে এ উম্মাহ্কে দিতে সঠিক সরল পথের সন্ধান। তবেই এ উম্মাহ্ ফিরে পাবে হারানো গৌরব ও পরকালে মুক্তি।
এ ধরা হবে এক পূণ্যময় কানন।।
সার সংক্ষেপ:
ফিরে আসার আহ্বান- সাইয়েদ আবুল হাসান আলী নদভি
কিন্তু বর্তমানে মুসলিমরা পশ্চিমা জীবনাদর্শ, দর্শন, সামাজিকতা ও কুফুরি গণতন্ত্র মতবাদ গ্রহণ ও লালনের মাধ্যমে ব্যাপকভাবে দ্বীন থেকে বিচ্যুতি হচ্ছে যা মুসলিম সমাজ ও হৃদয়ে কোন আলোড়ন সৃষ্টি করছে না, কারণ এ বিচ্যুতি হলো অদৃশ্যমান। যার ফলে দ্বীন থেকে বিচ্যুতি হয়েও তারা একজন প্রকৃত মসলমানের মতো মুসলিম সমাজের সার্বিক অধিকার, সুযোগ-সুবিধা ও সম্মান ভোগ করছে অবালিলভাবে এবং ইসলাম ছাড়া ভিন্ন জীবনব্যবস্থা, মতবাদ ও আদর্শ লালন করেও নিজেকে মুমিন-মুসলিম ভাবছে ও দুনিয়া ও আখিরাতে সফলতা আশা করছে। ফলে ইসলাম থেকে বিচ্যুতি, শুধু মুসলিম সমাজ নয় প্রতিটি ঘরে ঘরে ঘটছে যা অত্যন্ত জঘন্য ও পৃথিবীর ইতিহাসে ধ্বংসাত্ত্বক রিদ্দাহ্ তথা ভয়ানক ইসলাম থেকে বিচ্যুতি!
এ উদ্ভূত ধ্বংসাত্ত্বক, অত্যন্ত জঘন্য ও ভয়াবহ দ্বীন থেকে বিচ্যুতি মোকাবিলা করা এবং মুসলিম জাতিকে পূনরায় ইসলাম ফিরিয়ে আনার জন্য প্রয়োজন, দৃঢ় সংকল্প গ্রহণ, সঠিক পদ্ধতির দাওয়াহ্, যথা উপযুক্ত তরবিয়ত এবং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ময়দানে জয়লাভ।
এর জন্য প্রয়োজন এমন প্রজ্ঞাবান" দাঈ" যার মধ্যে থাকবে না কোন দুনিয়াবি মোহ, লোভ- লালসা, আমিত্ব, সংকীর্ণতা, পদ-মর্যাদার মোহ, গোত্রপ্রীতি ও অহংকার। যারা হবেন উম্মাহর কল্যাণকামী, সবর-সহনশীল, একনিষ্ঠ সত্যবাদী কর্মী, দ্বীন ও মুসলিম জাতির অতন্দ্র প্রহরী।
মুসলিম উম্মাহ সামনে পশ্চিমা জীবনাদর্শ, দর্শন, সামাজিকতা ও কুফুরি গণতন্ত্র মতবাদের মুখোশ উন্মোচন করে এ উম্মাহ্কে দিতে সঠিক সরল পথের সন্ধান। তবেই এ উম্মাহ্ ফিরে পাবে হারানো গৌরব ও পরকালে মুক্তি।
এ ধরা হবে এক পূণ্যময় কানন।।
সার সংক্ষেপ:
ফিরে আসার আহ্বান- সাইয়েদ আবুল হাসান আলী নদভি