কারফিউ ভঙ্গ করে নিহত ছাত্রের শেষকৃত্যে যোগ দিয়েছে বিক্ষুব্ধ হাজারো মানুষ। তাদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে বলে জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়েছে, কারফিউ অমান্য করে নিহত স্কুলছাত্র নাসির শাফির জানাজায় দলে দলে যোগ দিতে যায় মানুষ। এরপরই পুলিশ শোকার্তদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে।
দুমাসেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় ৮০জনের বেশি মানুষ মারা গেছে।
বিক্ষোভ দমনে সরকার বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা বললেও নিরাপত্তা বাহিনী এখনও পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে যাচ্ছে।
শুক্রবার শ্রীনগরে নাসির শাফির মৃতদেহ পাওয়া যায়। এরপর কাশ্মীর জুড়ে জারি করা হয় কারফিউ।
কারফিউ এখনও বহাল রয়েছে। কর্তৃপক্ষ লোকজনের চলাফেরার ওপর কড়াকড়ি করছে এবং ইন্টারনেটের ব্যবহারও সাময়িকভাবে স্থগিত রেখেছে। [এইসব কুফফাররা মুসলিম উম্মাহ উপর অনেক নির্যাতন চালাচ্ছে;মুসলিম উম্মাহ কে বাঁচানো আমাদের দায়িত্ত।][হে আল্লাহ আমদারকে কুফফার দের উপর লড়াই করার তাওফিক দান করুন 'আমিন'।
খবরে বলা হয়েছে, কারফিউ অমান্য করে নিহত স্কুলছাত্র নাসির শাফির জানাজায় দলে দলে যোগ দিতে যায় মানুষ। এরপরই পুলিশ শোকার্তদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে।
দুমাসেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় ৮০জনের বেশি মানুষ মারা গেছে।
বিক্ষোভ দমনে সরকার বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা বললেও নিরাপত্তা বাহিনী এখনও পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে যাচ্ছে।
শুক্রবার শ্রীনগরে নাসির শাফির মৃতদেহ পাওয়া যায়। এরপর কাশ্মীর জুড়ে জারি করা হয় কারফিউ।
কারফিউ এখনও বহাল রয়েছে। কর্তৃপক্ষ লোকজনের চলাফেরার ওপর কড়াকড়ি করছে এবং ইন্টারনেটের ব্যবহারও সাময়িকভাবে স্থগিত রেখেছে। [এইসব কুফফাররা মুসলিম উম্মাহ উপর অনেক নির্যাতন চালাচ্ছে;মুসলিম উম্মাহ কে বাঁচানো আমাদের দায়িত্ত।][হে আল্লাহ আমদারকে কুফফার দের উপর লড়াই করার তাওফিক দান করুন 'আমিন'।
Comment