Announcement

Collapse
No announcement yet.

ইন্টারনেট একটি আফিম!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ইন্টারনেট একটি আফিম!


    ইন্টারনেট একটি অফিম! অতিমাত্রায় ইন্টারনেট আসক্তি মানুষের মস্তিষ্কে মাত্রাতিরিক্ত ডোপামিন নিঃসরণ করেন।ডোপামিন এমন এক প্রকার হরমোন যা মানুষের ভালোলাগার অনুভূতি সৃষ্টি করে। মানুষ সারাদিন একের পর এক ভিডিও স্ক্রলিং করতেই থাকে। নিত্য নতুন ভিডিও তার সামনে আসতে থাকে। ভিডিওগুলো এমনভাবে তৈরি করা যা ভিউয়ারসদের মধ্যে মূহুর্তের মধ্যে আনন্দ হাসি কান্না সহ নানারকম অনূভুতি তৈরি করে ফেলে। প্রতিনিয়ত এসব দেখার মাধ্যমে আপনার অজান্তেই আপনার ব্রেন উচ্চ মাত্রায় ডোপামিন নিঃসরণ করে ফেলে। অতিমাত্রায় ডোপামিন নিঃসরণের ফলে আপনি হয়ে পড়েন অনূভুতি শূন্য। অর্থাৎ আপনার মধ্যে তখন আর সেই ভালোলাগার অনূভুতি কাজ করে না। আপনি আপনার পরিবারের সাথে কাটানো ছোট ছোট মূহুর্তগুলোতে তখন আর আনন্দ খুঁজে পান না। আপনার ভিতরে তখন এক প্রকার বিষণ্ণতা এসে ভর করে। আপনাকে দেখে মনে হবে আপনি ভীষণ ক্লান্ত হতাশাগ্রস্থ। কোন এক মোহে আপনি জাদুগ্রস্থ।তখন সামান্য বিষয় নিয়ে আপনি হুট করে পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সাথে রাগান্বিত হয়ে পড়েন। আপনি অনুভূতি শুন্য হয়ে পড়েন, তখন আর আপনার মধ্যে আর কোন কিছু ভাল লাগে না। পড়াশোনা, চাকরি, নামাজ, কুরআন তেলাওয়াত দীনি আলোচনা কোনকিছু আর আপনার ভাল লাগে না। আবার একটু আনন্দ ও মুক্তির আশায় ইন্টারনেটে ঢু মারতে ঢুকে পড়েন৷ এভাবে ইন্টারনেট এর নেশা আপনার মাধ্যে বাড়তে থাকে। আপনি একটা লুপে আটকে পড়েন।কোনভাবে চেষ্টা করে আর সেই লুপ থেকে বের হতে পারেন না। যতই দিন গড়াতে থাকে আপনার মধ্যে অনুভূতিশুন্যতা আরো বাড়তে থাকে। আপনি সেই শুন্যতা পূরণ করতে আরো নিত্যনতুন রকমারি গোনাহের জগতে জড়িয়ে পরেন।যেমন, কেও আগে আইটেম সং এ আসক্ত ছিলো পরবর্তীতে হয়ত আরেকটু পা খসার কারণে পর্নোগ্রাফি বা অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়েছে। যত অশ্লীলতার নেশা পান করুন আপনি তখন আর আপনার মধ্যে সেই তৃষ্ণা পূরণ হয় না। আপনার সেই অনুভূতি শূন্য দেহটার মধ্যে তখন পুশ করে দেওয়া হয় পশ্চিমার অশ্লীলতা। যতদিনে আপনার হুশ ফিরে আসে ততদিনে আপনার যা ক্ষতি হবার তা হয়ে যায়। একটু গভীর চিন্তা করলেই আমরা বুঝতে পারবো হয়তো, দাজ্জালের মত এক চক্ষু কানাবিশিষ্ট কোকড়া চুল ওয়ালাকে এত এত মানুষ কেন অনুসরণ করবে? জি ভাই সেই কাজ টা এখনি শুরু হয়ে গেছে। প্রথমে মানুষকে অনুভূতি শূন্য করা হচ্ছে পর্নোগ্রাফি, মাদক ও ইন্টারনেটের অশ্লীল বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে।এভাবে ধীরে ধীরে মানুষের মধ্যে পুশ করা হচ্ছে নানা রকম অপসংস্কৃতি।মানসিক বিকৃতি সম্পন্ন হয়ে নিজেকে মানুষ আধুনিক ও সভ্য মনে করছে। বর্তমান জাহিলিয়াত ইসালাম পূর্ব জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এভাবে দাজ্জালের অনুসারী হয়ে যাচ্ছে একটি প্রজন্ম। ইন্টারনেট নাকি অফিম কোনটি গ্রহণ করছেন আপনি?

    আল্লাহ তায়ালা বলেন,

    قُل لِلمُؤمِنينَ يَغُضّوا مِن أَبصارِهِم وَيَحفَظوا فُروجَهُم ذلِكَ أَزكى لَهُم إِنَّ اللَّهَ خَبيرٌ بِما يَصنَعونَ

    মুমিনদের বলে দিন, তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্রতা। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।[২৪:৩০] আন নূর।
    রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৃষ্টি ইবলিসের তীরসমূহের মধ্যে একটি বিষাক্ত তীর। (মুসনাদুশ শিহাব,২৯২)
    আল্লাহ তায়ালা আমাদেরকে সমস্ত ফিতনা থেকে হিফাজত করুন (আমিন)।
Working...
X