ফিতরাত তোমার
কুন ফা ইয়া কুন!রবের সে অমোঘ আদেশ,
অতঃপর নিষ্পাপ আত্নার আগমন ধরাধামে।
পাপ-পূণ্যের টানাপোড়েন আর অস্তিত্বের সংগ্রাম ছাপিয়ে
বিদগ্ধ ব্যাকুল প্রশ্নের বাণ - কে হে আমি?
চোখ বুজে দেখেছো কি বারংবার,
কখনো সিজদায়, কখনো বা ফাতিহার ধ্যানে?
পাওনি কি হাতছানি কোন অস্তিত্বের গহীনে হারাবার,
শেকড়ের সন্ধানে?
পারোনা কি শুনতে সে অন্তরালের ডাক? নৈঃশব্দের প্রগাঢ় হাতছানি?
ইয়া হাইয়ূ, ইয়া ক্বাইয়ূমের পূত ইচ্ছার ফসল তুমি,
দিগন্ত সীমানায় আবদ্ধ সামান্য স্বাধীনতার মাখলুক,
তোমার-
বোধের তীর ঘেঁষে বয়ে যায়নি কি উপলব্ধির দমকা বাতাস?
দেখনি কি বৃক্ষ, প্রাণ বা জড়দের সন্তর্পণ বিচরণ?
দ্রোহ তো দূরে থাক, ঝড় বা ঝঞ্ঝায়, রৌদ্র বা জলে তাদের বিনম্র আচরণ-
অভিমানহীন অভিযোগহীন নিরন্তর আজ্ঞা বহনে কৃতজ্ঞ যাপিত জীবন?
ওহে রুহ্, ওহে ক্বলব, ওহে সৃষ্ট আল্লাহর,
এখনো জাননা কি, কেবলই ফিতরাত তোমার, রবেরই সে অন্বষণ?
কুন ফা ইয়া কুন!রবের সে অমোঘ আদেশ,
অতঃপর নিষ্পাপ আত্নার আগমন ধরাধামে।
পাপ-পূণ্যের টানাপোড়েন আর অস্তিত্বের সংগ্রাম ছাপিয়ে
বিদগ্ধ ব্যাকুল প্রশ্নের বাণ - কে হে আমি?
চোখ বুজে দেখেছো কি বারংবার,
কখনো সিজদায়, কখনো বা ফাতিহার ধ্যানে?
পাওনি কি হাতছানি কোন অস্তিত্বের গহীনে হারাবার,
শেকড়ের সন্ধানে?
পারোনা কি শুনতে সে অন্তরালের ডাক? নৈঃশব্দের প্রগাঢ় হাতছানি?
ইয়া হাইয়ূ, ইয়া ক্বাইয়ূমের পূত ইচ্ছার ফসল তুমি,
দিগন্ত সীমানায় আবদ্ধ সামান্য স্বাধীনতার মাখলুক,
তোমার-
বোধের তীর ঘেঁষে বয়ে যায়নি কি উপলব্ধির দমকা বাতাস?
দেখনি কি বৃক্ষ, প্রাণ বা জড়দের সন্তর্পণ বিচরণ?
দ্রোহ তো দূরে থাক, ঝড় বা ঝঞ্ঝায়, রৌদ্র বা জলে তাদের বিনম্র আচরণ-
অভিমানহীন অভিযোগহীন নিরন্তর আজ্ঞা বহনে কৃতজ্ঞ যাপিত জীবন?
ওহে রুহ্, ওহে ক্বলব, ওহে সৃষ্ট আল্লাহর,
এখনো জাননা কি, কেবলই ফিতরাত তোমার, রবেরই সে অন্বষণ?
Comment