কল্পনার ডানা- “কওমী মাদরাসা ২০৫০ সাল মে…”
।।। মাওলানা লাবীব আব্দুল্লাহ ।।।
কওমী মাদরাসা বদলে যাচ্ছে৷ বদলে যাবে আগামী দিনে আরও৷ এক সময় কওমী মাদরাসার ফরমে লেখা থাকতো একমাত্র আল্লাহকে রাজি খুশী করার জন্য দীনী ইলম হাসিল করবো৷ ফরমে এ জাতীয় কোনো বাক্য আর নেই৷ কওমী মাদরাসার সনদের সরকারি স্বীকৃতি হয়েছে৷ যারা স্বীকৃতি নিয়ে ইতিহাসের বরপুত্র হতে চেয়ে ছিলেন তাঁরা কেউ কেউ দুনিয়াতে নেই৷ বার্ধক্য শেষে মরে গেছেন৷ মরার সময় একটু আফসুসও করছেন নিজের ইজতেহাদি খাতার জন্য৷ তালেবে ইলমরা ব্যাপকহারে কলেজ ভার্সিটিতে ভর্তি হচ্ছে৷ আগের সেই সুন্নতি পোষাক আর নেই৷ নেই টুপিও৷ সহ শিক্ষায় টুপি বেমানান৷ একুটু প্রেম ইশকও করতে হয় কলেজে৷ এটি টুপিসহ করলে প্রবলেম৷ মহিলা মাদরাসার তালেবাতরাও কাফিয়া সমামান এস এস সি পরীক্ষা দিয়ে ভর্তি হচ্ছে সারারণ শিক্ষার কলেজে৷ হাতমোজা ও পা মোজাসহ এবং নেকাব হিজাবসহ কলেজে ক্লাস করতে সমস্যা৷ নতুন ফাতওয়ায় মুখ খুলে রাখা সমস্যা নয় শিক্ষার প্রয়োজনে৷ শালীনতা থাকলে আর কোনো বোরকার কালো কাপড় প্রয়োজন নেই৷ কওমীর তালেবে ও কওমীর তালেবাতের সাথে ইসলামিক স্টাডিজের শ্রেণি কক্ষে যৌথ ক্লাসের সুযোগ৷ ডিলকাস৷ হায় হায় আগে আমরা অন্ধকারে ছিলাম এতো খোলামেলা পরিবেশ এবং কথা বলার অবারিত সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের মরহুম আকাবিরের প্রতি৷ তাঁরা আমাদের কত্ত সুযোগ করে দিঁযে গেছেন৷ শুকরিয়া শুকরিয়া৷ আলফ মাররাহ শুকরিয়া৷
কওমী মাদরাসায় প্রাথমিক, অষ্টম শ্রেণি, এস এস সি, এইচ এস সি ডিগ্রি পাস, অনার্স ও মাস্টার্সের সমমান সকল পরীক্ষা কেন্দ্রীয়ভাবে হয়৷ বোর্ডে সব সরকারি নিয়োগ৷ আমাদের হুজুরানে কেরামের সাথে কিছু কিছু হুজুরাইনও আছেন মাদরাসা পরিদর্শনে এবং ইমতিহানের হলে৷ এক হৱজুরাইন মেজিস্টেট হয়েছেন কওমী সনদে৷ তিনি পরীক্ষার হল পরিদর্শণে এসেছেন৷ তিনি যেহেতু মেজিস্টেট চাই হুজুরাইন বলা নিষেধ৷ বলতে হবে স্যার স্যার৷ হুজুর শব্দটি সেকেলে৷ এখন থেকে স্যার বলতে হয়৷ ইমামগনও সনদধারী৷ ইমামাগনের বেতন ভাতা সরকারি৷ ইমাম সাহেব বলে দিয়েছেন হুজুর হুজুর চলবে না৷ বলতে হবে ইমাম স্যার৷
কওমী সনদ হাসিলের জন্য কওমী কোচিং সেন্টার তৈয়ার হয়েছে৷ মাকতাবাতুল… রা গাইড সাজেশন বাজারে এনেছে৷ তালেবে ইলমরা আন্দোলনে প্রশ্ন করতে হবে বাংলায়৷ আরবীতে প্রশ্ন চলবে না এটি সেকেলে৷ হায় অতীত প্রশ্ন আবার আরবীতে! মায়ের ভাষার গুরুত্ব নেই৷ প্রশ্নও ফাঁস হয় ইংরেজি গণিত ও নাহু সরফের৷ এগুলো কঠিন৷ পরীক্ষায় গ্রেডিং সিস্টেম৷ মমতাজ জিজ্জান বিদায়৷ জাতি মমতাজ বোঝে না৷ কওমীর তালেবে ইলমরা পায় এ প্লাস৷
আগের মতো মাদরসার মুহতামিমের কদর নেই৷ হুজুররা স্বাধীন৷ সরকারি কিছু অনুদান ভাতাও পায় হুজুরগন৷ আগের মতো আর ধান ও চামড়া কালেকশন করতে হয় না৷ তালেবে ইলমরা বেতন দিয়ে পড়ে৷ জনগনও সিদ্ধান্ত নিয়েছে সনদের স্বীকৃতি দিয়েছে সরকার৷ বেতনও দেবে সরকার৷ আমরা কেন দেবো চাঁদা কওমী মাদরাসায়৷ যাকাত ফেতরা সব বন্ধ৷ বোর্ডিং এর সেই ফ্রি ডাল ভাতও নেই মাদরাসায়৷
।।। মাওলানা লাবীব আব্দুল্লাহ ।।।
কওমী মাদরাসা বদলে যাচ্ছে৷ বদলে যাবে আগামী দিনে আরও৷ এক সময় কওমী মাদরাসার ফরমে লেখা থাকতো একমাত্র আল্লাহকে রাজি খুশী করার জন্য দীনী ইলম হাসিল করবো৷ ফরমে এ জাতীয় কোনো বাক্য আর নেই৷ কওমী মাদরাসার সনদের সরকারি স্বীকৃতি হয়েছে৷ যারা স্বীকৃতি নিয়ে ইতিহাসের বরপুত্র হতে চেয়ে ছিলেন তাঁরা কেউ কেউ দুনিয়াতে নেই৷ বার্ধক্য শেষে মরে গেছেন৷ মরার সময় একটু আফসুসও করছেন নিজের ইজতেহাদি খাতার জন্য৷ তালেবে ইলমরা ব্যাপকহারে কলেজ ভার্সিটিতে ভর্তি হচ্ছে৷ আগের সেই সুন্নতি পোষাক আর নেই৷ নেই টুপিও৷ সহ শিক্ষায় টুপি বেমানান৷ একুটু প্রেম ইশকও করতে হয় কলেজে৷ এটি টুপিসহ করলে প্রবলেম৷ মহিলা মাদরাসার তালেবাতরাও কাফিয়া সমামান এস এস সি পরীক্ষা দিয়ে ভর্তি হচ্ছে সারারণ শিক্ষার কলেজে৷ হাতমোজা ও পা মোজাসহ এবং নেকাব হিজাবসহ কলেজে ক্লাস করতে সমস্যা৷ নতুন ফাতওয়ায় মুখ খুলে রাখা সমস্যা নয় শিক্ষার প্রয়োজনে৷ শালীনতা থাকলে আর কোনো বোরকার কালো কাপড় প্রয়োজন নেই৷ কওমীর তালেবে ও কওমীর তালেবাতের সাথে ইসলামিক স্টাডিজের শ্রেণি কক্ষে যৌথ ক্লাসের সুযোগ৷ ডিলকাস৷ হায় হায় আগে আমরা অন্ধকারে ছিলাম এতো খোলামেলা পরিবেশ এবং কথা বলার অবারিত সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের মরহুম আকাবিরের প্রতি৷ তাঁরা আমাদের কত্ত সুযোগ করে দিঁযে গেছেন৷ শুকরিয়া শুকরিয়া৷ আলফ মাররাহ শুকরিয়া৷
কওমী মাদরাসায় প্রাথমিক, অষ্টম শ্রেণি, এস এস সি, এইচ এস সি ডিগ্রি পাস, অনার্স ও মাস্টার্সের সমমান সকল পরীক্ষা কেন্দ্রীয়ভাবে হয়৷ বোর্ডে সব সরকারি নিয়োগ৷ আমাদের হুজুরানে কেরামের সাথে কিছু কিছু হুজুরাইনও আছেন মাদরাসা পরিদর্শনে এবং ইমতিহানের হলে৷ এক হৱজুরাইন মেজিস্টেট হয়েছেন কওমী সনদে৷ তিনি পরীক্ষার হল পরিদর্শণে এসেছেন৷ তিনি যেহেতু মেজিস্টেট চাই হুজুরাইন বলা নিষেধ৷ বলতে হবে স্যার স্যার৷ হুজুর শব্দটি সেকেলে৷ এখন থেকে স্যার বলতে হয়৷ ইমামগনও সনদধারী৷ ইমামাগনের বেতন ভাতা সরকারি৷ ইমাম সাহেব বলে দিয়েছেন হুজুর হুজুর চলবে না৷ বলতে হবে ইমাম স্যার৷
কওমী সনদ হাসিলের জন্য কওমী কোচিং সেন্টার তৈয়ার হয়েছে৷ মাকতাবাতুল… রা গাইড সাজেশন বাজারে এনেছে৷ তালেবে ইলমরা আন্দোলনে প্রশ্ন করতে হবে বাংলায়৷ আরবীতে প্রশ্ন চলবে না এটি সেকেলে৷ হায় অতীত প্রশ্ন আবার আরবীতে! মায়ের ভাষার গুরুত্ব নেই৷ প্রশ্নও ফাঁস হয় ইংরেজি গণিত ও নাহু সরফের৷ এগুলো কঠিন৷ পরীক্ষায় গ্রেডিং সিস্টেম৷ মমতাজ জিজ্জান বিদায়৷ জাতি মমতাজ বোঝে না৷ কওমীর তালেবে ইলমরা পায় এ প্লাস৷
আগের মতো মাদরসার মুহতামিমের কদর নেই৷ হুজুররা স্বাধীন৷ সরকারি কিছু অনুদান ভাতাও পায় হুজুরগন৷ আগের মতো আর ধান ও চামড়া কালেকশন করতে হয় না৷ তালেবে ইলমরা বেতন দিয়ে পড়ে৷ জনগনও সিদ্ধান্ত নিয়েছে সনদের স্বীকৃতি দিয়েছে সরকার৷ বেতনও দেবে সরকার৷ আমরা কেন দেবো চাঁদা কওমী মাদরাসায়৷ যাকাত ফেতরা সব বন্ধ৷ বোর্ডিং এর সেই ফ্রি ডাল ভাতও নেই মাদরাসায়৷
Comment