بسم الله الرحمن الرحيم
মুভ ফাউন্ডেশন কি ও কেন।
সালাম বাদ আরজ, মুভ ফাউন্ডেশন কি ও কেন।
প্রিয় ভাইয়েরা আশাকরি সকলে নিরাপত্তারর সাথে সুস্থ রয়েছেন। ইতিপূর্বে আলোচনা করা হয়েছিলো "কোয়ান্টাম মেথড" নিয়ে। এই পর্বে ইনশাআল্লাহ আলোচনা হবে "মুভ ফাউন্ডেশন" নিয়ে।
বিস্তারিত আলোচনার পূর্বে সংক্ষিপ্ত ধারনা নিয়ে নেই।
( মুভ ফাউন্ডেশন হচ্ছে জার্মান দুতাবাসের অর্থায়নকৃত একটি এনজিও সংস্থা । যাদের মূল টার্গেট হচ্ছে দু'টি।
১. কওমি মাদরাসার ছাত্র-ছাত্রীদের আধুনিক করেতোলা।
২. কওমি মাদরসার শিক্ষা সিলেবাস কে পরিবর্তন করা। ( এই দু'টি উদ্দেশ্য তাদের ওয়েব সাইটে রয়েছে।)
বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইটে দেখুন -
ইতিমধ্যে তারা তাদের এই উদ্যোগ বাস্তবায়ন করার লক্ষে ১২৪ জনকে নিয়ে পথচলতে শুরু করেছে। যাদের মদ্যে ৬৩ জন আমাদের কওমি উস্তাদ-তলাবা আর ৬১ জন হলো বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা। এবং তাদের জঙ্গি বিরুধী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বা সনদ ও প্রদান করা হয়েছে।
এখন আমাদের কওমি তলাবা রা আধুনিক ইলম চর্চায় ব্যস্ত। এই হলো মুভ ফাউন্ডেশন। )
এখন বিস্তারিত।
Move Foundation' হচ্ছে জার্মান খ্রিষ্টান মিশনারি পরিচালিত তরুণদের নিয়ে চালিত বিশ্বব্যাপী একটি সামাজিক সংস্থা। যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন উদ্দেশ্যকে কেন্দ্রকরে গড়ে উঠেছে এই সামাজিক সংস্থা।
২০১৩ সালে ঢাকায় এই ফাউন্ডেশন প্রথম গড়ে উঠে। তবে বাংলাদেশে এর জন্ম এক ভয়ানক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে।
নতুন ভাবে গড়ে উঠা এই সামাজিক সংগঠন তাদের মূল লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছাতে থাকে। ঢাকার কিছু নামীদামী কওমী মাদরসা এবং বিভিন্ন ইউনিভারসিটির ছাত্র-ছাত্রী দেরকে সংগ্রহ করে নেয় তারা। এভাবেই শুরু হলো তাদের পথচলা। যদিও প্রাথমিক পর্যায়ে বিষয়টি ব্যক্তিগত ভাবে চলতো। কিন্তু ২০১৫ সালে তাদের কার্যক্রম অনানুষ্ঠানিকতায় রূপ নেয়।
অতপর কিছু কাল পারহওয়ার পর যখন সকল সদস্য তাদের অধিনে চলে আসে তখন তরুণ-তরুণীদের নিয়ে জঙ্গিবিরোধী প্রশিক্ষণ দেয় তারা। দু'মাস ব্যাপী চলে এই প্রশিক্ষণ কোর্স।
এই প্রশিক্ষণ কোর্সে কওমী মাদ্রাসার ছেলেরা মেয়েদের পাশাপাশি বসে বেপর্দা ও গতানুগতিক ধর্মীয় অনুশাসন এর উর্ধ্বে উঠে কোর্স সমাপ্ত করে।
বিস্তারিত তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন -
লিকং:- goo.gl/eEMVgA
অতঃপর যখন সকলে জঙ্গি বিরোধী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে,তখন আনুষ্ঠানিকভাবে কওমী ছাত্রদের হাতে জঙ্গী বিরোধী ও সামাজিকভাবে আধুনিকায়নের উপর বিশেষত্ব লাভের জন্য "সার্টিফিকেট " তুলে দেওয়া হয়।
এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ জার্মানদূত এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হানিফ সাহেব। আর কওমীদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন আল্লামা(!?) মুফতি ফয়জুল্লাহ।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন -
লিকং :- goo.gl/IMHUcX
এবং অনুষ্ঠানটি ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটে অনুষ্ঠিত হয়।
এখানেই তাদের কার্যক্রম শেষ হয়নি। বরং তাদের কাজ আরো গতিময় হয়েছে। তারা শুরু করে বিভিন্ন কওমী মাদ্রাসায় ভ্রমণ। সরলমনা ও অনবিজ্ঞ মুহতামিম সাহেবদের বুঝিয়ে শুনিয়ে মাদ্রাসা ছাত্রদের মুভ ফাউন্ডেশন এর কার্যক্রমের দিকে ধাবিত করে। এবং শিক্ষা সংস্কারের নামে অপপ্রচার ও বুলি শিখাতে থাকে।
মুভের ওয়েবসাইটে একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওতে দেখা যায়,ঢাকাস্থ একটি কওমী মাদ্রাসার পড়া শুনার চিত্র। অতঃপর একজন ছাত্রের জবানবন্দি নিয়েছে মুভের লোকেরা। সেই ছাত্র বলেছে:
" আমরা আসলে এখানে কেবল কোরান-হাদিস পড়ি। এর বাহিরে কিছু জানি না। আমরা কোরান-হাদিসের পাশাপাশি বিজ্ঞান,আইন,সাংবাদিকতা ইত্যাদি জানতে/পড়তে চাই"।
বিস্তারিত ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন -
*লিংক :- https://youtu.be/gEQbpj76yS
কওমী ছাত্রদের নিয়ে মুভ ফাউন্ডেশন এর প্রশিক্ষণ কোর্স এর ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন -
* *1. (https://youtu.be/pbu_0Y387Yk?)
2. (https://youtu.be/gEQbpj76ySI)
এছাড়া, তাদের ওয়েবসাইটের শতকরা ৯০% সংবাদ রয়েছে কওমি মাদ্রাসা নিয়ে। একটি সংবাদে দেখা যায়, তারা কওমী ছাত্রদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে ও সমাজের অভয়ারণ্য হিসেবে তুলে ধরে।
বিস্তারিত নিচের লিংকে ক্লিক করেন -
লিংক :- http://move-foundation.com/the-unsee...qawmi-madrasas
এবং আরেকজন জ্ঞানী ব্যক্তি তরুণ দের অনুভূতি নিয়ে আলোচনা করেন।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।
লিংক :- http://m.dailynayadiganta.com/?/detail/news/156489
বড় আফসোসের বিষয় হচ্ছে, আমাদের নামি বেনামি প্রায় সকল কওমি মাদরাসা গুলো এই পথের পথিক। তাদের মধ্যে শির্ষক পর্যায়ে রয়েছে কয়েকটি। তার মধ্যে লালবাগ মাদরাসার কথাটি-ই বেশি আলোচিত । যার কারন হচ্ছে, মুফতি ফয়জুল্লাহ'র মুভের অনুষ্ঠানে অংশগ্রহণ। এবং কিছুকাল পূর্বে লালবাগ মাদরাসা থেকে জিহাদি মন-মানসিকতা পোষন করে এমন অনেক কে ই বহিষ্কৃত করা হয়। এর আশে পাশে আরো এমন অনেক মাদরাসা রয়েছে, যখন ঐ সব মাদরাসা গুলোর কর্নধার দের কথা শুনি রীতিমত গা শিউরে উঠে।
উপসর্গ :
মুভ আমদাদের কে কি দিল এবং আমরা কি পেলাম মুভের পক্ষথেকে? আমরা যা পেলাম,
১. আমারা হচ্ছি দ্বীন-ইসলাম এর ধারক বাহিক। এখন এই ধারক বাহকদের দ্বারাই দ্বীন-ইসলাম এর মূলউৎপাটন করা হচ্ছে।
২. বিশ্বব্যাপী চলমান জিহাদকে সন্ত্রাসী কর্ম-কান্ডে রূপান্তরিত করতে পেরে নিজেদের কে ধন্য মনেকরছি।
৩. নিজেদের ধর্মীয় অনুশাসন ছিলো আমাদের দ্বারা সুরক্ষিত, এখন সেই সুরক্ষিত দেয়ালের মূলউৎপাটনের দায়ীত্ব আমাদের দ্বারাই আঞ্জাম দেওয়া হচ্ছে।
৪. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَىٰ أَوْلِيَاءَ ۘ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِين
অর্থ :
হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। ( সুরা মায়েদা। আয়াত ৫১) ।
এই আয়াতের সরাসরি বিরুদ্ধাচারণ করা।
৫. স্বর্বপরি নিজেদের ঈমানের ১২ টা বাজানো হয়েছে।
হে আল্লাহ আপনি আমাদের ঈমান-আমল হেফাজত করুন।
Comment