মোস্তফা কামাল পাশার নেতৃত্বে তুর্কি পার্লামেন্টের যে অধিবেশনে, আরবীতে আযান দেয়া নিষিদ্ধ করা হয়েছিলো। তখন পার্লামেন্টের ভেতরেই ঘটেছিলো ঘটনাটি।
এখনো সমস্ত প্রস্তাব পেশ করা শেষ হয়নি,এরই মধ্যে পার্লামেন্টের এক প্রান্তে এক অভিজাত ও সম্ভ্রান্ত সদস্য দাঁড়িয়ে জলদগম্ভীর কন্ঠে আযান দেওয়া শুরু করলেন।
সমগ্র পার্লামেন্ট হাউস তখন বিস্ময়ে স্তব্ধ!বিস্ময়ের ঘোর অবশ্য কাটিয়ে উঠতে বেশী সময় লাগলো না।কয়েকটি রাইফেল উঠলো তার বুক লক্ষ্য করে। আশহাদু আল্লা ইলাহা...শেষ হওয়ার আগেই তার বুক ঝাঁঝরা হয়ে গেলো। তিনি শাহাদাত বরণ করে মেঝেতে লুটিয়ে পড়লেন।
তারপরও !আযান কিন্তু থামলো না,আরেক প্রান্ত থেকে আল্লাহর আরেক বান্দা অসমাপ্ত আযান সমাপ্ত করলেন,আযানের শেষ বাক্যটি উচ্চারিত হলো,লা-ইলাহা ইল্লাল্লাহ,আর তারও বুক ঝাঁঝরা হয়ে গেলো,তিনিও জামে শাহাদাত পান করে লুটিয়ে পড়লেন!...
(তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে-আবু তাহের মিছবাহ)
এখনো সমস্ত প্রস্তাব পেশ করা শেষ হয়নি,এরই মধ্যে পার্লামেন্টের এক প্রান্তে এক অভিজাত ও সম্ভ্রান্ত সদস্য দাঁড়িয়ে জলদগম্ভীর কন্ঠে আযান দেওয়া শুরু করলেন।
সমগ্র পার্লামেন্ট হাউস তখন বিস্ময়ে স্তব্ধ!বিস্ময়ের ঘোর অবশ্য কাটিয়ে উঠতে বেশী সময় লাগলো না।কয়েকটি রাইফেল উঠলো তার বুক লক্ষ্য করে। আশহাদু আল্লা ইলাহা...শেষ হওয়ার আগেই তার বুক ঝাঁঝরা হয়ে গেলো। তিনি শাহাদাত বরণ করে মেঝেতে লুটিয়ে পড়লেন।
তারপরও !আযান কিন্তু থামলো না,আরেক প্রান্ত থেকে আল্লাহর আরেক বান্দা অসমাপ্ত আযান সমাপ্ত করলেন,আযানের শেষ বাক্যটি উচ্চারিত হলো,লা-ইলাহা ইল্লাল্লাহ,আর তারও বুক ঝাঁঝরা হয়ে গেলো,তিনিও জামে শাহাদাত পান করে লুটিয়ে পড়লেন!...
(তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে-আবু তাহের মিছবাহ)
Comment