একপরিবারে বেশ কয়েকটা ভাই মিলে একটা বড় গাছের বিভিন্ন ডালে বসে দুপুরের মৃদুমন্দ বাতাসে ঝিমুচ্ছে, মাঝে মাঝে জেগে উঠে একে অপরের গায়ে মুকুল ছুড়ে মারছে, ছোটখাট খুনসুটি করছে, আবার মাঝে মাঝে কে কত বড় ডালে বসে আছে তা নিয়ে বেশ বড়সড় ঝগড়াও করছে। একদল সেই গাছটার গোড়ায় কুঠার চালাচ্ছে। ভাইদের নিজেদের মধ্যে চেচামেচির কারণে তারা কুঠারাঘাতের আওয়াজ শুনতে পাচ্ছেনা। তো গোড়া কাটা লোকজন, তাদের ব্যস্ত দেখে ভাবল তারা যেই ডালে বসে আছে, সেগুলোই কেটে দিলে ঝামেলা চুকে যায়। যেই যার যার ডালে নাড়া পড়ল ওমনি ভাইগুলো চেচামেচি আরম্ভ করল। লোকগুলো বলল, আচ্ছা আচ্ছা, ডাল কাটবনা, নাও চকলেট খাও। ভাইগুলো আবার খুশী। এরা আবার কে কত বড় চকলেট পেল, তা নিয়ে ঝগড়া করতে আরম্ভ করল। লোকগুলো আবার নিরবে গাছের গোড়া কাটায় মনযোগ দিল।
Announcement
Collapse
No announcement yet.
গল্প শুধু গল্প নয়
Collapse
X
Comment