শরীক বিন আব্দুল্লাহ খলীফা মাহদীর আমলে বিচারপতি ছিলেন। একবার সে মাহদীর কাছে আসলে মাহদী তাকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করলো। বিচারপতি আরজ করলেন:
“হে আমীরুল মু’মিনীন! কী কারণে?”
মাহদী জবাবে বলল:
“আমি স্বপ্নে দেখেছি যে, তুমি আমার বিছানা পা দিয়ে মাড়াচ্ছো এবং আমার থেকে মুখ ফিরিয়ে আছো। আমি এই স্বপ্ন এক ব্যাখ্যাকারের কাছে পেশ করলে সে এই ব্যাখ্যা দিয়েছে যে, বিচারপতি শরীক বাহ্যিকভাবে তো আপনার আনুগত্য করে কিন্তু ভিতরে ভিতরে সে আপনার অবাধ্য।”
জবাবে বিচারপতি শরীক বলল:
“আল্লাহর শপথ, হে আমীরুল মু’মিনীন! না আপনার স্বপ্ন ইবরাহীম আলাইহিস সালাম-এর স্বপ্নের মতো হতে পারে, আর না স্বপ্নের এই ব্যাখ্যাকার ইউসুফ আলাইহিস সালাম-এর মতো হতে পারে।
আপনি কি তাহলে মিথ্যা স্বপ্নের উপর ভিত্তি করে মুসলমানদের গর্দান কর্তন করতে চাচ্ছেন?!”
মাহদী এটা শুনে অনুতপ্ত হলেন এবং কতল করার ইচ্ছা পরিত্যাগ করলেন।
সূত্র: আল-ই‘তিসাম, খণ্ড-১, পৃষ্ঠা-৩৫৩
********
নোট: কোন কোন ঘটনা সময়ের সাথে প্রাসঙ্গিক হয়ে উঠে। চলমান কোন এক প্রেক্ষাপটে এটিও আমার কাছে তেমন মনে হয়েছে।
নোট: কোন কোন ঘটনা সময়ের সাথে প্রাসঙ্গিক হয়ে উঠে। চলমান কোন এক প্রেক্ষাপটে এটিও আমার কাছে তেমন মনে হয়েছে।
Comment