ঈমান ও কুফুরে মধ্যপন্থা নেই
আদম আঃ প্রথম সন্তানেরাই হাক্ব ও বাতিলের দন্দ্ব করেছে। তখন জালেম সৎ ব্যক্তিকে বলেছেঃ ( আমি তোমাকে হত্যা করব)।
তখন জমিনের বুকে কেবল মাত্র চারজন ছিল, সেই সাথে জমিনও প্রশস্ত ছিল। কিন্তু বাতিল তখন বলে নি যে, ( বের হয়ে যাও ) বরং বলেছে ( আমি তোমাকে হত্যা করব)। এর দ্বারা স্পষ্ট হয় যে, হাক্ব এবং বাতিল কখনো এক স্থানে অবস্থান করতে পারে না, যদিও তা পূরো পৃথিবীই হয় না কেন!!!
এটা সেই ব্যক্তিকে আশাহত করে যে তার ও জাহিলিয়্যাত, ঈমান এবং কুফুরীর মাঝে মধ্যপন্থা নামক সংযোগ খুজে পায়। অতএব এগুলোর মাঝে কোন ধরনের স্পর্শ পাওয়া যাবে না। হয়ত ইসলাম নয়ত জাহিলিয়্যাহ। হয়ত কুফুর নয়ত ঈমান।
- আবু মুস'আব আস-সূরী ফাক্কাল্লাহু আসরাহু
Comment