অবুঝ ভাইদের দৃষ্টিতে দ্বীন-ই-ইলাহী কি সময়ের শ্রেষ্ঠ আবিষ্কার?
তুরস্কের সম্মানিত প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ভালো দিকগুলোর আমি একজন নিরপেক্ষ গুণগ্রাহী।কিন্তু আমি আমার অনেক বন্ধুকে তাঁর কুফরের বিষয়টা বলতে গিয়ে নিজেই সঙ্কোচ বোধ করি কেবল সেই ভাল দিকগুলোর কারণে। সমকালীন বাস্তবতায় যখন তাঁর কুফর নির্ভর রাজনৈতিক আদর্শের জাগতিক উপকারিতা, ফলপ্রসূ প্রভাব, কার্যকারিতা ও সুদূর পরিকল্পিত সাফল্যের একেকটি দিগন্ত তাঁর ভক্তকূল আবার সামনে তুলে ধরে, তখন এই সব কিছুর চাইতে তাওহিদে এলাহীর সাময়িক অনুপযোগিতা (!), শত্রুর দিক থেকে আসা শক্ত প্রত্যাঘাত, বিশৃংখলা আর অরাজকতা—এগুলোই যে মূলত নববী পন্থার সঙ্গে অধিক সামঞ্জস্যশীল এবং যুগে যুগে নবীদের সঙ্গে সংঘটিত বাস্তবতা, সেকথা সাহস করে বলতে পারি না।
জাগতিক সুযোগ-সুবিধা আর সাফল্যই যদি সত্যের দলিল হতো তাহলে আকবরের দ্বীন-ই-ইলাহী তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় একটি সঠিক সিদ্ধান্ত; আপাত পক্ষে যার কোন বিকল্প নেই। (নাউজুবিল্লাহ মিন জালিক)
২০০১-এর হেকমত না বোঝা অপরিণামদর্শী (!) তালেবানদের ক্ষেত্রে যে কথা ঠিক সাড়ে ১৪ শত বছর আগে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশলপূর্ণ বহুবিধ পন্থার পরিবর্তে খালেস তাওহীদের ডাক এবং তৎপরবর্তী মক্কার সমাজে উদ্ভূত বিশৃঙ্খলা ও অরাজকতার ক্ষেত্রেও সেই একই কথা।
অপরদিকে দ্বীন-ই-ইলাহির মাধ্যমে হিমালায়ান উপমহাদেশের মধ্যযুগের ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক আকবরের ক্ষেত্রে যেই কথা, বহুবিধ উপকারিতা সামনে রেখে অন্য বহু কুফরীর পাশাপাশি তুরস্কের ইতিহাস নির্মাতা প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান (আল্লাহ তাঁকে সত্যের উপর নিয়ে আসুন!)-এর নেটো জোটভুক্ত হওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রেও সেই একই কথা।
বিশ্বাস করুন! জাগতিক কল্যাণের ভারে তাওহীদের এসমস্ত অনুপযোগিতা (!) বাস্তবে যে চূড়ান্ত সাফল্য, সে কথা মানুষের সামনে তুলে ধরা খুবই কঠিন।
এক তাওহীদ -এর সামনে গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তবুও তাতে কিছু যায় আসে না। সাত স্তর আসমান এবং সাত স্তর জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় তাহলে কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে—সঠিক সময়ে এ বিষয়টা বোঝার মত মানুষের ভারী অভাব।
আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধের মত (!) তাওহীদ অনুসরণ করার তৌফিক দান করুন যেই অন্ধত্বের (!) কারণে বেলাল, খাব্বাব, আম্মার আর সুমাইয়াদের নির্যাতিত ও নিপীড়িত অবস্থা মোহাম্মদকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হেকমতের উপর আনতে পারে নাই।
হে আল্লাহ ! তারা আমাদেরকে অন্ধ আর অপরিণামদর্শী বলে গালি দেয়। হে আল্লাহ! আপনি তাদেরকে ক্ষমা করুন কারণ তারা বোঝেনা।
Comment