ইসলামের নামে জঙ্গিবাদঃ পর্যালোচনা ৫
শায়খ (আল্লাহ্* তা'আলা উনাকে মাফ করুন) উল্লেখ করেছেন,
সুবহান’আল্লাহ! একজন মুসলমান আলেম কীভাবে মুসলিমদের দুশমন পশ্চিমাদের সংজ্ঞার মাধ্যমে মুসলমানদের সন্ত্রাসী প্রমাণ করার চেষ্টা করতে পারে তা আমার বোধগম্য নয়।
“গেরিলা যুদ্ধ দুর্বলের অস্ত্র এবং সন্ত্রাস দুর্বলতমের অস্ত্র”
কেননা, মার্কিনীরা ৭০’র দশকে রুশ ও চীনাপন্থী কমিউনিস্ট গেরিলাদের দ্বারা বেশ নাস্তানাবুদ হয়। এছাড়াও ৮০’র দশকে আফগান-রাশিয়া যুদ্ধেও মুসলিমরা গেরিলা যুদ্ধে সফল হওয়ার মাধ্যমে বিশ্বরাজনীতিতে নিজেদের উপস্থিতির জানান দেয়।
এছাড়াও, ৯০ দশকের শুরু থেকে এখন পর্যন্ত আমেরিকা বিশ্বের বহুপ্রান্তে গেরিলাদের দ্বারা নাকানি-চুবানি খেয়ে চলেছে।
পাঠকদের কাছে জিজ্ঞাসা, রিফ অঞ্চলের মহান মুজাহিদ যিনি খিলাফাহ পতনের পর দখলদার স্পেনের বিরুদ্ধে জয়লাভ করেন সেই আব্দুল কারিম আল খাত্তাবি (রাহিমাহুল্লাহ)কে কি আপনি দুর্বল ভাবেন? যিনি মাও সে তুং, চে গুয়েভারাদেরও আদর্শ!
আসাদুস সাহারা কিংবা মরুসিংহ হিসেবে ইসলামের ইতিহাসে জায়গা করে নেয়া শায়খ উমার আল মুখতার রাহিমাহুল্লাহ যিনি গেরিলা পদ্ধতিতে দখলদার ইতালির বিরুদ্ধে ২০ বছর যুদ্ধ করেছেন – তাকেও কি দুর্বল বলা হবে?
ইজ্জ-আদ-দিন আল কাসসাম, মারওয়ান হাদিদ রাহিমাহুমুল্লাহ দের মত বীর মুজাহিদ নেতারাও কি দুর্বল হিসেবে আখ্যায়িত হবেন?
শায়খের পশ্চিমা সংজ্ঞার ফিল্টারে তো উনাদের চেয়ে দুর্বল আর কাউকেই পাওয়া যাবে না। কেননা উনারাই সকল গেরিলাদের পথিকৃৎ।
আচ্ছা! ১৯৭১ সালের বাংলাদেশী যোদ্ধারাও কি দুর্বল ? তারাও তো গেরিলা যোদ্ধাই ছিল !!!
হায়! শীতল ঘরকুনো ব্যক্তি যখন উম্মতের শ্রেষ্ঠ সন্তানের দুর্বল হিসেবে আখ্যায়তি করে তখন কি ই বা আর বলার থাকে ! আল্লাহ্* তা’আলার কাছে আশ্রয় চাই।
Comment